Advertisement
০৬ নভেম্বর ২০২৪
National News

সরকারি সম্মান ফিরিয়ে দাবি নিয়ে সরব লিসি

আদতে মণিপুরি হলেও লিসিপ্রিয়া বাবা-মায়ের সঙ্গে দিল্লিতেই থাকে।

লিসিপ্রিয়া কাঙ্গুজাম

লিসিপ্রিয়া কাঙ্গুজাম

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০৮ মার্চ ২০২০ ০২:০৭
Share: Save:

বিশ্ব শিশু শান্তি পুরস্কার পাওয়া আট বছরের লিসিপ্রিয়া কাঙ্গুজামকে ভারতের প্রেরণাস্বরূপ মহিলা ও শিশুকন্যাদের একজন হিসেবে প্রশংসা করে টুইট করেছিল ভারত সরকার। কিন্তু সেই সম্মান ফিরিয়ে দিয়ে লিসিপ্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে টুইট করল, তাকে প্রেরণা হিসেবে সম্মান দেওয়ার পরিবর্তে পরিবেশ সংরক্ষণে তার দাবিগুলি মেনে নিলেই বেশি সম্মান দেওয়া হবে। এবং এই টুইট করার পরেই সোশ্যাল মিডিয়ায় ‘ভক্তদের’ কটুক্তির মুখোমুখি হয়ে হয়েছে তাকে। সাহস জুগিয়েছেন আরও বেশি মানুষ।

আদতে মণিপুরি হলেও লিসিপ্রিয়া বাবা-মায়ের সঙ্গে দিল্লিতেই থাকে। গত ২ বছর ধরে পরিবশের বিপন্নতা, সংরক্ষণ নিয়ে বিভিন্ন স্থানে নিজের মতো করে সরব লিসি। পেয়েছে এপিজে আবদুল কালাম পুরস্কার-সহ বিভিন্ন পুরস্কারও। সংসদের সামনেও সে ধর্না দিয়েছে। ভারতের বিভিন্ন স্থানে পরিবেশ বাঁচাতে পদযাত্রা করেছে লিসিপ্রিয়া। অংশ নিয়েছে রাষ্ট্রপুঞ্জ আয়োজিত একাধিক সম্মেলনে। দিল্লি-সহ ভারতের বিভিন্ন রাজ্যে তীব্র বায়ুদূষণ নিয়েও লিসিপ্রিয়া আন্দোলন করছে। বিভিন্ন স্মারকলিপি দিয়েছে কেন্দ্রকে।

সাড়ে আট বছরের মেয়েটির সবচেয়ে বড় দাবি, পরিবেশ বাঁচাতে কড়া আইন প্রণয়ন করা হোক। কিন্তু তেমন উদ্যোগ মোদী সরকার এখনও নেয়নি। সে জানায় বাচ্চাদের স্কুলের পাঠ্যক্রমে পরিবেশ শিক্ষা শুধুমাত্র রাজস্থান ও গুজরাত চালু করেছে। অবিলম্বে গোটা দেশের সব পাঠ্যক্রমে তা চালু করা উচিত। ভারত সরকার তার নাম ও কাজ নিয়ে টুইট করায় ধন্যবাদ জানিয়ে লিসি লেখে, ‘শি ইন্সপায়ার্ড আস’ অভিযানে আমার নাম বেছে নেওয়ায় ধন্যবাদ। কিন্তু অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম, ‘‘এই সম্মান গ্রহণ না করাই ভাল। যদি আমার দাবিই না শোনা হয়, খামোকা আমার নাম নিয়ে উদযাপন অর্থহীন।’’

আরও পড়ুন: বিস্ফোরণ হয়নি মোদী জমানায়: জাভড়েকর

অন্য বিষয়গুলি:

Licypriya Kangujam Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE