Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
India-China

‘সতর্কবার্তা ছিল, মানেনি কেন্দ্রই’

আজ গালওয়ান উপত্যকা রক্তাক্ত হওয়ার পর, সংসদীয় কমিটির সেই রিপোর্টকে (যার সদস্য ছিলেন রাহুল গাঁধী) সামনে এনে প্রচার চালাচ্ছে কংগ্রেস।

ছবি পিটিআই।

ছবি পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জুন ২০২০ ০৫:২২
Share: Save:

শশী তারুরের নেতৃত্বাধীন কংগ্রেস সংসদীয় কমিটি ডোকলাম কাণ্ডের পরই জানিয়েছিল, চিনের উপর ভরসা না করতে। তাদের পরামর্শ ছিল, সম্পর্ক ভাল রাখলেও সব সময়ই কিছুটা সন্দেহের চোখে দেখা হোক শি চিনফিং সরকারকে।

বিদেশ মন্ত্রকের সেই সংসদীয় কমিটির সামনে ২০১৭-র অক্টোবরে তৎকালীন বিদেশসচিব এস জয়শঙ্কর জানিয়েছিলেন, ‘কিছু ক্রিয়া-প্রতিক্রিয়া চলতেই থাকবে।’ তাঁর বক্তব্য ছিল, ‘‘আমরা সীমান্তে পরিকাঠামো তৈরি করছি। সে কারণেই যে যে ক্ষেত্রে ওরা উদ্বিগ্ন, সেই ক্ষেত্রে কিছুটা ক্রিয়া-প্রতিক্রিয়া চলতে থাকবে।’’

আজ গালওয়ান উপত্যকা রক্তাক্ত হওয়ার পর, সংসদীয় কমিটির সেই রিপোর্টকে (যার সদস্য ছিলেন রাহুল গাঁধী) সামনে এনে প্রচার চালাচ্ছে কংগ্রেস। দলের পক্ষ থেকে বলা হচ্ছে, সেই সময়ই চিন নিয়ে সরকারকে সতর্ক করা হয়েছিল। বলা হয়েছিল, সচেতন ভাবেই ভারতকে ঘিরে ধরার পরিকল্পনা নিয়ে চলছে বেজিং। তারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বিতর্ক জিইয়ে রাখতে চায়। কংগ্রেসের বক্তব্য, কমিটির পরামর্শে আমল দেওয়া হয়নি মোদী সরকারের পক্ষ থেকে। প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী তথা কংগ্রেস সাংসদ শশী তারুরের এই কমিটির বক্তব্য ছিল, দু’দেশের সেনার মধ্যে একটি সামগ্রিক সীমান্ত-সংযোগ চুক্তি করার অবিলম্বে প্রয়োজন রয়েছে।

কিন্তু ডোকলামের অচলাবস্থা কেটে যাওয়ায় তখন চিন প্রশ্নে আত্মবিশ্বাসের চূড়ায় ছিল দিল্লি। তাই গুরুত্ব দেয়নি, এমনই অভিযোগ বিরোধীদের। ২০১৭-র ৩০ অক্টোবর ওই কমিটিকে জয়শঙ্কর জানান, প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে দু’দেশের ধারণার ফারাক রয়েছে। আর তার থেকেই যত বিপত্তি। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, প্রমাণ হয়ে গিয়েছে, ধারণার ফারাক নয় মোটেই। এটা ভূখণ্ডের আগ্রাসন ছাড়া কিছুই নয়। কারণ গালওয়ানকে নিজেদের সার্বভৌম এলাকা বলে দাবি করছে চিন, যা ১৯৬২-এর যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত কখনও করা হয়নি।

অন্য বিষয়গুলি:

India-China India China Ladakh Narendra Modi BJP Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy