Advertisement
০৯ জানুয়ারি ২০২৫
Jaishankar

সীমান্তে নীতিভঙ্গ করেনি সেনা, রাহুলকে জবাব জয়শঙ্করের

সীমান্তে মোতায়েন সব বাহিনীই সশস্ত্র থাকে। তবে দীর্ঘদিনের প্রথা মেনে মুখোমুখি সঙ্ঘাতের সময় অস্ত্র ব্যবহার করা হয়নি।

এস জয়শঙ্কর, রাহুল গাঁধী। ফাইল চিত্র।

এস জয়শঙ্কর, রাহুল গাঁধী। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ জুন ২০২০ ১৯:৪৬
Share: Save:

গলওয়ানে ভারতীয় সেনা নিরস্ত্র অবস্থায় হামলার মুখোমুখি হয়েছিল কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এবার সেই অভিযোগের জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার তাঁর টুইট, ‘‘সোজাসুজি বিষয়ে আসা যাক। সীমান্তে মোতায়েন সব বাহিনীই সশস্ত্র থাকে, বিশেষত যখন তারা শিবির ছেড়ে বাইরে যাচ্ছে, সে সময়। গলওয়ানেও ১৫ জুন তা-ই হয়েছিল। কিন্তু দীর্ঘদিনের প্রথা (১৯৯৬ এবং ২০০৫ সালের চুক্তি অনুযায়ী) মেনে মুখোমুখি সঙ্ঘাতের সময় অস্ত্র ব্যবহার করা হয়নি।’’ এদিনই বিদেশমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে গলওয়ান উপত্যকাতে নিজেদের এলাকা হিসেবে চিনের দাবি মেনে নেওয়ার প্রশ্নই নেই। সেই সঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবের ঘোষণা, ‘‘সোমবার রাতের সংঘর্ষের ঘটনার পরে কোনও ভারতীয় সেনা নিখোঁজ হননি।’’

কংগ্রেস নেতা রাহুল গাঁধী গলওয়ানে চিনা হামলার নিন্দার পাশাপাশি কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, ‘‘তিনি বলেন গলওয়ানে নিরস্ত্র ভারতীয় সেনাদের হত্যা করে চিন জঘন্য অপরাধ করেছে। কিন্তু প্রশ্ন হল, ভারতের বীর সেনানীদের কারা নিরস্ত্র অবস্থায় ওই পরিস্থিতিতে ঠেলে দিলেন?’’ সেই মন্তব্যেরই জবাবে এদিন জয়শঙ্কর পূর্বতন অ-বিজেপি সরকারগুলির আমলের সীমান্ত প্রোটোকলের প্রসঙ্গের অবতারণা করেন। এইচ ডি দেবগৌড়া এবং মনমোহন সিংহের প্রধানমন্ত্রিত্বের সময় স্বাক্ষরিত ওই দু’টি সীমান্ত প্রোটোকলে বলা হয়েছিল, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মুখোমুখি অবস্থানের সময় সঙ্ঘাতের পরিস্থিতি তৈরি হলেও কোনও পক্ষই আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে না।

পূর্ব-লাদাখের গলওয়ানে পেট্রোলিং পয়েন্ট-১৪-র অদূরের সংঘর্ষস্থল-সহ পুরো এলাকা চিনের ভূখণ্ড বলে বুধবার সে দেশের বিদেশমন্ত্রকের তরফে দাবি করা হয়েছিল। কিন্তু অনুরাগ এদিন বলেন, ‘হামলার ঘটনা ঘটেছে ভারতীয় ভূখণ্ডেই।’ তবে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক ও সেনাস্তরের বৈঠক জারি রয়েছে এবং তা ধারাবাহিক ভাবে চলবে বলে জানান তিনি। সোমবার রাতের রক্তক্ষয়ী সংঘর্ষে জখম কয়েকজন জওয়ান খরস্রোতা শিয়োক নদীতে ভেসে যেতে পারে বলে বিভিন্ন খবরে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। কিন্তু এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র সরাসরি তা খারিজ করেছেন।

আরও পড়ুন: বিএসএনএল-এর পর রেল, ৫০০ কোটির বরাত হারাচ্ছে চিনের সংস্থা

আরও পড়ুন: ক্ষমতায় ফেরার জন্য চিনা প্রেসিডেন্টের সাহায্য চেয়েছিলেন ট্রাম্প, বিস্ফোরক অভিযোগ প্রাক্তন আমলার​

অন্য বিষয়গুলি:

Indian Army Rahul Gandhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy