দুর্ঘটনার কবলে মুম্বই থেকে ভুবনেশ্বরগামী লোকমান্য তিলক এক্সপ্রেস। ছবি টুইটার থেকে নেওয়া
ওড়িশার কটকের কাছে লাইনচ্যুত হল মুম্বই থেকে ভুবনেশ্বরগামী লোকমান্য তিলক এক্সপ্রেস। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার জেরে আহত হয়েছেন প্রায় ২০ জন যাত্রী। সংবাদসংস্থা সূত্রে খবর লোকমান্য তিলক এক্সপ্রেসের মোট সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ সালাগাও ও নারগুন্ডি স্টেশনের মধ্যে মালগাড়ির ভ্যানে ধাক্কা মারে তিলক এক্সপ্রেস। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ঘন কুয়াশার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী দল। আহতদের সকলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পূর্বরেলের জনসংযোগ আধিকারিক সূত্রে খবর ঘটনার জেরে কেউ মারা যাননি।দেখুন ভিডিয়ো _ ঘটনাস্থলে উপস্থিত রেলের পরিদর্শক দল জানাচ্ছে লোকমান্য তিলক এক্সেপ্রেসের পাঁচটি কামরা সম্পূর্ণ লাইনচ্যুত হয়ে গিয়েছে। আংশিক লাইনচ্যুত অন্য তিনটি কামরা। আরও পড়ুন এনপিআরএ জানাতে হবে মাতৃভাষা আপত্তি তৃণমূলের
স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ সালাগাও ও নারগুন্ডি স্টেশনের মধ্যে মালগাড়ির ভ্যানে ধাক্কা মারে তিলক এক্সপ্রেস। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ঘন কুয়াশার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী দল। আহতদের সকলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পূর্বরেলের জনসংযোগ আধিকারিক সূত্রে খবর ঘটনার জেরে কেউ মারা যাননি।
দেখুন ভিডিয়ো
ঘটনাস্থলে উপস্থিত রেলের পরিদর্শক দল জানাচ্ছে লোকমান্য তিলক এক্সেপ্রেসের পাঁচটি কামরা সম্পূর্ণ লাইনচ্যুত হয়ে গিয়েছে। আংশিক লাইনচ্যুত অন্য তিনটি কামরা।
আরও পড়ুন এনপিআরএ জানাতে হবে মাতৃভাষা আপত্তি তৃণমূলের
TAIN NO.12879 LOKMANYA TILAK EXPRESS hit the gaurd van of a goods train. Accident occured between SALAGAON and NERGUNDI.Injured shifted to #Cuttack SCB medical. #Odisha pic.twitter.com/U66GxqnbvH
— SitamMoharana_ANI (@SitamMoharana) January 16, 2020
ওড়িশার কটকের কাছে লাইনচ্যুত হল মুম্বই থেকে ভুবনেশ্বরগামী লোকমান্য তিলক এক্সপ্রেস। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার জেরে আহত হয়েছেন প্রায় ২০ জন যাত্রী। সংবাদসংস্থা সূত্রে খবর লোকমান্য তিলক এক্সপ্রেসের মোট সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ সালাগাও ও নারগুন্ডি স্টেশনের মধ্যে মালগাড়ির ভ্যানে ধাক্কা মারে তিলক এক্সপ্রেস। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ঘন কুয়াশার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী দল। আহতদের সকলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পূর্বরেলের জনসংযোগ আধিকারিক সূত্রে খবর ঘটনার জেরে কেউ মারা যাননি।দেখুন ভিডিয়ো _ ঘটনাস্থলে উপস্থিত রেলের পরিদর্শক দল জানাচ্ছে লোকমান্য তিলক এক্সেপ্রেসের পাঁচটি কামরা সম্পূর্ণ লাইনচ্যুত হয়ে গিয়েছে। আংশিক লাইনচ্যুত অন্য তিনটি কামরা।
ওড়িশার কটকের কাছে লাইনচ্যুত হল মুম্বই থেকে ভুবনেশ্বরগামী লোকমান্য তিলক এক্সপ্রেস। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার জেরে আহত হয়েছেন প্রায় ২০ জন যাত্রী। সংবাদসংস্থা সূত্রে খবর লোকমান্য তিলক এক্সপ্রেসের মোট সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ সালাগাও ও নারগুন্ডি স্টেশনের মধ্যে মালগাড়ির ভ্যানে ধাক্কা মারে তিলক এক্সপ্রেস। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ঘন কুয়াশার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী দল। আহতদের সকলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পূর্বরেলের জনসংযোগ আধিকারিক সূত্রে খবর ঘটনার জেরে কেউ মারা যাননি।দেখুন ভিডিয়ো _ ঘটনাস্থলে উপস্থিত রেলের পরিদর্শক দল জানাচ্ছে লোকমান্য তিলক এক্সেপ্রেসের পাঁচটি কামরা সম্পূর্ণ লাইনচ্যুত হয়ে গিয়েছে। আংশিক লাইনচ্যুত অন্য তিনটি কামরা। আরও পড়ুন এনপিআরএ জানাতে হবে মাতৃভাষা আপত্তি তৃণমূলের
স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ সালাগাও ও নারগুন্ডি স্টেশনের মধ্যে মালগাড়ির ভ্যানে ধাক্কা মারে তিলক এক্সপ্রেস। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ঘন কুয়াশার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী দল। আহতদের সকলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পূর্বরেলের জনসংযোগ আধিকারিক সূত্রে খবর ঘটনার জেরে কেউ মারা যাননি।
দেখুন ভিডিয়ো
ঘটনাস্থলে উপস্থিত রেলের পরিদর্শক দল জানাচ্ছে লোকমান্য তিলক এক্সেপ্রেসের পাঁচটি কামরা সম্পূর্ণ লাইনচ্যুত হয়ে গিয়েছে। আংশিক লাইনচ্যুত অন্য তিনটি কামরা।
আরও পড়ুন এনপিআরএ জানাতে হবে মাতৃভাষা আপত্তি তৃণমূলের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy