Advertisement
E-Paper

লাইভ: তামিলনাড়ু, পুদুচেরিতে চলছে ঝড় বৃষ্টির দাপট, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হল নিভার

ঝড় এবং প্রবল বৃষ্টি। এই দুই অস্ত্রকে নিয়েই এগোচ্ছে নিভার। তবে শক্তিক্ষয় করে তা অতিপ্রবল থেকে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।

নিভারের জেরে প্রবল বর্ষণ তামিলনাড়ুর উপকূলে। ছবি-পিটিআই।

নিভারের জেরে প্রবল বর্ষণ তামিলনাড়ুর উপকূলে। ছবি-পিটিআই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ২০:২৬
Share
Save

আমপানের ভয়াল স্মৃতি উসকে দিয়ে পুদুচেরির কাছে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিভার। কেন্দ্রীয় আবহবিজ্ঞান বিভাগের তরফে ঝড়ের গতিবিধি নিয়ে রাত ৩টে ৪৫ মিনিটে বুলেটিন প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে রাত ২টো ৩০ মিনিট নাগাদ পুদুচেরির কাছাকাছি উপকূলবর্তী এলাকায় সপাটে ধাক্কা মারে নিভার। তার ঝাপটা লেগেছে তামিলনাড়ুর উপকূলেও। এ দিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে চেন্নাই, পুদুচেরি, কাড্ডালোর-সহ বিভিন্ন এলাকায়। নিভারের দাপটে বৃষ্টির তেজ আরও বেড়েছে। সঙ্গী ঝড়ও।

নিভার নিয়ে কেন্দ্রীয় আবহবি়জ্ঞান বিভাগের বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার বুলেটিনে জানানো হয়েছে নিভার এখন তামিলনাড়ুর উত্তর উপকূলে পুদুচেরি থেকে ৬০ কিলোমিটার উত্তর এবং উত্তর-পশ্চিমে অবস্থান করছে। বর্তমানে এই ঝড়ের গতিবেগ কমে হয়েছে প্রতি ঘণ্টায় ৮৫-৯৫ কিলোমিটার। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১০৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে আগামী ৩ ঘণ্টার মধ্যে তা প্রবল ঘূর্ণিঝড় থেকে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

নিভারের প্রভাবে বুধবার রাত সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত পুদুচেরিতে ৩০০ মিলিমিটার, কাড্ডালোরে ২৭০ মিলিমিটার, চেন্নাইয়ে ১১৩ মিলিমিটার এবং কারাইকলে ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এ দিন সকাল থেকে টানা বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে উপকূলবর্তী কিছু এলাকা। এর মধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে চেন্নাইয়ের কাছে আদিয়ার নদীর উপর চেম্বারবক্কম বাঁধ থেকে ছাড়া হয় ১ হাজার কিউসেক জল। সেই সঙ্গে কাড্ডালোর জেলার প্রায় ২ হাজার মানুষকে উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।

ঝড়ের অবস্থান — রাত ২টো ৩০

পুদুচেরির কাছে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিভার।

ঝড়ের অবস্থান — রাত ১টা ৩০

চেন্নাই থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং পুদুচেরি থেকে ২০ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বে রয়েছে নিভার।

ঝড়ের অবস্থান — রাত ১২টা ৩০

চেন্নাই থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ -দক্ষিণ পশ্চিম এবং পুদুচেরি থেকে ২৫ কিলোমিটার পূর্বে।

ঝড়ের অবস্থান — রাত ১১টা ৩০

চেন্নাই থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ -দক্ষিণ পশ্চিম এবং পুদুচেরি থেকে ৩০ কিলোমিটার পূর্বে।

ঝড়ের অবস্থান — রাত ১০টা ৩০

চেন্নাইয়ের ১১৫ কিলোমিটার দক্ষিণে নিভার। পুদুচেরি থেকে ৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে।

ঝড়ের অবস্থান — রাত ৯টা ৩০

চেন্নাই থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে নিভার। পুদুচেরি থেকে ৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে অবস্থান।

ঝড়ের অবস্থান — রাত ৮টা ৩০

চেন্নাই থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে নিভার। পুদুচেরি থেকে ৫৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে অবস্থান।

ঝড়ের অবস্থান — সন্ধ্যা ৭টা ৩০

চেন্নাই থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে নিভার। পুদুচেরি থেকে ৮০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে অবস্থান।

ঝড়ের অবস্থান — সন্ধ্যা ৬টা ৩০

আবহবিদদের মতে, সন্ধ্যা ৭টা ৪৫ নাগাদ নিভারের অবস্থান চেন্নাই থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং পুদুচেরি থেকে ১০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে।

ঝড়ের অবস্থান — বিকাল ৫টা ৩০

• আবহবিদদের মতে, সন্ধ্যা ৭টা নাগাদ ঝড়ের অবস্থান চেন্নাই থেকে ১৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে। আবার পুদুচেরি থেকে ১১৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে।

এ দিনই তামিলনাড়ুর ৭টি জেলায় বাস পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। সাধারণ মানুষকে ঘরে থাকার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী। রাজ্যের ৪ হাজার জায়গাকে ‘দুর্বল’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। ওই এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। ইতিমধ্যেই তামিলনাড়ু এবং পুদুচেরি প্রশাসনের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

• পুদুচেরিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সমস্ত নিষিদ্ধ করা হয়েছে।

• বেশিরভাগ দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

• সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় যাওয়া এবং ঘরে থাকার নির্দেশ দিয়েছেন পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদী।

• সমুদ্রবন্দর এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

• সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

• তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে বিপর্যয় মোকাবিলা বাহিনীর অন্তত ১ হাজার ২০০ সদস্যকে মোতায়েন রাখা হয়েছে।

• নিভারের গতিবিধির উপর নজরদারি চালাচ্ছে ভারতীয় নৌসেনা।

• মোতায়েন রয়েছে নৌবাহিনীর জাহাজ, বিমান এবং উদ্ধারকারী দল।

• সতর্ক করা হয়েছে মমল্লপুরমের নিকটবর্তী কলাপক্কমে অবস্থিত পারমাণবিক শক্তিকেন্দ্রকে।

• পরিস্থিতি আঁচ করে বুধবার সন্ধ্যা ৭টা থেকে ১২ ঘণ্টার জন্য চেন্নাই বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে।

• ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক অন্ধ্রপ্রদেশও। ওই রাজ্যের নেল্লোর এবং চিত্তুর জেলাকে সতর্ক করা হয়েছে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

আরও পড়ুন: নজরদারিই সার, সুন্দরবনে নির্বিচারে চলছে ম্যানগ্রোভ ধ্বংস

আরও পড়ুন: সপ্তম পর্বের আনলকে নয়া করোনা নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের

Cyclone Nivar Cyclone

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

ক্যানসেল করতে পারবেন আপনার সুবিধামতো

Best Value
প্রতি বছরে

৫১৪৮

১৯৯৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
প্রতি মাসে

৪২৯

১৬৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।