Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Ministry of Ports

নাম বদলালো জাহাজ মন্ত্রকের

কেন্দ্রের দাবি, এর দৌলতে যাতায়াতের সময় ১০-১২ ঘণ্টা থেকে কমে দাঁড়াবে ৪ ঘণ্টা।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২০ ০৫:৩৯
Share: Save:

মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে শিক্ষা মন্ত্রক করা হয়েছে কিছু দিন আগেই। এ বার জাহাজ মন্ত্রকের নাম পাল্টে হল বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রক। রবিবার সে কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, নাম স্পষ্ট হলে, কী করণীয়, সেই বিষয়েও স্বচ্ছতা আসে।

এ দিন ভিডিয়ো-অনুষ্ঠানে গুজরাতের ভাবনগর ও সুরতের মধ্যে ফেরি পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের দাবি, এর দৌলতে যাতায়াতের সময় ১০-১২ ঘণ্টা থেকে কমে দাঁড়াবে ৪ ঘণ্টা। বছরে যাতায়াত করতে পারবেন প্রায় ৫ লক্ষ যাত্রী। নিয়ে যাওয়া যাবে ৮০ হাজার গাড়ি, ৫০ হাজার দু’চাকা গাড়ি, ৩০ হাজার ট্রাকও। অনুষ্ঠানেই মোদী বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থা ও পরিকাঠামো ক্ষেত্রে পরিবর্তন আনছে কেন্দ্র। জলপথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি তার অন্যতম অঙ্গ। সে ক্ষেত্রে জাহাজ পরিবহণের পাশাপাশি বন্দর নির্মাণ ও তার দেখভাল এবং জলপথের উন্নয়নে বড় ভূমিকা নিতে হচ্ছে পূর্বতন জাহাজ মন্ত্রককে। সেই কারণেই নাম বদলের সিদ্ধান্ত।

অন্য বিষয়গুলি:

Ministry of Ports, Shipping and Waterways Ministry Of Shipping Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy