Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
Kamala Harris

কমলার জয়ে উৎসব তামিলনাড়ুর গ্রামে

কমলার জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলেন তাঁর আত্মীয়স্বজনেরা। আমেরিকার ভাবী ভাইস প্রেসিডেন্টের মাসি সরলা গোপালন এখনও চেন্নাইয়ে থাকেন।

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২০ ০৫:৩৫
Share: Save:

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসের জয়ে মাতোয়ারা তাঁর মায়ের গ্রাম তামিলনাড়ুর থুলাসেন্দ্রাপুরম। কমলার জয়ের খবর ঘোষণা হতেই গ্রাম জুড়ে রীতিমতো উৎসব শুরু হয়। গ্রামের কোথাও রাস্তার ধারে তাঁর ছবি-সহ হোর্ডিং, কোথাও মিষ্টি বিতরণ তো কোথাও রঙ্গোলি, কোথাও আবার আমেরিকার ভাবী ভাইস প্রেসিডেন্টের ছবি হাতে বাজি পোড়ানো। কমলার এই জয়কে ‘ঘরের মেয়ের’ সাফল্য হিসেবেই দেখছেন থুলাসেন্দ্রাপুরমের বাসিন্দারা।

তামিলনাড়ুর তিরুভারুর জেলার থুলাসেন্দ্রাপুরম গ্রামে কমলার মা শ্যামলা গোপালনের বাড়ি। কমলা ও তাঁর বোন মায়া যখন ছোট, তখন শ্যামলা তাঁদের এই গ্রামে নিয়ে এসেছিলেন। ভারতীয় খাবার রান্না করে খাইয়েছেন, দেশীয় গয়নায় সাজিয়েছেন। ফলে গ্রামের অনেক প্রবীণ-প্রবীণার কাছে কমলা ও তাঁর বোনের গ্রামে আসার স্মৃতি এখনও অমলিন। কমলার জয় আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হতেই তামিলনাড়ুর এই গ্রামে শুরু হয়ে যায় উৎসব। অনেক বাড়ির উঠোনে বা বাড়ির সামনে মহিলারা আলপনা এঁকে কমলাকে অভিনন্দন জানিয়েছেন। এক অপরকে মিষ্টি বিলিয়েছেন প্রতিবেশীরা। বাজিও কম পোড়েনি।

কমলার জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলেন তাঁর আত্মীয়স্বজনেরা। আমেরিকার ভাবী ভাইস প্রেসিডেন্টের মাসি সরলা গোপালন এখনও চেন্নাইয়ে থাকেন। বোনের মেয়ের জয়ে স্বভাবতই আপ্লুত। আজ তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমি জানতাম ও (কমলা) জিতবে। কিন্তু এখনও ওর সঙ্গে কথা হয়নি। গত অগস্টে কমলার নাম যখন ডেমোক্র্যাটদের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে চূড়ান্ত হল, তখন ওকে বলেছিলাম, ‘তুমি কঠোর পরিশ্রমী। এগিয়ে যাও।’ কমলার মামা জি বালচন্দ্রনের কথায়, ‘‘জানতাম ও-ই জিতবে। শুধু চেয়েছিলাম, তাড়াতাড়ি ফল ঘোষণা হোক, যাতে আমি ঘুমোতে যেতে পারি।’’ সরলা জানিয়েছেন, আগামী জানুয়ারিতে কমলার শপথ অনুষ্ঠানে হাজির থাকার পরিকল্পনা করছেন বালচন্দ্রন। তিনি জানিয়েছেন, ২০১৭ সালে যখন কমলা সেনেটর নির্বাচিত হয়েছিলেন, তখন পরিবারের সকলে আমেরিকা গিয়েছিলেন।

বছর দুয়েক আগে সেনেটের ভোটে কমলার জয় প্রার্থনা করে চেন্নাইয়ের এক মন্দিরে ১০০টি নারকেল দিয়ে পুজো দিয়েছিলেন সরলা। তিনি জানিয়েছেন, এ বার তিনি ফের গ্রামের বাড়িতে যাবেন এবং বোনের মেয়ের সাফল্যের জন্য গৃহ দেবতাকে পুজো দেবেন।কমলার জয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পলানীস্বামী। টুইটে তিনি জানিয়েছেন, কমলার জয়ে তামিলনাড়ু গর্বিত। আমেরিকার ভাবী ভাইস প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন ডিএমকে নেতা স্ট্যালিনও।

অন্য বিষয়গুলি:

Kamala Harris Tamilnadu Village US Election 2020 India-America
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy