ছবি: রয়টার্স।
আইনি লড়াইটা শুরু হয়েছিল ১৩৪ বছর আগে। আর দুই সম্প্রদায়ের মধ্যে টানাপড়েনটা চলছিল তারও অনেক আগে থেকে। পাঁচ শতাব্দী ধরে চলতে থাকা এই টানাপড়েনে ইতি পড়ুক এ বার— চাইছিল সব পক্ষই। সম্প্রতি দেশের প্রধান বিচারপতিও স্পষ্ট বার্তা দিয়েছিলেন— আর চলতে দেওয়া যায় না এই দড়ি টানাটানি। অবশেষে ইতি পড়ল সে দড়ি টানাটানিতে। অযোধ্যায় বাবরি মসজিদ তৈরি হওয়ার ৪৯১ বছর পরে ভারতের সর্বোচ্চ বিচারকরা জানালেন— হিন্দুদের বিশ্বাসের ‘রামজন্মভূমি’তে মন্দিরই হবে।
কোন কোন চড়াই-উতরাই পেরিয়ে এই রায়? গত পাঁচ শতাব্দীতে কত বার কত রকম বাঁক নিল রামজন্মভূমি-বাবরি মসজিদ বিতর্ক? দেখে নিন ঝলকে:
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের রায়, অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির হবে, মসজিদ বিকল্প জায়গায়
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy