প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিয়ো থেকে নেওয়া ছবি।
সেনা জওয়ানদের বলিদান বৃথা যাবে না। গলওয়ান উপত্যকায় ভারত-চিন সেনা সংঘর্ষের পর এ ভাবেই হুঙ্কার ছাড়েলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বুধবার এক সংক্ষিপ্ত ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভারত শান্তি চায়। কিন্তু কেউ প্ররোচনা দিলে, যে কোনও পরিস্থিতিতে তার উপযুক্ত জবাব দিতেও প্রস্তুত।’’
সোমবার রাতে গলওয়ান উপত্যকায় ভারত-চিন সেনা সংঘর্ষে এক কর্নেল ও ১৯ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। তার পর এই প্রথম মুখ খুললেন প্রধানমন্ত্রী। যে কোনও পরিস্থিতিতে জবাব দেওয়ার হুঁশিয়ারির পাশাপাশি তিনি বলেন, ‘‘আমাদের বীর শহিদ জওয়ানদের বিষয়ে দেশবাসী গর্ব করতে পারে যে, তাঁরা মারতে মারতে মরেছেন।’’ দেশের সার্বভৌমত্বের প্রশ্নে যে কোনও বোঝাপড়ার প্রশ্ন নেই, সে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশের অখণ্ডতা আমাদের কাছে সবার উপরে। তা নিয়ে কোনও সমঝোতা করা হবে না।’’
বুধবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তার আগে এই বক্তব্য পেশ করেন তিনি। ভাষণ শেষে নিহত সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে দু’মিনিটের নীরবতা পালনও করা হয়।
#WATCH India wants peace but when instigated, India is capable of giving a befitting reply, be it any kind of situation: Prime Minister Narendra Modi pic.twitter.com/rJc0STCwBM
— ANI (@ANI) June 17, 2020
আরও পড়ুন: চিন সীমান্তে রক্তপাত, শুক্রবার সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন: সেনা জওয়ানদের বলিদান ভুলবে না দেশ, শোকবার্তা প্রতিরক্ষামন্ত্রীর
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy