Advertisement
২২ নভেম্বর ২০২৪
National News

পুলিশের হাল দেখে বিস্মিত বিচারপতি মুরলীধর

চারটি ভিডিয়ো দেখার পরে বিচারপতি এস মুরলীধর প্রশ্ন তুললেন, দিল্লি পুলিশ কি এগুলি দেখেনি?

বিচারপতি এস মুরলীধর। —ফাইল চিত্র।

বিচারপতি এস মুরলীধর। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩০
Share: Save:

দিল্লি হাইকোর্টের এজলাসে মোবাইলে একের পর এক ভিডিয়ো চলছে। একটিতে অনুরাগ ঠাকুর বলছেন, ‘দেশ কে গদ্দারো কো, গোলি মারো শালো কো’। আর একটিতে কপিল মিশ্র জাফরাবাদের সিএএ-প্রতিবাদকারীদের সরিয়ে দেওয়া না-হলে রাস্তায় নামায় হুঁশিয়ারি দিচ্ছেন।

চারটি ভিডিয়ো দেখার পরে বিচারপতি এস মুরলীধর প্রশ্ন তুললেন, দিল্লি পুলিশ কি এগুলি দেখেনি? তা হলে একটি ক্ষেত্রেও এফআইআর দায়ের হয়নি কেন? তাঁর মন্তব্য, ‘‘দিল্লি পুলিশের হাল দেখে আমি বিস্মিত।’’ বুধবার রাতেই বিচারপতি মুরলীধরকে বদলির পরে কাল দিল্লির ঘটনা সংক্রান্ত মামলার শুনানি হবে প্রধান বিচারপতি ডি এন পটেলের বেঞ্চে।

বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্য সত্ত্বেও কোনও ব্যবস্থা না নেওয়া, তার পরে উত্তর-পূর্ব দিল্লি জুড়ে রবিবার রাত থেকে হিংসা, গোষ্ঠী সংঘর্ষের সময় নিষ্ক্রিয়তা নিয়ে দিল্লি পুলিশের দিকে অভিযোগের আঙুল ছিল। কেন চার বিজেপি নেতা কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর, প্রবেশ বর্মা ও অজয় বর্মার বিরুদ্ধে এফআইআর করা হয়নি, সে প্রশ্ন তুলে বিচারপতি মুরলীধর নির্দেশ দেন, এফআইআর করা নিয়ে পুলিশকে এক দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। এফআইআর না-হলে তার ফল কী হতে পারে, তা-ও পুলিশকে ভেবে দেখতে হবে।

আরও পড়ুন: মাঝরাতেই বদলি দিল্লির ‘রক্ষাকর্তা’ সেই বিচারপতি

‘আর একটা ১৯৮৪ হতে দিতে পারি না’

• আমরা এই শহরে আর একটা ১৯৮৪-র পরিস্থিতি তৈরি হতে দিতে পারি না। অন্তত এই আদালতের নজরদারিতে নয়।

• অনুরাগ ঠাকুর, প্রবেশ বর্মা, কপিল মিশ্র, অজয় বর্মা— আদালত চার জনের ভিডিয়ো দেখেছে। সমস্ত রকম উস্কানিমূলক মন্তব্যে এফআইআর দায়ের করার ব্যাপারে সচেতন সিদ্ধান্ত নিন। বৃহস্পতিবার আদালতে রিপোর্ট দিন।
• এ তো ভয়ঙ্কর! পুলিশের কাছে অজস্র উস্কানিমূলক
মন্তব্যের ভিডিয়ো রয়েছে, তার পরেও এফআইআর দায়ের করা হচ্ছে না? কখন উপযুক্ত সময় আসবে? গোটা শহর পুড়ে ছাই হয়ে গেলে?
• একই স্লোগান বারবার বলা হচ্ছে। এফআইআর না-হলে, ভুল বার্তা যায়। পুনরাবৃত্তিতে বাধা পড়ে না।
• এই সব উস্কানিমূলক বিবৃতির ভিডিয়ো শ’য়ে শ’য়ে মানুষ দেখেছেন। তার পরেও বলছেন, এটা জরুরি বিষয় নয়?
• আপনারা কি বলতে চান, দিল্লির পুলিশ
কমিশনারও এ সব ভিডিয়ো দেখেননি? আমি দিল্লি পুলিশের হাল দেখে বিস্মিত।

বিচারপতি এস মুরলীধর, দিল্লি হাইকোর্ট

• দিল্লির ঘটনা দুর্ভাগ্যজনক। সব দল, সব পক্ষকেই উত্তাপ কমাতে হবে। শাহিন বাগের মামলা শোনার উপযুক্ত পরিবেশ এটা নয়।
বিচারপতি কে এম জোসেফ, সুপ্রিম কোর্ট

• আমি এত প্রাণহানিতে বিপর্যস্ত। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে কিছু বলতে চাই। না বললে দায়িত্ব পালন করা হবে না।...ব্রিটেনে কেউ উস্কানিমূলক বিবৃতি দিলে পুলিশ কাজে নেমে পড়ে। নির্দেশের অপেক্ষা
করে না। বিচারপতি সঞ্জয় কিষেণ কৌল, সুপ্রিম কোর্ট

কারা কী বলেছিলেন

বিজেপি নেতা কপিল মিশ্র (রবিবার): সিএএ-বিরোধীরা চায় দিল্লিতে আগুন জ্বলতে থাকুক। ডিসিপি সাহেব, ট্রাম্পের যাওয়া পর্যন্ত আমরা শান্তিতে থাকব। তার পরে আপনার কথাও শুনব না।

বিজেপি বিধায়ক অভয় বর্মার মিছিলে স্লোগান (মঙ্গলবার): দেশ কে হত্যারো কো, গোলি মারো শালোঁ কো। যো হিন্দু হিত কি বাত করেগা, ওহি দেশ মে রাজ করেগা।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (দিল্লি ভোটের আগে):
দেশ কে গদ্দারো কো, গোলি মারো শালোঁ কো।

বিজেপি সাংসদ প্রবেশ বর্মা (দিল্লি ভোটের আগে): শাহিন বাগের বিক্ষোভকারীরা ঘরে ঢুকে আপনাদের মেয়ে-বোনকে ধর্ষণ করবে।

নিষ্ক্রিয়তার জন্য অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশ আজ সুপ্রিম কোর্টেরও তোপের মুখে পড়েছে। বিচারপতি কে এম জোসেফ বলেছেন, ‘‘পুলিশ নির্দেশের অপেক্ষা করবে না। সম্মতি নেওয়ার জন্য এর ওর মুখের দিকে তাকাবে না। এ সব আগে করা হলে পরিস্থিতি এমন হত না।’’ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট, দু’জায়গাতেই কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আর্জি জানিয়েছিলেন, আদালত যেন দিল্লির পরিস্থিতি বা পুলিশের ভূমিকা নিয়ে মন্তব্য না করে। তাতে লাভ হয়নি।

“গোটা শহর ছাই হয়ে গেলে এফআইআর হবে?” বিচারপতি এস মুরলীধর, দিল্লি হাইকোর্ট

দিল্লি পুলিশের যুক্তি, উস্কানিমূলক মন্তব্যের সঙ্গে হিংসার ঘটনার কোনও সম্পর্ক নেই। অন্য দিকে মেহতা বলেন, বেছে বেছে কিছু ভিডিয়ো আদালতের সামনে হাজির করা হয়েছে। অন্যান্য শিবির থেকেও উস্কানিমূলক বিবৃতি এসেছে, যাতে হিংসা হয়েছে।

দিল্লি পুলিশ: প্রশ্ন অনেক

• রাজধানীতে এ ভাবে সংঘর্ষ হতে পারে, এ বিষয়ে কেন খবর ছিল না দিল্লি পুলিশের গোয়েন্দা বা কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর কাছে? নাকি তথ্য চেপে দেওয়া হয়েছিল?
• দিল্লি পুলিশের যথেষ্ট বাহিনী থাকা সত্ত্বেও কেন মোতায়েন করা হল না?
• সোমবারও কেন ফ্ল্যাগ মার্চ করল না পুলিশ? কেন সক্রিয় হতে ৪৮ ঘণ্টা লেগে গেল?
• দেখামাত্র গুলিচালনার নির্দেশ আগে কেন
দেওয়া হল না?
• লোক ঢোকার খবর থাকা সত্ত্বেও উত্তরপ্রদেশ-হরিয়ানা সীমানা কেন সিল করা হল না?
• বুধবার সকাল পর্যন্ত ৪৫ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে। কেন আগেই মোতায়েন করা হল না?
• সার্জিকাল স্ট্রাইক থেকে দিল্লির সংঘর্ষ দমন— সব অসুখের দাওয়াই যদি অজিত ডোভাল হন, তা হলে তা প্রয়োগে কেন দেরি করা হল?

দিল্লি পুলিশের নীরবতা

• জেএনইউ ক্যাম্পাসে এভিবিপি হামলা চালানোর সময়ে
• জামিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে ‘নাবালকের’ গুলিতে আহত জামিয়ার ছাত্র
• জাফরাবাদ-মৌজপুরে সংঘর্ষের সময়ে

বিচারপতি মুরলীধর প্রশ্ন তোলেন, যেখানে মেহতা নিজেই বলছেন, এই সব মন্তব্য উস্কানিমূলক এবং পুলিশের কাছে এমন অজস্র মন্তব্যের ভিডিয়ো আছে, তা হলে এফআইআর করা হচ্ছে না কেন? মেহতা অনুরোধ করেন, বিচারপতি যেন রেগে না যান। বিচারপতি এর পরেই বলেন, ‘‘এটা রাগ নয়। যন্ত্রণা। আমরা আর একটা ১৯৮৪-র পরিস্থিতি তৈরি হতে দিতে পারি না।’’ কপিল মিশ্র আজও সুর নরম না করে বলেছেন, ‘‘যারা বুরহান ওয়ানি, আফজল গুরুকে জঙ্গি মনে করে না, তারাই আমাকে জঙ্গি বলছে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy