বুরেভির জেরে আগাম সতর্কতা। ছবি—পিটিআই।
শ্রীলঙ্কার উপকূল ভাগ পেরিয়ে এসে তামিলনাড়ুর রামানাথপুরম জেলার উপকূলে ইতিমধ্যেই পৌঁছল ঘূর্ণিঝড় বুরেভি। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে স্থলভাগে আছড়ে পড়ার আগেই শক্তিক্ষয় হয়েছে বুরেভির। ঘূর্ণিঝড় থেকে তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তাই এখন এই ঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার। যা সর্বোচ্চ ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে।
শক্তিক্ষয় হলেও কেরল এবং তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। বুরেভি পরিস্থিতি মোকাবিলায় তৈরি বলে জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পলানিস্বামী। বুধবার তাঁদের দু’জনকে ফোন করে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপের পরিণত হলেও, সতর্কতা হিসাবে চেন্নাই বিমানবন্দর থেকে একাধিক উড়ান শুক্রবারের জন্য বাতিল করা হয়েছে। মাদুরাই বিমানবন্দরও শুক্রবার দুপুর অবধি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর।
Deep Depression over Gulf of Mannar lay centered at 2330 IST of
— India Meteorological Department (@Indiametdept) December 3, 2020
3 Dec about 40 km southwest of https://t.co/JkVWjS0WFL cross Ramanathapuram and adjoining Thoothukudi districts within a few hrs with wind speed of 50-60 kmph. To weaken further into a Depression by 4th Dec mrning. pic.twitter.com/ZRazCjbglH
বুরেভির জেরে ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য উপকূলবর্তী জেলাগুলিতে ছুটি ঘোষণা করেছে দুই রাজ্য। তামিলনাড়ুর বিরুধানগর, রামানাথপুরম, থিরুনেলভেলি, তুতুকুদি, থেনকাসি এবং কন্যাকুমারি জেলাতে আজ সরকারি ছুটি। যদিও নিত্যপ্রয়োজনীয় পরিষেবা চালু থাকবে সেখানে। কেরলেরও ৫টি জেলাতে শুক্রবার ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলার জন্য দুই রাজ্যের বিভিন্ন এলাকায় তৈরি রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy