মমতা বন্দ্যোপাধ্যায়ও।—ছবি পিটিআই।
পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে ট্রেনের ভাড়া নেওয়ার প্রতিবাদে সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর কথায়, “কেন্দ্র অসহায় মানুষের প্রতি যে আচরণ করছে, তা অমানবিক। নিজে রেলমন্ত্রী ছিলাম তাই প্রত্যক্ষ ভাবে জানি প্রাকৃতিক দুর্যোগে রেলের সামাজিক ভূমিকা কী হতে পারে।’’ দু’দফায় প্রায় চার বছর রেলমন্ত্রিত্ব করেছেন মমতা। তাঁর বক্তব্য, “আপৎকালীন ভিত্তিতে ত্রাণ পৌঁছে দিতে রাতারাতি মালগাড়ির লাইনও পেতেছি আমরা।”
মমতার অভিযোগ, শ্রমিকদের কাছ থেকে ট্রেন-ভাড়া চেয়ে তাঁদের অপমান করা হচ্ছে। তাঁর দাবি, বাংলায় ভিন্ রাজ্যের যে শ্রমিকেরা রয়েছেন, তাঁদের নিজের রাজ্যে ফেরার তাগিদ কম। কারণ, বাংলার সরকার তাঁদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করছে। অন্যান্য রাজ্য থেকে বাংলার শ্রমিকেরা ফিরতে চাইছেন। ট্রেন-ভাড়া নিয়ে ভিডিয়ো বৈঠকে সরব হয়েছেন তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন ও দীনেশ ত্রিবেদীও।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy