লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। ছবি- পিটিআই।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উপর প্রধানমন্ত্রীর সচিবালয়ের (পিএমও) ভরসা নেই বলেই দিল্লিতে হিংসার ঘটনার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে পাঠানো হয়েছিল এলাকা পরিদর্শনে। লোকসভায় বুধবার এই ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে কটাক্ষ করলেন কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।
তাঁর কথায়, ‘‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরাসরি প্রধানমন্ত্রী কার্যালয়কে রিপোর্ট করেন বলেই অজিত ডোভালকে পাঠানো হয়েছিল দিল্লির হিংসাকবলিত এলাকাগুলি পরিদর্শনে।’’
দিল্লিতে হিংসার ঘটনার রাশ টানার ক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফারও দাবি জানিয়েছেন অধীর।
লোকসভায় এ দিন তাঁর ভাষণে অধীর বলেন, ‘‘এর আগে দেশের কোথাও কোনও আইনশৃঙ্খলা পরিস্থিতি বেহাল হয়ে পড়ার প্রেক্ষিতে এলাকা পরিদর্শনে পাঠানো হয়নি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে। এটা প্রথম ঘটল দিল্লির হিংসার ঘটনায়। এটাই প্রমাণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উপর কোনও ভরসা নেই প্রধানমন্ত্রীর সচিবালয়ের।’’
আরও পড়ুন- সেই কংগ্রেস আর নেই, বিজেপিতে যোগ দিয়ে সিন্ধিয়া
আরও পড়ুন- ‘অমিত-নির্মলাকেও ছাপিয়ে যাবেন!’ সিন্ধিয়াকে কটাক্ষে বিঁধলেন দিগ্বিজয়
দিল্লিতে হিংসার ঘটনা নিয়ে এ দিন লোকসভা ও রাজ্যসভা, সংসদের দুই কক্ষেই তুমুল হইচই হয়। গত সপ্তাহে বাজেট অধিবেশন চলার সময় দিল্লির হিংসা ঘটনা নিয়ে আলোচনার দাবিতে সরব সাত জন কংগ্রেস সাংসদকে কেন সাসপেন্ড করা হয়েছিল, লোকসভায় এ দিন কংগ্রেসের তরফে তার ব্যাখ্যা চাওয়া হয় স্পিকার ওম বিড়লার কাছে। দিল্লির হিংসার ঘটনা নিয়ে আলোচনার দাবিতে তুমুল হইচই হয় রাজ্যসভাতেও।
অধীর এ দিন তাঁর ভাষণে মধ্যরাতে দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধরকে তড়িঘড়ি পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি করে দেওয়ার বিষয়টিও তোলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy