ছবি: পিটিআই।
বিহার বিধানসভা ভোটের মুখে ফের রাজনীতিতে পরিবারতন্ত্রকে নিশানা করলেন বিজেপি সভাপতি জে পি নড্ডা। শনিবার উত্তরাখণ্ডে দলের নতুন সদর ভবনের শিলান্যাস অনুষ্ঠানে নড্ডা বলেন, “অন্য অনেক দলে পরিবারই দলে রূপান্তরিত হয়েছে। সেখানে আমাদের কাছে দলই পরিবার। যে কোনও দলের দিকে তাকিয়ে দেখুন, তা পরিবারের কুক্ষিগত হয়ে রয়েছে। তা সে কংগ্রেস হোক বা আঞ্চলিক দল। কোনও দল ভাই-বোনকে বাঁচাতে ব্যস্ত। কোথাও মা ছেলেকে, কিংবা ছেলে মাকে বাঁচাতে তৎপর। কোথাও ভাইপোর সঙ্গে ঝগড়া। পরিবারের স্বার্থরক্ষাই এই দলগুলির মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে।”
কংগ্রেসের গাঁধী পরিবারের পরতি নির্ভরতাকে বরাবর বিঁধে এসেছে বিজেপি। সামনে বিহার ভোটে প্রতিদ্বন্দ্বী আরজেডি-র নেতৃত্বেও লালুপ্রসাদ যাদবের দুই ছেলে। তার মধ্যে তেজস্বী যাদব আবার বিরোধী মহাজোটের মুখও। এই পরিস্থিতিতে বিজেপি পরিবারতন্ত্রের দিকে আঙুল তুললেও, বিরোধী শিবিরের জিজ্ঞাসা, অমিত শাহের ছেলের পরিচিতি ছাড়া জয় অমিতভাই শাহ আর কোন দক্ষতায় বিসিসিআইয়ের উঁচু পদে বসেছেন? দলের হেভিওয়েট নেতাদের ছেলে-মেয়েদের ভোটে টিকিট দেওয়ার রেওয়াজ বিজেপিতে কি নেই?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy