Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Narendra Modi

মোদী-সমর্থক ৬৫%, দাবি সমীক্ষায়

মোদী দেশের ৬৫.৬৯% মানুষের সমর্থন পেয়েছেন। ওড়িশাতে সর্বোচ্চ ৯৫.৬৯% মানুষের সমর্থন তাঁর সঙ্গে।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ জুন ২০২০ ০৩:১৯
Share: Save:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এখন দেশের ৬৫ শতাংশের বেশি মানুষ সমর্থন করছে বলে আইএএনএস-সি ভোটারের সমীক্ষা জানাল। ওই সমীক্ষা অনুযায়ী, দেশের জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী ওড়িশার নবীন পট্টনায়ক। আবার ওড়িশাতেই সবথেকে বেশি মানুষ মোদীর প্রতি সমর্থন জানিয়েছেন। প্রধানমন্ত্রী পদের জন্য ভোট হলে কাকে সমর্থন জানাবেন, সেই প্রশ্নেও ৬৬.২% মানুষ মোদীকে সমর্থন জানিয়েছেন। ২৩.২% মানুষ রাহুলকে সমর্থন করেছেন। শুধু গোয়া, কেরল ও তামিলনাড়ুতে তিনি মোদীর থেকে এগিয়ে। কিন্তু ১০টি রাজ্যে রাহুল ‘নেগেটিভ রেটিং’ পেয়েছেন।

মে মাসের শেষে চালানো ওই সমীক্ষায় প্রতি রাজ্য থেকে তিন হাজার জনের উপরে সমীক্ষা চালানো হয়েছে বলে দাবি। মোদী দেশের ৬৫.৬৯% মানুষের সমর্থন পেয়েছেন। ওড়িশাতে সর্বোচ্চ ৯৫.৬৯% মানুষের সমর্থন তাঁর সঙ্গে। পশ্চিমবঙ্গে সেই তুলনায় ৬৪.০৬% মানুষের সমর্থন প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছে। জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী হিসেবে পট্টনায়ক ৮২.৯৬% মানুষের সমর্থন পেয়েছেন। তিনি ছাড়া প্রথম ১০ জন জনপ্রিয় মুখ্যমন্ত্রীদের মধ্যে ছত্তীসগঢ়, কেরল, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি, হিমাচল প্রদেশ, কর্নাটকের মুখ্যমন্ত্রীরা রয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ৫২.০৬%-র সমর্থন পেয়েছেন। বিজেপি নেতারা বলছেন, কিছু রাজ্যে বিরোধী দলের মুখ্যমন্ত্রীরা জনপ্রিয় হলেও প্রধানমন্ত্রী হিসেবে মানুষ মোদী ছাড়া কাউকে চান না।

আরও পড়ুন: বঙ্গে অমিত শাহের ‘ভার্চুয়াল র‌্যালি’! সাজ সাজ রব রাজ্য বিজেপিতে

আরও পড়ুন: ‘গেট ওয়েল সুন’, বার্তা পেয়েই মুছে গেল বেশ কয়েক বছরের বিচ্ছিন্নতা

অন্য বিষয়গুলি:

Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE