দিল্লির বিজ্ঞান ভবনে কৃষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক কেন্দ্রের।
অবশেষে ষষ্ঠ দফার বৈঠকে কিছুটা বরফ গলল। বুধবার বিক্ষোভকারী কৃষকদের দাবি আংশিক মেনে নিল কেন্দ্র। এমনটাই মত কৃষক সংগঠনগুলির। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর জানিয়েছেন, কৃষকদের ২টি দাবিতে সহমত হয়েছে উভয়পক্ষ। এ নিয়ে ৪ জানুয়ারি ফের বৈঠকে বসা হবে।
সুত্রের খবর, বুধবারের বৈঠকেও নয়া ৩ কৃষি আইন বাতিলের দাবি তোলেন কৃষক সংগঠনগুলির প্রতিনিধিরা। কিন্তু তাতে রাজি হয়নি কেন্দ্র। বদলে নতুন কৃষি আইন খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনেরও প্রস্তাব দেওয়া হয়। কৃষক সংগঠনগুলির দাবি, চারটির মধ্যে তাঁদের দু’টি দাবি মেনে নিয়েছে কেন্দ্র। বিদ্যুৎ বিল ২০২০ এবং খড়কুটো পোড়ানোয় মোটা টাকা জরিমানা করার নিয়ম প্রত্যাহারের দাবি করেছিলেন কৃষকরা। বুধবারের আলোচনায় ওই দু’টি দাবি নিয়ে কেন্দ্র ইতিবাচক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে বলে মত কৃষক সংগঠনগুলির।
বিজ্ঞান ভবনে বুধবারের বৈঠকের পর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন, ‘‘আজ খুব ভাল পরিবেশে আলোচনা হয়েছে। এতে ইতিবাচক ইঙ্গিত মিলেছে। চারটি বিষয়ের মধ্যে দু’টি ক্ষেত্রে দু’পক্ষ সহমত হয়েছে।’’ কৃষি মন্ত্রী আরও বলেন, ‘‘সরকার আশ্বাস দিয়েছে যে, এমএসপি চালু থাকবে। এ নিয়ে লিখিত প্রতিশ্রুতিও দিতে প্রস্তুত সরকার। কিন্তু তাঁরা আইনি সিলমোহর চান। তাই আলোচনা জারি রয়েছে।’’ এ দিন মহিলা এবং বয়স্কদের বাড়ি ফিরে যাওয়ার জন্য কৃষক প্রতিনিধিদের কাছে অনুরোধ করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। প্রসঙ্গত, দিল্লির প্রচণ্ড ঠান্ডা এবং অসুস্থতার কারণে ইতিমধ্যেই কয়েক জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: বিতর্কের মুখে শাহিনবাগের বন্দুকবাজকে দলে নিল না বিজেপি
আরও পড়ুন: ১ মাসে ব্রিটেন ফেরত ৩৩০০০, করোনার নয়া স্ট্রেন নিয়ে বাড়ছে উদ্বেগ
বুধবারের বৈঠক ইতিবাচক হলেও আন্দোলনে যে ছেদ টানছেন না তাঁরা তা স্পষ্ট করে দিয়েছেন সারা ভারত কিসান সভার পঞ্জাবের সভাপতি বলকরণ সিংহ ব্রার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy