Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Adhir Chowdhury

আরও সহায়তা চাই, মোদীকে চিঠি অধীরের

এখনও পর্যন্ত বাংলার জন্য এক হাজার কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেছে কেন্দ্র।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০২০ ০৪:২৪
Share: Save:

ঘূর্ণিঝড় ‘আমপান’-এর ধাক্কায় বাংলা বিপর্যস্ত। বহু এলাকায় বাঁধ ভেঙে জল ঢুকে গিয়েছে, ঘর-বাড়ি ভেঙেছে, চাষের ক্ষতিও হয়েছে বিপুল। এই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের ‘উদার সহায়তা’ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। প্রধানমন্ত্রীকে তিনি লিখেছেন, ‘এই ভয়াবহ পরিস্থিতিতে আপনার দিক থেকে বাংলার দিকে আরও মনোযোগ দেওয়া প্রয়োজন। রাজ্যের প্রায় অর্ধেক মানুষ যেখানে বিপর্যস্ত, সেখানে স্বাভাবিক অবস্থায় ফিরতে গেলে কোনও কাপর্ণ্য না করে আর্থিক সহায়তা চাই’। এখনও পর্যন্ত বাংলার জন্য এক হাজার কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের জন্য আরও সহায়তা চাওয়ার পাশাপাশিই মুখ্যমন্ত্রীর উদ্দেশে রবিবার অধীরবাবুর আবেদন, ‘‘বিপর্যয় মোকাবিলায় পরিকল্পনার অভাব দেখা গিয়েছে। সব একা করতে গেলে এমনই অব্যবস্থার শিকার হতে হবে সাধারণ মানুষকে। আপনার মন্ত্রিসভার অভিজ্ঞ ও সুদক্ষ সদস্যদেরও দায়িত্ব দিন। আপনি কন্ট্রোল রুম থেকে নির্দেশ দেবেন, তাতে কাজ হবে।’’ লোকসভায় বিরোধী দলনেতার মন্তব্য, ‘‘আপনি নেত্রী হিসেবে সিস্টেম মজবুত করুন। কর্মীর মতো আপনিই ঘুরে বেড়ালে এই বিপদের দিনে নেতৃত্ব কে দেবে?’’

অন্য বিষয়গুলি:

Adhir Chowdhury Cyclone Amphan Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE