Advertisement
১৮ ডিসেম্বর ২০২৪

মুক্তি পাবেন শিবিরে আটক আরও ১৩ জন

রাজ্য সরকারের হিসেবে মে মাস পর্যন্ত রাজ্যের ১০০টি ফরেনার্স ট্রাইবুনালে ১ লক্ষ ৫৮ হাজার ৫৫৪টি মামলা ঝুলছে। বর্তমানে রাজ্যে ডি-ভোটারের সংখ্যা ১ লক্ষ ১৩ হাজার ৭৩৮ জন।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৯ ০০:১৬
Share: Save:

অসমের ৬টি ডিটেনশন শিবিরে তিন বছরের বেশি বন্দি থাকা মোট ৮৬ জনকে শর্তাধীন জামিনে মুক্তি দেওয়ার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তাঁদের মধ্যে ৭৩ জন ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন। আরও ১৩ জনকে জামিনে মুক্ত করার প্রক্রিয়া চলছে। বিধানসভায় এই তথ্য দিয়েছে অসম সরকারের স্বরাষ্ট্র দফতর। সরকার আরও জানায়, রাজ্যের ৬টি ডিটেনশন শিবিরে এখন মোট বন্দি আছেন ৯৮৮ জন। এখন পর্যন্ত ডিটেনশন শিবিরে মৃত্যুর সংখ্যা ২৮টি। তার মধ্যে গোয়ালপাড়ায় ১৩ জন ও তেজপুরে ৯ জনের মৃত্যু হয়েছে।

রাজ্য সরকারের হিসেবে মে মাস পর্যন্ত রাজ্যের ১০০টি ফরেনার্স ট্রাইবুনালে ১ লক্ষ ৫৮ হাজার ৫৫৪টি মামলা ঝুলছে। বর্তমানে রাজ্যে ডি-ভোটারের সংখ্যা ১ লক্ষ ১৩ হাজার ৭৩৮ জন। বিধায়ক রফিকুল ইসলাম, উৎপল দত্তের প্রশ্নের উত্তরে রাজ্য সরকার জানায়, গত তিন বছরে সন্দেহজনক বিদেশিদের বিরুদ্ধে চলা মামলাগুলির মধ্যে ১ লক্ষ ১৩ হাজার ৫৯০টি মামলার মীমাংসা হয়েছে। ৪১ হাজার ৪০০ জনকে ভারতীয় ও ৫৫ হাজার ৬৭৯ জনকে বিদেশি বলে রায় দেওয়া হয়েছে। একপক্ষীয় রায়দানের সংখ্যা ৬৮ হাজার ৭৮৯টি।

এনআরসির সম্পূর্ণ তালিকা প্রকাশের পরে পাশের মেঘালয়, অরুণাচলে অসমের লোকেদের পরিচয় পরীক্ষা ও বহিষ্কারের অনেক ঘটনা ঘটেছে। কিন্তু অসম সরকার বিধানসভায় জানিয়েছে, এমন কোনও হেনস্থা বা বহিষ্কারের তথ্য নেই সরকারের কাছে।

অন্য বিষয়গুলি:

Assam NRC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy