ঝুঁকি নিয়ে রোগী পারাপার। ছবি: টুইটার থেকে নেওয়া।
খরস্রোতা একটি পাহাড়ি নদী, আর তার উপর দিয়েই কোনও রকমে এক জনকে স্ট্রেচারের মতো কিছুতে শুইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পা হড়কে গেলে যে কোনও মুহূর্তে বিপদ ঘনিয়ে আসতে পারে। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটি উত্তরাখণ্ডের বলে জানা গিয়েছে।
উত্তরাখণ্ডের পিথরাগড় জেলার মুনসিয়ারি এলাকার ঘটনা এটি। এক রোগীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়। কিন্তু বৃষ্টির ফলে ধস নামে, আর তাতে বন্ধ হয়ে যায় রাস্তা। ফলে বিকল্প রাস্তা খুঁজে নেন গ্রামবাসীরা। কিন্তু যে রাস্তায় তাঁরা হাসপাতালে পৌঁছনোর সিদ্ধান্ত নেন, তাতে শুধু ওই রোগী নয়, যাঁরা নিয়ে যাবেন তাঁদের জীবনের ঝুঁকিও ছিল যথেষ্ট। কিন্তু নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন গ্রামবাসীরা।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি পাহাড়ি নদীর জল দ্রুত নেমে আসছে। যেখান দিয়ে গ্রামবাসীরা ওই রোগীকে নদীটি পারাপার করেন, সেখানে একটি বড় পাথরের দু’ দিক দিয়ে দু’টি অংশ বেরিয়ে গিয়েছে। সেগুলি খুব বেশি চওড়া না হলেও জলের গতি দেখেই বোঝা যাচ্ছে, পা হড়কে তাতে পড়লে বড় দুর্ঘটনা অবধারিত। কিন্তু ঝুঁকি নিয়েই ওই রোগীকে হাতে তৈরি কাঠের স্ট্রেচারে করে সেই নদী পার করা হচ্ছে।
আরও পড়ুন: শাহরুখের বাড়ি 'মন্নত' ঢেকে গেল প্লাস্টিকের চাদরে
এমন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। পোস্ট হওয়ার ন’ ঘণ্টার মধ্যেই প্রায় ২০ হাজার ভিউ পেয়েছে। সেই সঙ্গে সমানে চলছে লাইক, শেয়ার। আর যাঁরা ওই রোগীকে এমন ঝুঁকি নিয়ে নদী পারাপার করিয়েছেন, নেটাগরিকরা তাঁদের অকুণ্ঠ প্রশংসা করেছেন কমেন্টে।
আরও পড়ুন: রাস্তায় ট্যাঙ্কার খুলে, ক্যান উল্টে লিটার লিটার দুধ ঢেলে দিচ্ছেন দুধ-চাষিরাই
দেখুন সেই ভিডিয়ো:
#WATCH: A patient was carried on a makeshift stretcher made of wooden logs by villagers in Munsiyari area of Pithoragarh to reach the hospital as the road connecting the village to the hospital was blocked due to landslide & rain. #Uttarakhand (20/7) pic.twitter.com/eONc1UBBvR
— ANI (@ANI) July 21, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy