দমকলের তরফ থেকে সংবাদ সংস্থাকে বলা হয়েছে, ‘‘রাত ১টা নাগাদ আইসিইউ-তে লাগে । হাসপাতাল থেকে মোট ৩০ জনকে উদ্ধার করা হয়।’
রাজকোটে কোভিড হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল পাঁচ জনের। গুজরাতের উদয় শিবানন্দ হাসপাতালে বৃহস্পতিবার মধ্য রাতে আগুন লাগে। আগুন লাগার পর ২৮ জন করোনা আক্রান্তকে হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে এই ঘটনায় ক্ষতক্ষতির পরিমাণ বাড়তে পারে বলেও আশঙ্কা।
The news of fire in a Covid hospital in Rajkot is distressing. Similar fire broke out in August in Ahmedabad. The government must investigate seriously into these cases.
— Rahul Gandhi (@RahulGandhi) November 27, 2020
My condolences to the family of the patients who lost their lives.
দমকলের তরফ থেকে সংবাদ সংস্থাকে বলা হয়েছে, ‘‘রাত ১টা নাগাদ আইসিইউ-তে লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল। হাসপাতাল থেকে মোট ৩০ জনকে উদ্ধার করা হয়। সেখানে ভর্তি করোনা আক্রান্তদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে। তিনজন হাসপাতালের মধ্যে মারা যান। উদ্ধার করার পর বাকি দু’জনের মৃত্যু হয়।’’
The death of Covid-19 patients in a fire accident at a hospital in Rajkot, Gujarat is a tragedy beyond words. In this agonising time, I offer my heartfelt empathy for the bereaved families. I pray for speedy recovery for the injured.
— President of India (@rashtrapatibhvn) November 27, 2020
দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। তবে প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে মনে করা হচ্ছে হাসপাতালের তিন তলায় শর্ট সার্কিট হয়েছিল। সেখান থেকেই আগুন ছড়ায়। উদ্ধার করা করোনা আক্রান্তদের অন্য একটি করোনা হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাজকোট মিউনিসিপ্যাল কমিশনার উদিত আগরওয়াল বলেছেন, ‘‘আইসিইউ-তে মোট সাত জন করোনা আক্রান্ত ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে তিনজনের ঘটনাস্থলের মৃত্যু হয়। বাকিদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে।’’
আরও পডুন: দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমলেও দেশে বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা
গত অগস্ট মাসে আহমেদাবাদের একটি চারতলা কোভিড হাসপাতালেও আগুন লেগেছিল। সেই ঘটনায় মৃত্যু হয় আটজনের। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। টুইট করেছেন রাহুল গান্ধীও। তিনি লিখেছেন, ‘রাজকোটের কোভিড হাসপাতালে আগুনের খবর শুনে মন ভারাক্রান্ত। অগাস্ট মাসে এভাবেই আগুন লেগে যায় আহমেদাবাদের হাসপাতালে। সরকারের উচিত এই বিষয়ে তদন্ত করা। মৃত করোনা আক্রান্তদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই’।
আরও পডুন: হোয়াইট হাউস ছেড়ে দেবেন জানালেন ডোনাল্ড ট্রাম্প, তবে দিলেন শর্তও
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy