Advertisement
২২ নভেম্বর ২০২৪
Election Results 2020

কেরলে পুরসভা, পঞ্চায়েত ভোটে অনেকটাই এগিয়ে এলডিএফ

৯৪১টি গ্রাম পঞ্চায়েত, ১৫২টি ব্লক পঞ্চায়েত, ১৪টি জেলা পঞ্চায়েত, ৮৬টি পুরসভা এবং ৬টি পুরনিগমের ভোট গণনা চলছে।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ১৫:১৪
Share: Save:

পঞ্চায়েত, পুরসভা এবং পুরনিগম নির্বাচনে কড়া টক্কর চলছে কেরলে। ৯৪৫টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে শাসক দল লেফ্ট ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এলডিএফ) প্রথম থেকেই অনেকটাই এগিয়ে রয়েছে। অন্য দিকে, ভাল শুরু করলেও সময় যত এগোচ্ছে এলডিএফ-এর সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট(ইউডিএফ)-এর ব্যবধান বাড়ছে।

বুধবার সকাল থেকেই ভোটগণনা শুরু হয়ে গিয়েছে। ৯৪১টি গ্রাম পঞ্চায়েত, ১৫২টি ব্লক পঞ্চায়েত, ১৪টি জেলা পঞ্চায়েত, ৮৬টি পুরসভা এবং ৬টি পুরনিগমের ভোট গণনা চলছে। বিকেল ৫টা পর্যন্ত যে হিসেব পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েতেএলডিএফ এগিয়ে ৫১৪টি আসনে। ইউডিএফ ৩৭৭টি আসনে এবং এনডিএ ২২ আসনে এগিয়ে আছে। ১০টি জেলায় পঞ্চায়েতে এগিয়ে এলডিএফ। অন্য দিকে, ৪টিতে এগিয়ে ইউডিএফ।

তবে পান্ডালাম পুরসভা ভোটে ভাল ফল করেছে বিজেপি। ৩৩টি আসনের মধ্যে ১৭টি জিতেছে বিজেপি। ২০১৫-থেকে এই পুরসভা এলডিএফের দখলে। তিরুঅনন্তপুরম, কোলাম, কোঝিকোড়, কান্নুরেও এলডিএফ-এর প্রবণতা ভাল।

এ বারের নির্বাচনে ইউডিএফ করোনাভাইরাস, সোনা পাচার কাণ্ড নিয়ে এলডিএফ-এর বিরুদ্ধে জোর প্রচার চালিয়েছে। তার প্রভাব এ বার ভোটবাক্সে পড়েছে কি না তা নিয়ে তুমুল চর্চা চলছে। অন্য দিকে, এনডিএ জোটও এ বার ভাল ফল করতে পারে বলে আশা প্রকাশ করেছেন দলের নেতারা। তাঁদের দাবি, আগের বারের তুলনায় এ বার তিন গুণ আসন পাবে এনডিএ।

২০১৫-য় ৫৪৯টি পঞ্চায়েত, ৯০টি ব্লক, ৪৪টি পুরসভা এবং ৪টি পুরনিগমে জিতেছিল এলডিএফ। ইউডিএফ কি এ বার বাজিমাত করতে পারবে সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

অন্য বিষয়গুলি:

Election Results 2020 Kerala
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy