কুয়াশার দাপট দিল্লিতে। শুক্রবার। ছবি সৌজন্য টুইটার।
পূর্বাভাস ছিল। সেই পূর্বাভাস মতো বছরের প্রথম দিনেই প্রায় শূন্যের কাছে পৌঁছে গেল দিল্লির তাপমাত্রা। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াস। এই মরসুমের শীতলতম দিন বলেই জানিয়েছে তারা। এমনকি গত ১৫ বছরে যা সর্বনিম্ন।
ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশাও। সকাল থেকেই কুয়াশায় ঢেকে রয়েছে দিল্লির আকাশ। দৃশ্যমানতা কোথাও কোথাও শূন্যতে নেমে গিয়েছে। ফলে যান চলাচলের উপর প্রভাব পড়েছে।
গত কয়েক দিন ধরেই দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা কমছে। চলছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া দফতর জানিয়েছে, গত ডিসেম্বরেই আটটি শৈত্যপ্রবাহের মুখে পড়তে হয়েছে দিল্লিকে। আবহাওয়া দফতরের আঞ্চলিক প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, দিল্লিতে আকাশ পরিষ্কার থাকার কারণে পশ্চিম হিমালয় থেকে বাধাহীন ভাবে কনকনে ঠান্ডা বাতাস ঢুকছে। তা ছাড়া হিমালয় অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তুষারপাত হচ্ছে। ফলে উত্তর ভারতের তাপমাত্রা ক্রমশ নামছে।
#WATCH Dense fog, reduced visibility witnessed in Delhi on the first day of the new year; visuals from Mundka pic.twitter.com/IkgMdUi7is
— ANI (@ANI) January 1, 2021
বৃহস্পতিবার হরিয়ানার হিসার এবং নারনাউলে তাপমাত্রা শূন্যের নীচে নেমে গিয়েছিল। হিসারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১.২ ডিগ্রি সেলসিয়াস। নারনাউলে ছিল ০.৫ ডিগ্রি সেলসিয়াস। পঞ্জাবের ভাটিন্ডা, বলোয়ালে তাপমাত্রা শূন্যে নেমে গিয়েছিল। অন্য দিকে, উত্তরাখণ্ড হিমাচল প্রদেশেও সর্বনিম্ন তাপমাত্রা শূন্যে ঠেকেছে।
দিল্লির আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম হিমালয়ে ফের একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। ফলে হিমালয় অঞ্চল এবং তার পাশ্ববর্তী সমতল অঞ্চলগুলোতে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রার পারদ নামবে। ৩-৬ জানুয়ারির মধ্যে পশ্চিম হিমালয় অঞ্চলে হালকা থেকে মাঝারি তুষারপাত হবে। তবে জানুয়ারির ২-৫ তারিখের মধ্যে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ এবং উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশে বৃষ্টি হতে পারে। যার জেরে তাপমাত্রা আরও নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy