Advertisement
০৮ নভেম্বর ২০২৪
Jaswant Singh

যশোবন্ত সিংহের জীবনাবসান

২০১৪-র অগস্টে বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান যশোবন্ত।

যশোবন্ত সিংহ

যশোবন্ত সিংহ

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২০ ০৪:৫৭
Share: Save:

সাল ২০০৯। সংসদে বাজেট বিতর্কে বিজেপি নেতা যশোবন্ত সিংহ তীব্র কটাক্ষ ছুড়লেন, ‘‘প্রবীণ নাগরিকদের যেটুকু কর ছাড় দেওয়া হয়েছে, তাতে এক বোতল হুইস্কিও কেনা যাবে না।’’ হাসতে হাসতে তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বললেন, ‘‘কিক দ্য বটল।’’

৮২ বছর বয়সে আজ প্রয়াত হলেন যশোবন্ত। প্রণববাবুর মতোই জাতীয় রাজনীতির সেই বিরল ব্যক্তিত্বদের তিনি অন্যতম, যাঁরা বিদেশ, অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। আবার ২০০৯-এর লোকসভা ভোটে গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে দার্জিলিং থেকে বিজেপি জিতিয়ে এনেছিল যশোবন্তকে।

২০১৪-র অগস্টে বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান যশোবন্ত। ভর্তি করা হয় নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে। চলে যান কোমায়। গত ২৫ জুন ফের ভর্তি হন সেনা হাসপাতালে। আজ সকাল ৬টা ৫৫ মিনিটে তিনি মারা যান। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

‘মধ্যবিত্তের দল’ বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হওয়া সত্ত্বেও যশোবন্ত ছিলেন সেই দলেরই অভিজাত মুখ। সঙ্ঘ থেকে উঠে আসেননি। উগ্র হিন্দুত্বের বদলে উদারপন্থী চিন্তাধারাতেই ছিল তাঁর বিচরণ। তাই প্রভাব ফেলেছিলেন বিজেপির শহুরে ভোটব্যাঙ্কে। হিন্দি আর ইংরেজি, দু’টোই ঝরঝরে বলতেন, বই লিখতেন। ‘ট্রেডমার্ক’ ছিল জলদগম্ভীর গলা, সূক্ষ্ম রসবোধ আর কাঁধে ফ্ল্যাপ-দেওয়া শার্ট। তাঁর এবং স্ত্রী শীতল কুমারীর দুই পুত্রের অন্যতম মানবেন্দ্র প্রাক্তন সাংসদ।

১৯৩৮ সালের ৩ জানুয়ারি রাজস্থানের বাড়মেরের জসোল গ্রামে জন্ম। সেনাবাহিনীর মেজর ছিলেন। ১৯৮০ থেকে পাঁচ বার রাজ্যসভার সাংসদ থেকেছেন, চার বার লোকসভায়। ভারতের ইতিহাসে চিরস্থায়ী প্রভাব রেখে যাওয়া কয়েকটি অধ্যায়ের সঙ্গে জড়িয়ে রয়েছে অটলবিহারী বাজপেয়ীর অগাধ আস্থাভাজন যশোবন্তের নাম।

১৯৯৮ থেকে ২০০২ পর্যন্ত যশোবন্ত ছিলেন বিদেশমন্ত্রী। তাঁর আমলেই ঘটেছে ‘পোখরান-২’ পারমাণবিক বিস্ফোরণ, কার্গিল যুদ্ধ, ভারত-পাক আগরা শীর্ষ বৈঠক এবং কন্দহর বিমান ছিনতাই কাণ্ড। ১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের সেই বিমানের যাত্রী ও বিমানকর্মীদের প্রাণের বিনিময়ে জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার-সহ তিন জঙ্গিকে মুক্তি দেয় বাজপেয়ী সরকার। জঙ্গিদের কন্দহরে ছেড়ে এসেছিলেন যশোবন্তই। যার জেরে পরবর্তী কালে নানা জঙ্গি হামলার পরে বিজেপিকে শুনতে হয়েছে, তাদের ভুলেরই মাসুল দিচ্ছে দেশ।

বিদেশমন্ত্রী হিসেবে পোখরানের পরে আমেরিকার সঙ্গে শৈত্য কাটিয়ে সহযোগিতার পথচলা শুরু করেছিলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে করদাতাদের টাকা নয়ছয় রুখতে ইউনিট ট্রাস্ট অব ইন্ডিয়ার পুনর্গঠন করেছিলেন। তবু নিজের দল থেকেই যশোবন্ত বহিষ্কৃত হয়েছেন দু’বার। ২০০৯ সালে তাঁর বই ‘জিন্না: ইন্ডিয়া, পার্টিশন, ইন্ডিপেন্ডেন্স’-এ মহম্মদ আলি জিন্নার প্রশংসা করে প্রথম বার বহিষ্কৃত হন। বইটি গুজরাতে নিষিদ্ধ করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। সে বার শিমলায় বিজেপির চিন্তন শিবিরে ডাক পাননি যশোবন্ত।

২০০৯ সালের লোকসভায় দার্জিলিংয়ের সাংসদ হন যশোবন্ত। তাঁর সেই বিপুল জয় ছিল বিমল গুরুঙ্গের প্রথম বড় রাজনৈতিক সাফল্য। যদিও পরে যশোবন্ত কার্যত পাহাড়ে আর না-ফেরায় ক্ষুব্ধ হয় মোর্চা। ২০১৪-য় দার্জিলিঙে বিজেপির প্রার্থী বদলের নেপথ্যে গুরুঙ্গের চাপ ছিল বলে মনে করা হয়।

গুজরাত দাঙ্গার পরে মোদীকে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরানোর পক্ষপাতী ছিলেন যশোবন্ত। ২০১৩ সালে গোয়ার যে সভায় মোদীকে প্রধানমন্ত্রী পদে বিজেপির মুখ হিসেবে বেছে নেওয়া হয়, আডবাণীর মতো যশোবন্তও সেখানে গরহাজির ছিলেন। ২০১৪-র ভোটে টিকিট না-পেয়ে দলীয় আপত্তি উপেক্ষা করেই বাড়মেরে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ান। অতঃপর ফের বহিষ্কার। গুরুতর অসুস্থ হয়ে পড়েন এর পরেই। আজ জোধপুরে নিজের খামারবাড়িতেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে যশোবন্তের।

অন্য বিষয়গুলি:

Jaswant Singh Death BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE