'আমি সমাজের শত্রু'। ছবি: টুইটার থেকে নেওয়া।
দেশ জুড়ে লকডাউনের পরিস্থিতি। প্রশাসনের তরফে বার বার বলা হচ্ছে— বাড়িতেই থাকুন। খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরতে বারণ করা হচ্ছে। কিন্তু সেই বারণ না শুনে অনেকেই নিজের, পরিবার বা অন্যদের বিপদ ডেকে আনছেন। এই পরিস্থিতিতে সচেতনতা বাড়াতে অভিনব পন্থা নিল মধ্যপ্রদেশের মন্দসৌরের পুলিশ। যাঁরা এমনভাবে বাড়ির বাইরে বেরচ্ছেন, তাঁদের হাতে একটি পোস্টার ধরিয়ে ছবি তোলা হচ্ছে।এবং সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে।
সংবাদ সংস্থা এএনআই তাদের টুইটার হ্যান্ডলে সোমবার এমনই কয়েকটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, রাস্তায় বেরনো কয়েকজন যুবকের হাতে পোস্টার ধরানো হয়েছে। সেখানে হিন্দিতে লেখা, “আমি সমাজের শত্রু, আমি ঘরে থাকব না।”
টুইটের পোস্টার হাতে দুই যুবকের সঙ্গে এক পুলিশ কর্মীকেও দেখা যাচ্ছে। তবে কারও মুখ দেখা যাচ্ছে না। গোটা বিষয়টি নিয়ে এএসপি হিতেশ চৌধুরি জানিয়েছেন, তাঁরা 'সামাজিক পরীক্ষা' হিসেবে এই পদক্ষেপ করছেন, যাতে মানুষ ঘরেই থাকেন।
আরও পড়ুন: বাড়িতেই ফ্রিতে পৌঁছে যাচ্ছে পিৎজা, মিলছে বিনামূল্যে থাকার জায়গাও
আরও পড়ুন: কমছে দূষণ, লকডাউনের মুম্বইয়ের তটের কাছে এসে খেলা করছে ডলফিন
দেখুন সেই পোস্ট:
Madhya Pradesh: Police make people get clicked with pamphlets reading 'I'm enemy of society; I won't stay home' if they are found violating section 144 in Mandsaur. SP Hitesh Chaudhary says, "This is part of a social experiment to make people stay home". #Coronavirus pic.twitter.com/GMfzCEHJHb
— ANI (@ANI) March 23, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy