Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
New Delhi

দিল্লিতে ছ’বছরের ভিক্ষুক শিশুর শ্লীলতাহানি, ধৃত ৬০ বছরের ব্যক্তি

সেখানে দিনের আলোয় ছ’বছরের বাচ্চা মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করেন ৬০ বছরের এক ব্যক্তি। সে সময় আশপাশের পথচারীদের হাতে ধরা পড়ে যান তিনি।

ছ’বছরের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ এই ব্যক্তির বিরুদ্ধে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

ছ’বছরের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ এই ব্যক্তির বিরুদ্ধে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৯ ১৮:১২
Share: Save:

দিল্লির ব্যস্ত এলাকাগুলির মধ্যে অন্যতম কনট প্লেস। সম্প্রতি সেখানে দিনের আলোয় ছ’বছরের বাচ্চা মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করেন ৬০ বছরের এক ব্যক্তি। সে সময় আশপাশের পথচারীদের হাতে ধরা পড়ে যান তিনি। তার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সেখানে উপস্থিত পথচারী ও পুলিশ। সেই ঘটনার ভিডিয়ো ‘ভিভান তানওয়া’র নামের ইনস্টাগ্রাম ইউজার পোস্ট করেছিলেন। তার পরই বিষয়টি নিয়ে সরগরম নেটদুনিয়া।

সেই ভিডিয়ো পোস্ট করে ওই ইনস্টাগ্রাম ইউজার লিখেছেন, ‘এই ব্যক্তির বয়স প্রায় ৬০ বছর। আমি ও আমার বন্ধু কনট প্লেস মেট্রো স্টেশন থেকে বেরনোর সময় তাঁকে দেখতে পাই। সে সময় তিনি একটি বাচ্চা মেয়েকে জোর করে চুমু খাচ্ছিলেন ও তার গোপনাঙ্গে হাত দেওয়ার চেষ্টা করছিলেন। ছয় বছরের বাচ্চা মেয়েটি কনট প্লেস এলাকায় ভিক্ষা করে। বাচ্চাটির ‘ভাইয়া বাঁচালো’ চিৎকার শুনে ছুটে যাই। তার পর ধরে ফেলি ওই ব্যক্তিকে। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।’

তার পর সেখানে উপস্থিত পথচারীরা ওই ব্যক্তিকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করছে বলে দেখা গিয়েছে সেই ভিডিয়োতে। তখন ওই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, তিনি ‘ক্ষুধার্ত’ ছিলেন। তাই বাচ্চাটিকে মেয়ের মতো চুমু খেয়েছেন। বাচ্চাটিকে ১০ টাকা দিয়েছেন বলেও দাবি করেছেন অভিযুক্ত ওই ব্যক্তি। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় সেখানে উপস্থিত জনতা। যদিও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনও মামলা পুলিশ দায়ের করেছে কি না সে ব্যাপারে কিছু জানা যায়নি।

দেখুন সেই ভিডিয়ো-

This man who is around of 60 year old ..I saw him when me and my frnd were passing through cp metro station. He was kissing a girl forcefully , n touching her private part ..that girl is of 6 year old.she is a beggar in cp .she was crying ,then I caught him at the moment and handover him to the police ,when police asked him that why have you done this ,he said I had given her 10 rs for a kiss and for a touch on her private part.i was hungry ...now you guys tell what should we do to these kind of pedophile people !? Then I also visited to police station to get the justice for the girl. I had been waiting for 2 hours over there. ...girl is poor and her family were not able to do FIR , ..It was very heart broken moment for me. . when that girl said to me 'bhaiya bachalo ' ...I can't express that moment in words. I can't forget her tears and her innocent eyes ....why no one had noticed her ,and why I noticed her ? Because I believe humanity is alive somewhere and other people who were passing through her they believe 'apna kaam banta bhaad me jaae jantaa'..... #cannaughtplacedelhi #amityuniversity #amityuniversitynoida #newdelhi #india @beingsalmankhan @iamsrk @akshaykumar @abpnewstv @aajtak @amitabhbachchan @jacquelinef143 @carryminati @tiktok @aapkadharam @iamsunnydeol @iambobbydeol @tigerjackieshroff @apnabhidu @arvindkejriwal @amitshahs @raftaarmusic @narendramodi @kapilsharma @Rajvardhanrathore @harshvardhanrane @rahulgandhi @smritiirani #delhi #mumbai @yuktiarora30

A post shared by vivan (@vivaan_tanwar0123) on

আরও পড়ুন: বাবার সরকারি চাকরি পেতে তাঁকে খুন করল ছেলে!

আরও পড়ুন: ভিডিয়ো কল রেকর্ড করে ইঞ্জিনিয়ারকে ব্ল্যাকমেল মহিলার

অন্য বিষয়গুলি:

New Delhi Viral Video Molestation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy