Advertisement
০২ নভেম্বর ২০২৪
Narendra Modi

‘সিঙ্ঘম হতে যাবেন না’, পুলিশ আধিকারিকদের পরামর্শ মোদীর

আইপিএস-দের উদ্দেশে মোদীর সতর্কবার্তা, “অন্যায় কাজকে প্রশ্রয় দেবেন না। তাতে নিজেদেরই সমস্যা ডেকে আনবেন।”

নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২০ ১৯:৪৯
Share: Save:

রিল লাইফের ‘সিঙ্ঘম’-কে দেখে অনুপ্রাণিত হয়ে রিয়েল লাইফের ‘সিঙ্ঘম’ হতে যাবেন না, তাতে আখেরে ক্ষতিই হবে। শুক্রবার সর্দার বল্লভভাই পটেল পুলিশ অ্যাকাডেমিতে ২০১৮-র ব্যাচের আইপিএস-দের উদ্দেশে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

তিনি বলেন, “এমন অনেক পুলিশ আধিকারিক আছেন যাঁরা প্রথম দিকে ‘সিঙ্ঘম’-এর মতো হাবভাব করেন, কিন্তু তা করতে গিয়ে পুলিশের যে মূল লক্ষ্য তা থেকেই বিচ্যুত হন।” এমনটা করা কখনই উচিত নয় বলে বার্তা প্রধানমন্ত্রীর।

আইপিএস-দের উদ্দেশে মোদীর সতর্কবার্তা, “অন্যায় কাজকে প্রশ্রয় দেবেন না। তাতে নিজেদেরই সমস্যা ডেকে আনবেন। কারণ এ বার পুলিশেও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু হচ্ছে। পুলিশ যাতে ভাল ভাবে কাজ করতে পারে, এই প্রযুক্তি তার জন্য অত্যন্ত কার্যকরী।”

মহিলা পুলিশ আধিকারিকদেরও এ দিন প্রশংসা করেন মোদী। কাশ্মীরে কী ভাবে মহিলা পুলিশ আধিকারিকরা জনসংযোগ বাড়াচ্ছেন, কী ভাবে শিশুদের সঠিক পথে নিয়ে আসছেন, সেখানকার মহিলাদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাচ্ছেন, সেই প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

আরও পড়ুন: প্যাংগংয়ে চিনা সেনার বিপুল সমাবেশ, তবে ভারতই সুবিধাজনক অবস্থানে

কাশ্মীরে কী ভাবে শিশু ও যুব সম্প্রদায়কে ভুল পথে চালিত করে জঙ্গি দলে ভেড়ানোর চেষ্টা করা হচ্ছে এ দিন সে প্রসঙ্গও টেনে আনেন মোদী। তিনি বলেন, “আমাদের মহিলা পুলিশ বাহিনী কাশ্মীরে দারুণ কাজ করছে। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা যদি প্রাথমিক পর্যায়েই এমন ভাল কাজ করেন, তা হলে বহু শিশুকে সঠিক পথে নিয়ে আসা সম্ভব হবে।”

মোদী আরও বলেন, “কোনও অপরাধ নিয়ে তদন্ত করতে গেলে বা অপরাধীকে ধরতে গেলে আজকাল অনেক প্রযুক্তির ব্যবহার হয়। তা সে সিসিটিভি ফুটেজ হোক বা মোবাইল ট্র্যাকিং। কিন্তু এই প্রযুক্তিই আবার অনেক পুলিশকর্মীর সমস্যা হয়ে দাঁড়ায়।” কী ভাবে প্রযুক্তিকে ভাল কাজে ব্যবহার করা যায় তা মানুষকে শেখানোর দায়িত্ব পুলিশকর্মীদের নিতে হবে বলেও মন্তব্য করেন মোদী। লকডাউনে পুলিশকর্মীরা যে ভাবে কাজ করছেন এ দিন তার প্রশংসাও করেন মোদী।

অন্য বিষয়গুলি:

Narendra Modi Police IPS
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE