রূঢ় তালিবানি শাসনের মাঝেও একঝলক দখিনা বাতাস। ছবি- ভিডিয়ো থেকে।
প্রতি দিন সমাজমাধ্যমে উঠে আসা ছোট ছোট এমন কত ঘটনাই তো আমাদের মন ছুঁয়ে যায়। আফগানিস্তানে রূঢ় তালিবানি শাসনের মধ্যেও ধরা পড়ল ভিন্ন ধারার এক ছবি।
Little Afghan girl in Kabul selling pens to support her family “ if I bought them all would you be happy?” She smiled and said yes #Afghanistan pic.twitter.com/KxqNl4HAc4
— Nahira ziaye (@Nahiraziaye) January 10, 2023
সেখানে দেখা গিয়েছে, আফগানিস্তানের রাস্তায় ঘুরে ঘুরে পেন বিক্রি করছিল জ়াইনাব নামে বছর দশেকের একটি বাচ্চা মেয়ে। হাতে মাত্র খান পাঁচেক পেন। পেটের দায়ে, সারা দিন ধরে রাস্তায় ঘুরে ঘুরে পেন বিক্রি করতে নেমেছিল সে। হাতে ধরা পেনগুলি বিক্রি হয় কি না হয়, এই কথা ভেবেই হয়তো গাড়ি থামিয়ে তার হাতের সবক’টি পেন কিনে ফেলেন এক মহিলা। শুধু তা-ই নয়, পাঁচটি পেনের যতটুকু দাম, তার চেয়ে বেশি টাকা পেয়ে মুখে হাসি যেন ঝরে পড়ছিল শিশুটির। একসঙ্গে এতগুলো টাকা পেয়ে তার খুশি ধরা পড়ছিল চোখেমুখে।
ওই মহিলা বাচ্চা মেয়েটিকে জিজ্ঞেস করেন, “আমি যদি সব পেন কিনে নিই, তুমি খুশি হবে?” বাচ্চাটিও হেসে উত্তর দেয়, “হ্যাঁ।” ওই খুদের ভুবন ভোলানো হাসিতে মুগ্ধ ২লক্ষ মানুষ। কেউ লিখছেন, “এই ঘটনা একই সঙ্গে মন ভাল করা, আবার হৃদয়বিদারকও।” কেউ আবার লিখেছেন, শুধু মাত্র ওই খুদের কাছ থেকে পেন কিনতেই কাবুল যেতে চান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy