রাত পোহালেই বিধানসভা নির্বাচন বিহারে। তার কয়েক ঘণ্টা আগেও রাজনৈতিক স্তরে ব্যক্তিগত আক্রমণ অব্যাহত। যাঁরা আট-ন’টা বাচ্চার জন্ম দেন, তাঁরা উন্নতির কী বোঝেন, এই মর্মে সোমবার লালুপ্রসাদ যাদব ও তাঁর পরিবারকে আক্রমণ করেন নীতীশ কুমার। মঙ্গলবার পাল্টা আক্রমণ হেনেছেন লালুপুত্র তেজস্বী যাদব। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরাও ছয় ভাইবোন। লালুর পরিবারকে নিশানা করতে গিয়ে নীতীশ আদতে প্রধানমন্ত্রীকেই আক্রমণ করেছেন।
পশুখাদ্য মামলায় বাবা জেলবন্দি থাকায় একা হাতেই নির্বাচনী প্রচার সামলাচ্ছেন তেজস্বী। নীতীশ ও বিজেপি জোটকে ধরাশায়ী করতে উন্নয়ন ও অর্থনীতিকেই হাতিয়ার করেছেন তিনি। ক্ষমতায় এলে ১০ লক্ষের বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন।
সেই নিয়ে সোমবার হাজিপুরের সভায় লালুপুত্রকে নিশানা করেন নীতীশ। তিনি বলেন, ‘‘ওদের কথার কি কোনও গুরুত্ব রয়েছে? আট-ন’টা করে ছেলেমেয়ের জন্ম দেয়। কন্যাসন্তানের উপর কোনও আস্থাই নেই ওদের। ছেলের আশায় পর পর মেয়ের জন্ম দিয়ে যায়।’’
By commenting on my family, Nitish Kumar is targeting PM Modi as he also has 6 siblings. Using such language, Nitish Kumar has insulted women & my mother's sentiments. They don't speak on main issues including inflation, corruption, unemployment etc. : RJD Leader Tejashwi Yadav pic.twitter.com/6LTp4tjnxh
— ANI (@ANI) October 27, 2020
আরও পড়ুন: ‘ভাল কথা বা কাজ, কোনওটাতেই নেই ওরা’, বিহারে পরিবর্তনের ডাক সনিয়ার
তার জবাবে এ দিন সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তেজস্বী বলেন, ‘‘আমার পরিবারকে কটাক্ষ করতে গিয়ে নীতীশ কুমার প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন। ওঁরাও তো ছয়-সাত ভাইবোন। এই ধরনের মন্তব্য করে মহিলাদের অপমান করেছেন নীতীশ কুমার। আমার মায়ের ভাবাবেগে আঘাত হেনেছেন। দুর্নীতি, বেকারত্ব, মুদ্রাস্ফীতির মতো গুরুতর সমস্যা নিয়ে কখনও মুখ খুলতে দেখা যায় না ওঁদের। বরং আসল সমস্যা থেকে নজর ঘোরানোই উদ্দেশ্য।’’
নীতীশের কটাক্ষ তাঁর কাছে আশীর্বাদের স্বরূপ বলে এর আগে টুইটও করেন তেজস্বী। তিনি বলেন, ‘‘নীতীশজির কুকথাও আমার কাছে আশীর্বাদের মতো। আসলে মানসিক এবং শারীরিক ভাবে পরিশ্রান্ত উনি। তাই যা ইচ্ছে বলে যাচ্ছেন। আমি ওঁর কথা আশীর্বাদ বলেই মেনে নিচ্ছি। বিহারের মানুষ এ বার বেকারত্ব এবং উন্নয়নের মতো সমস্যার উপরই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’’
আরও পড়ুন: এক দিনে সংক্রমিত ৩৬ হাজার ৪৭০, তিন মাসে সর্বনিম্ন, সুস্থতার হার ৯০.৬২%
তবে তেজস্বী নীতীশের কটাক্ষকে আশীর্বাদ বলে মেনে নিলেও, নীতীশ কুমারের মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। রাজনীতিকদের একাংশের মতে, বাবার অনুপস্থিতিতেও সভায় লোক জড়ো করতে সফল হয়েছেন তেজস্বী। তাতে চিন্তিত হয়েই সরাসরি ব্যক্তিগত আক্রমণে নেমে এসেছেন নীতীশ।