ফাইল চিত্র।
খাস শ্রীনগরে জঙ্গিদের সঙ্গে রাতভর সংঘর্ষে নিহত হলেন জম্মু-কাশ্মীর পুলিশের এক অফিসার। নিহত হয়েছে তিন লস্কর জঙ্গিও।
গত কাল পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিলেন এক সেনা। পরে সন্ধ্যায় শ্রীনগরের পান্থাচকে যৌথ বাহিনীর একটি দলের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার জন্য এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। জওয়ানেরা পাল্টা গুলি চালালে ঘটনাস্থল থেকে পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নেয় তিন জঙ্গি। জঙ্গিদের পিছু নিয়ে সেখানে পৌঁছয় বাহিনীও। পুরো এলাকা ঘিরে ফেলা হয়। আসে অতিরিক্ত বাহিনী।
পুলিশ জানিয়েছে, জঙ্গিদের আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হয়। কিন্তু তারা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়লে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের শুরুতেই গুরুতর জখম হন জম্মু-কাশ্মীর পুলিশের এএসআই বাবু রাম। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। রাতভর সংঘর্ষে নিহত হয় তিন জঙ্গি।
পুলিশ জানিয়েছে, নিহত জঙ্গি সাকিব বশির খান্ডে, উমর তারিক বাট ও জুবেইর আহমেদ শেখ পাম্পোরের দ্রাংবালের বাসিন্দা। তাদের বিরুদ্ধে বিভিন্ন জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সাকিব পাম্পোরের জম্মু-কাশ্মীর ব্যাঙ্কে রক্ষীর অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা ছাড়াও ওই এলাকার যুবকদের জঙ্গি দলে যোগ দিতে উৎসাহ দিত।
পুলিশ জানিয়েছে, জঙ্গিদের দেহ হান্দোয়ারায় সমাহিত করা হবে। তাদের ঘনিষ্ঠ আত্মীয়দের হাজির থাকার অনুমতি দেবে প্রশাসন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy