কৃষক বৈঠক নিয়ে আলোচনার জন্য নড্ডার বাড়িতে কৃষিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী।
কৃষি বিল প্রত্যাহার নিয়ে দিল্লি সীমানায় আন্দোলনকারী কৃষকদের মঙ্গলবার বৈঠকের জন্য আহ্বান জানিয়েছে কেন্দ্র সরকার। একটু পরেই শুরু হতে চলেছে সেই বৈঠক। সূত্রের খবর, সেই বৈঠকে সরকারের তরফে নেতৃত্ব দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। বৈঠকে থাকার কথা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমরেরও। ইতিমধ্যেই ওই বৈঠকে যোগ দিতে দিল্লির সিঙ্গু সীমানা থেকে বিজ্ঞান ভবনের উদ্দেশে রওনা দিয়েছে কৃষক প্রতিনিধিদের ৩৫ জনের একটি দল।
কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠকের আগে বিজেপি সভাপতি জেপি নড্ডার বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন রাজনাথ। কৃষকদের সঙ্গে ৩ ডিসেম্বর বৈঠকের জন্য দিন নির্দিষ্ট ছিল আগেই। কিন্তু কোভিড পরিস্থিতি এবং প্রবল ঠান্ডার বিষয়টি উল্লেখ করে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমার বৈঠকের দিন এগিয়ে নিয়ে আসার জন্য জানান কৃষক সংগঠনের প্রতিনিধিদের। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কৃষিমন্ত্রীর আলোচনার পরই কৃষকদের সঙ্গে বৈঠকের দিন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু কৃষক আন্দোলনের নেতারা চান, কয়েকটি নয়, দেশের সমস্ত কৃষক সংগঠনের সঙ্গে আলোচনায় বসুক কেন্দ্রীয় সরকার।
Delhi: Defence Minister Rajnath Singh arrives at the residence of BJP President JP Nadda, to hold a meeting over farmers protest https://t.co/s0UGQFlPau pic.twitter.com/ASeBE3y5mW
— ANI (@ANI) December 1, 2020
সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কৃষিমন্ত্রীর আলোচনার পরই কৃষকদের সঙ্গে বৈঠকের দিন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। অমিত শাহ মঙ্গলবার তাঁর একটি কর্মসূচি বাতিল করেছেন। সরকারি এক সূত্র বলছে, ‘‘মঙ্গলবার গুরুত্বপূর্ণ একটি বৈঠকের জন্য তিনি ওই অনুষ্ঠানে যাচ্ছেন না।’’ এরই মধ্যে সোমবার গভীর রাতে বিক্ষোভরত এক কৃষকের মৃত্যু হয়েছে।জানা গিয়েছে, প্রবল ঠান্ডায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। শেষে মারা যান তিনি।
কৃষকদের সঙ্গে বৈঠকের দিন এগিয়ে আনা নিয়ে কৃষিমন্ত্রী বলেছেন, ‘‘১৩ নভেম্বরের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৩ ডিসেম্বর কৃষকদের সঙ্গে বৈঠক করা হবে। কিন্তু কোভিড পরিস্থিতি এবং ঠান্ডার মধ্যেই প্রতিবাদ করছে কৃষকরা। তাই ৩ ডিসেম্বরের আগেই তাঁদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
সোমবার রাতেই ৩২টি কৃষক সংগঠনকে এই বৈঠকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছে কৃষিমন্ত্রক। ক্রান্তিকারি কিসান ইউনিয়ন, ভারতীয় কিসান সভা, কুল সহিন্দ কিসান সভা, কৃতি কিসান ইউনিয়ন এবং পঞ্জাব কিসান ইউনিয়ন-এর মতো বিভিন্ন কৃষক সংগঠনকে মঙ্গলবার বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
এ ব্যাপারে স্বরাজ ইন্ডিয়ার এবং কৃষক আন্দোলের অন্যতম নেতা যোগেন্দ্র যাদব বলেছেন, ‘‘আলোচনার দরজা আমরা কখনই বন্ধ করিনি। কিন্তু সেই আলোচনা হতে হবে শর্তহীন, আন্তরিক এবং সর্বব্যাপী। আমরা কৃষি আইন প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সরকারকে পরিষ্কারভাবে জানাতে হবে তারা এই আইন পুনর্বিবেচনার কথা ভাবছে।’’
তবে বৈঠকের জন্য কেন্দ্র সরকার মাত্র ৩২টি সংগঠনকে ডাকায় খুশি নন পঞ্জাব কিসান সংঘর্ষ কমিটির যুগ্ম সম্পাদক সুখবিন্দর এস সভরণ। তিনি সংবাদ সংস্থা এএনআই-কে বলেছেন, ‘‘দেশে ৫০০টির বেশি কৃষক সংগঠন রয়েছে। কিন্তু সরকার আলোচনার জন্য মাত্র ৩২টি সংগঠনকে ডেকেছে। বাকিদের ডাকেনি। সব দলকে যতক্ষণ না ডাকা হচ্ছে আমরা আলোচনার জন্য যাব না।’’
There are more than 500 groups of farmers in the country, but the Govt has invited only 32 groups for talks. The rest haven't been called by the govt. We won't be going for talks till all groups are called: Sukhvinder S Sabhran, Jt Secy, Punjab Kisan Sangarsh Committee in Delhi pic.twitter.com/jYGQlEMKSk
— ANI (@ANI) December 1, 2020
প্রসঙ্গত, ২০২০-তে পাশ হওয়া কৃষি আইন নিয়ে শুরু থেকেই ক্ষোভ রয়েছে দেশের কৃষক সমাজের। সেই আইন প্রত্যাহারের দাবিতে গত ৫ দিন ধরে আন্দোলেন নেমেছে একাধিক কৃষক সংগঠন। দিল্লির বিভিন্ন সীমানায় জড়ো হয়ে প্রবল ঠান্ডার মধ্যেই শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন তাঁরা। শুরুতে তাঁদের আন্দোলন পুলিশ দিয়ে দমনের চেষ্টা করলেও পরে সে পথ থেকে সরে আসে সরকার। দিল্লির বুবারির মাঠে আন্দোলন করতে বলা হয় কৃষকদের। কিন্তু তা মানতে রাজি হননি আন্দোলনকারীরা। তাঁরা দিল্লির কয়েকটি সীমানাতেই অবস্থান করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই অমিত শাহের দেওয়া শর্তসাপেক্ষে আলোচনার প্রস্তার ফিরিয়ে দিয়েছেন তাঁরা। নতুন আইন অধিকার ছিনিয়ে নিয়ে তাঁদের আরও অসহায় করবে বলেই মত অধিকাংশ কৃষক সংগঠনের।
আরও পড়ুন: কৃষক আন্দোলন মোকাবিলায় ফের বৈঠকে বিজেপি, আলোচনার বার্তা
কিন্তু কৃষক সংগঠনের এই দাবি মানতে নারাজ নরেন্দ্র মোদীর সরকার। সোমবার নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে প্রধামমন্ত্রী নরেন্দ্র মোদীর সড়ক উদ্বোধন অনুষ্ঠান হয়ে উঠেছিল আন্দোকারী কৃষকদের ‘বার্তা’ দেওয়ার মঞ্চ। বিরোধী দলগুলি কৃষকদের বিভ্রান্ত করছে এই অভিযোগ তুলে নয়া ৩ কৃষি আইনের পক্ষে সোমবার সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী। ইউপিএ সরকারের সঙ্গে তুলনা টেনে বলেছেন, ‘‘আগে ঋণ মকুবের প্যাকেজ ঘোষণা হলেও তা ছোট কৃষকরা পেতেন না। সে সময় কৃষকদের প্রতারণা করা হত। কিন্তু এখন উত্তরপ্রদেশ থেকে তাজা সবজি লন্ডন যাচ্ছে। ছোট কৃষকরা আইনি সুবিধা পাচ্ছেন।’’ তাঁর আরও দাবি, ‘‘নয়া আইনে নতুন বিকল্পের হদিশ দেওয়া আছে। কৃষি মান্ডি সরানোর কোনও কথা নতুন আইনে নেই। বরং সেগুলি আরও আধুনিক করা হবে।’’ কৃষকরা আরও বেশি দামে ফসল বিক্রির স্বাধীনতা পাবেন বলেও মন্তব্য করেছেন মোদী।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বার্তা খারিজ চাষিদের, কাজে এল না গঙ্গাজল-শপথ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy