শুনশান নভি মুম্বইয়ের সিয়ন প্যানভেল হাইওয়ে।
করোনা সংক্রমণ আটকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সারা দিয়ে আজ, রবিবার সকাল ৭টা থেকেই দেশ জুড়ে জনতা কার্ফু শুরু হয়ে গিয়েছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, গুজরাত, রাজস্থান— সমস্ত রাজ্যেই সকাল থেকে রাস্তাঘাট একেবারে শুনশান।
অন্য দিনে যেমন মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাস ভিড়ে থিক থিক করে, এ দিন সকাল থেকে তা পুরোপুরি জনশূন্য। রাত ১০টা পর্যন্ত সমস্ত ইন্টারসিটি ট্রেনও বাতিল। এমনকি চেন্নাই বিমানবন্দরেও হাতেগোনা কিছু লোক দেখা গিয়েছে। বেঙ্গালুরুর ব্যস্ত ম্যাজিস্টিক বাস টার্মিনাসেও কোনও যাত্রী নেই।
গুজরাত, রাজস্থান, মহারাষ্ট্র, ওড়িশার মতো রাজ্যে লক ডাউন ঘোষণা করেছে রাজ্য সরকারগুলি। করোনাভাইরাসে এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৪১, মৃত্যু হয়েছে ছয় জনের। করোনা রুখতে প্রধানমন্ত্রী তাই এই এক দিন দেশবাসীকে স্বেচ্ছায় ঘরবন্দি থাকার আবেদন জানিয়েছেন।
আরও পড়ুন: শুনশান রাস্তা, নেই বাস, ফাঁকা ট্রেন, জনতা কার্ফু-তে স্তব্ধ রাজ্য
In a few minutes from now, the #JantaCurfew commences.
— Narendra Modi (@narendramodi) March 22, 2020
Let us all be a part of this curfew, which will add tremendous strength to the fight against COVID-19 menace. The steps we take now will help in the times to come.
Stay indoors and stay healthy. #IndiaFightsCorona pic.twitter.com/11HJsAWzVf
রবিবার জনতা কার্ফু শুরুর আগে সকালেই প্রধানমন্ত্রী টুইট করেন, “আর কিছু ক্ষণের মধ্যেই #জনতাকার্ফু শুরু হবে। সবাইকে এতে অংশ নিতে অনুরোধ জানাচ্ছি, যা কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়ার শক্তি জোগাবে। এই পদক্ষেপটাই আগামী দিনে আমাদের সাহায্য করবে। বাড়িতে থাকুন এবং সুস্থ থাকুন। #ইন্ডিয়াফাইটসকরোনা।”
As #JantaCurfew, people’s movement begins, I pledge to strictly follow PM @narendramodi ji’s call. I also urge my fellow countrymen to participate.
— Amit Shah (@AmitShah) March 22, 2020
Let’s break the chain and protect our nation against this pandemic with social distancing and self isolation. #IndiaFightsCorona
সারা দেশ জুড়ে আর কোথায় কী ঘটল দেখে নিন:
দিল্লিতে প্রধানমন্ত্রীর আবেদন অমান্য করে যাঁরা আজ বাইরে বেরোচ্ছেন, তাঁদের গোলাপ ফুল বিতরণ করছে দিল্লি পুলিশ।
হরিয়ানায় বাস পরিষেবা পুরোপুরি বন্ধ। পরিবহন মন্ত্রী মুল চন্দ্র শর্মা পিটিআইকে বলেছেন, “করোনাভাইরাস সংক্রমণ আটকাতে রাজ্য সরকার সমস্ত ভাবেই চেষ্টা করছে।”
শুক্রবার মধ্যপ্রদেশে করোনাভাইরাস সংক্রমণের প্রথম রোগীর সন্ধান মেলে। জব্বলপুরে একই দিনে চারজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মেলে। আর শনিবার থেকেই মধ্যপ্রদেশ সরকার জব্বলপুর-সহ চারটি শহরে লক ডাউন ঘোষণা করে। আজ পুরো রাজ্য জুড়েই কার্ফু পালন করছেন জনতা।
Tamil Nadu: #JantaCurfew underway in Chennai as Coronavirus cases in the country stands at 315 pic.twitter.com/X8JrYUtESP
— ANI (@ANI) March 22, 2020
সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের কাছে নির্দেশ পৌঁছেছে, যাতে দমকল, পুলিশ, সিভিল ডিফেন্স বিকাল পাঁচটায় সাইরেন বা ঘণ্টা বাজিয়ে করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে নিরন্তর কাজ করে চলা মানুষদের উদ্দেশে কৃতজ্ঞতা জানায়।
জরুরি পরিষেবায় প্রয়োজনীয় সামগ্রী ছাড়া সারা দেশ জুড়েই সমস্ত দোকান-বাজার বন্ধ থাকবে দিনভর।
জনশূন্য যোগেশ্বরী বিক্রোলী লিঙ্ক রোড, মুম্বই।
৯ বছরে এই প্রথম বেঙ্গালুরু জুড়ে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ। জনশূন্য বারাণসী ঘাটও।
কিউবন রোড এবং কমার্সিয়াল স্ট্রিট এরিয়ার কানেক্টর। বেঙ্গালুরুর অন্যতম ব্যস্ত রাস্তার আজকের চিত্র। ছবি: চিন্ময় ঘটক।
কোয়মবত্তুরের গাঁধীপূরম ফ্লাইওভার, নভি মুম্বইয়ের সিয়ন প্যানভেল হাইওয়ে, রাঁচি রেলওয়ে স্টেশন, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ সর্বত্রই একই চিত্র।
Residents of Pink City #Jaipur give immense support to PM’s call of #JantaCurfew.
— All India Radio News (@airnewsalerts) March 22, 2020
Complete #LockDown in walled city.
Otherwise crowded road in front of #HawaMahal, wears a barren look.#Report:Jitendra Dwivedi#JantaCurfew #JantaCurfewWithAIR #IndiaFightsCorona pic.twitter.com/3UMRjBEnWA
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা সকলের উদ্দেশে টুইট করেন, ‘কোভিড ১৯-এর বিরুদ্ধে একত্রিত হয়ে লড়তে হবে। মানুষের দ্বারা এবং মানুষের স্বাস্থ্যের জন্য জনতা কার্ফু খুবই বড় পদক্ষেপ।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy