প্রতিনিধিত্বমূলক ছবি।
অনেকে বলেন, চোখ দেখেই নাকি মানুষের চরিত্র বোঝা যায়। তবে অনেক সময় চোখও মিথ্যে কথা বলতে পারে। তা হলে সহজেই কী ভাবে বুঝবেন, এক জন মানুষ ভাল না খারাপ? তিনি কী চাইছেন? কেমনই বা তাঁর চরিত্র? কোনও মানুষই সব সময় নিজের সবটা খুলে দেখান না সমাজের কাছে। চোখ ছাড়াও কারও চরিত্র সম্পর্কে ধারণা করে নেওয়ার আরও উপায় রয়েছে বলে দাবি করে লক্ষণশাস্ত্র। কেউ কী ভাবে বসছেন তা দেখেও তাঁর ব্যক্তিত্বের সম্পর্কে ধারণা করা যায়।
১) হাঁটু জোড়া করে বসা: এ ভাবে যাঁরা বসেন, তাঁরা সাধারণত চিন্তাহীন থাকেন। এই ধরনের মানুষ ছোটখাটো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করেন না এবং কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে কাজ করেন। আগে থেকে কোনও কাজের পরিকল্পনা করেন না, সময়ের উপর সবটা ছেড়ে দেন।
২) গোঁড়ালি ক্রস করে বসা: এ ভাবে যাঁরা বসেন, তাঁরা সাধারণত ভদ্র, শান্ত স্বভাবের হন। সকলের মাঝে শান্ত থাকলেও নিজস্ব পরিসরে, বন্ধুবান্ধবদের মাঝে মন খুলে কথা বলেন।
৩) দু’পা জোড়া করে এক দিকে হেলিয়ে বসা: এ ভাবে যাঁরা বসেন, তাঁরা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। কাজের বিষয় তাঁরা ভীষণ মনোযোগী। কোনও কাজের করার সময় আগে থেকেই পরিকল্পনা করে রাখেন। কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতেও ভয় পান না তাঁরা।
৪) হাঁটুর উপর পা তুলে বসা: এই ভাবে যাঁরা বসেন, তাঁরা হাসিখুশি স্বভাবের হন। এঁরা মজা করতে ভালবাসেন। পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবের সঙ্গে মজা করে মিলেমিশে থাকতে পছন্দ করেন।
৫) পা সোজা করে বসা: এ ভাবে যাঁরা বসেন, তাঁরা খুব গম্ভীর স্বভাবের হন। সময় অপচয় করায় তাঁরা বিশ্বাসী নন। চট করে কাউকে বিশ্বাস করতে পারেন না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy