Advertisement
০৫ নভেম্বর ২০২৪
নথি মেলে না সময়ে: ডেরেক
National News

স্থায়ী কমিটিতে দেখা মেলে না বহু সাংসদেরই

বাজেট অধিবেশনের শুরুতে বাজেট পেশের পর প্রায় এক মাসের বিরতি থাকে স্থায়ী কমিটিগুলিতে তা নিয়ে আলোচনার জন্য।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ মার্চ ২০২০ ০২:৪২
Share: Save:

সংসদের অধিবেশন বন্ধ মানে কি সাংসদদেরও ‘ছুটি’! বাজেট অধিবেশনের বিরতিতে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তাঁদের দেখা মিলছে না। এ ক্ষেত্রে সব থেকে এগিয়ে তৃণমূল। তাদের গরহাজিরার হার ৫৭%। খুব পিছিয়ে নেই বিজেপি ও কংগ্রেসও।

বাজেট অধিবেশনের শুরুতে বাজেট পেশের পর প্রায় এক মাসের বিরতি থাকে স্থায়ী কমিটিগুলিতে তা নিয়ে আলোচনার জন্য। সমস্ত মন্ত্রকের বাজেট বরাদ্দ, অনুদান যথেষ্ট কি না— এ সব নিয়ে সংশ্লিষ্ট স্থায়ী কমিটিতে চুলচেরা বিচার হয়। তার পরে বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধে সংসদে এ নিয়ে আলোচনার পরেই বাজেটের অর্থে মঞ্জুরি দেয় সরকার।

রাজ্যসভার সচিবালয় সূত্রে আজ জানানো হয়েছে, রাজ্যসভার অধীনে আটটি সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে। সেগুলির একটি বৈঠকেও য়োগ দেননি তৃণমূলের ৫৭%, বিজেপির ৩৬%, কংগ্রেসের ১৫% এবং অন্যান্য দলের ৫০% সদস্য। রাজ্যসভা ও লোকসভা মিলিয়ে ৯৫ জন সাংসদ একটি বৈঠকেও যাননি। তাঁদের নামের তালিকাও দিয়েছে সচিবালয়।

আরও পড়ুন: সরকারি সম্মান ফিরিয়ে দাবি নিয়ে সরব লিসি

রাজ্যসভায় তৃণমূলের দলনেতা হয়েও তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন কিংবা প্রথম বারের সাংসদ মিমি চক্রবর্তীরা কেন গরহাজির এই গুরুত্বপূর্ণ বৈঠকগুলিতে? বিজেপি সরকারের দিকে আঙুল তুলে ডেরেকের জবাব, ‘‘আমরা বরং খুশি যে, এই সব বৈঠকে যোগ দিইনি। কারণ, ঠিক সময়ে সাংসদদের কাছে কাগজপত্র পাঠানো হয় না। দুপুরে বৈঠক হলে কাগজপত্র পাঠানো হয়েছে সকালে।’’ এরই সঙ্গে ডেরেকের স্পষ্ট ঘোষণা, ‘‘স্থায়ী কমিটিগুলিকে আমরা স্রেফ সিলমোহরে পরিণত হতে দেব না। বৈঠকে অংশ নিলে, আগে সব কাগজপত্র খতিয়ে দেখব। বিজেপিকে চ্যালেঞ্জ করছি, এই সব বৈঠকের সরাসরি সম্প্রচার করা হোক। তা হলেই স্পষ্ট হবে, কী ভাবে ওরা এই কমিটি চালাচ্ছে। আগামী সপ্তাহে আমি এ নিয়ে আরও তথ্য দেব।’’

গরহাজিরা-খাতা

বিভিন্ন মন্ত্রকের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনায় সংসদীয় স্থায়ী কমিটিতে সাংসদদের অনুপস্থিতি
• লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ২৪৪ জনের মধ্যে ৯৫ জন একটি বৈঠকেও যোগ দেননি
• রাজ্যসভার ৮টি কমিটিতে তৃণমূলের ৫৭ শতাংশ, বিজেপির ৩৬ শতাংশ, কংগ্রেসের ১৫ শতাংশ গরহাজির

উল্লেখযোগ্য অনুপস্থিতি
• তৃণমূল: ডেরেক ও’ব্রায়েন, মিমি চক্রবর্তী
• বিজেপি: অনন্তকুমার হেগড়ে, রাজীবপ্রতাপ রুডি, রূপা গঙ্গোপাধ্যায়
• কংগ্রেস: নকুল নাথ
• এমআইএম: আসাদুদ্দিন ওয়াইসি
• শিরোমণি অকালি দল: সুখবীরসিংহ বাদল
• বিএসপি: সতীশ চন্দ্র মিশ্র

এই গরহাজিরা নিয়ে দ্বিতীয় পর্বের অধিবেশনের শুরুতেই রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন, অধিবেশনের বিরতিতে বিভিন্ন মন্ত্রকের বাজেট বরাদ্দ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটিগুলির বৈঠক হয়েছে। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ২৪৪ জন সাংসদ এই কমিটিগুলির সদস্য। কিন্তু লোকসভার ১৬৬ জনের মধ্যে ৭৮ জন, রাজ্যসভার ৭৮ জনের মধ্যে ২৩ জন— অর্থাৎ মোট ৯৫ জন একটি বৈঠকেও যাননি। হাজিরা বাড়াতে সব দলের নেতাদের কাছেই আর্জি জানিয়েছেন নায়ডু।

সংসদীয় সচিবালয় সূত্রের বক্তব্য, স্থায়ী কমিটির বৈঠকে না-গেলে তার জন্য নির্দিষ্ট অতিরিক্ত ভাতা মেলে না। প্রশ্ন উঠছে, যুক্তিযুক্ত কারণ ছাড়া ওই সব বৈঠকে গরহাজির থাকলে সাংসদের বেতন কেন কাটা হবে না? সরকারি সূত্রের জবাব, এটা ঠিক করার ক্ষমতা সাংসদদেরই হাতে।

অন্য বিষয়গুলি:

TMC Parliament Of India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE