Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Alcohol

Drunkest country: জানেন কি মদ খেয়ে বেহুঁশ হওয়ার নিরিখে শীর্ষে কোন দেশ

মদ্যপান নিয়ে করা বিশ্বব্যাপী এক সমীক্ষায় অন্য সব দেশকে টেক্কা দিলেন এই দেশের নাগরিকরা।

জানেন কি মদ খেয়ে বেহুঁশ হওয়ার নিরিখে শীর্ষে কোন দেশ ?

জানেন কি মদ খেয়ে বেহুঁশ হওয়ার নিরিখে শীর্ষে কোন দেশ ? ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ১৯:২৪
Share: Save:

‘খাও খাও বুঁদ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল’— গানটি শুনলে সবচেয়ে দ্রুত ‘এই তো জীবন’ বলবেন সম্ভবত অস্ট্রেলীয়রা! অন্তত সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এল এমনই তথ্য।
একটি আন্তর্জাতিক সংস্থার করা বিশ্বব্যাপী সমীক্ষায় দেখা গেল গড়ে বছরে প্রায় ২৭ বার মাতাল হয়েছেন অস্ট্রেলিয়ার নাগরিকরা। যা গোটা বিশ্বের নিরিখে প্রায় দ্বিগুণ। প্রসঙ্গত গোটা বিশ্বে অতিরিক্ত সুরা পান করে বেঁহুশ হওয়ার গড় বছরে ১৫ বারের কাছাকাছি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

সমীক্ষায় একটি বিষয় কিন্তু স্পষ্ট, কোভিড ও লকডাউনে মদের চাহিদার বিপুল বৃদ্ধি শুধু ভারতেই নয়, গোটা বিশ্বজুড়েই মানুষ বেশি করে ঝুঁকেছেন সুরাপানের দিকে। কাজেই বঙ্গে দুর্গা পুজোর সময়ে ১০০ কোটির বেশি টাকার মদ বিক্রি বা গত এক বছরে উত্তরপ্রদেশে ৩১৫০০ কোটির টাকার মদ বিক্রিতে চক্ষু চড়ক গাছ হওয়ার আদপেও কোনও কারণ নেই।

অন্য বিষয়গুলি:

Alcohol Drinks Drinking
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE