জানেন কি মদ খেয়ে বেহুঁশ হওয়ার নিরিখে শীর্ষে কোন দেশ ? ছবি: সংগৃহীত
‘খাও খাও বুঁদ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল’— গানটি শুনলে সবচেয়ে দ্রুত ‘এই তো জীবন’ বলবেন সম্ভবত অস্ট্রেলীয়রা! অন্তত সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এল এমনই তথ্য।
একটি আন্তর্জাতিক সংস্থার করা বিশ্বব্যাপী সমীক্ষায় দেখা গেল গড়ে বছরে প্রায় ২৭ বার মাতাল হয়েছেন অস্ট্রেলিয়ার নাগরিকরা। যা গোটা বিশ্বের নিরিখে প্রায় দ্বিগুণ। প্রসঙ্গত গোটা বিশ্বে অতিরিক্ত সুরা পান করে বেঁহুশ হওয়ার গড় বছরে ১৫ বারের কাছাকাছি।
সমীক্ষায় একটি বিষয় কিন্তু স্পষ্ট, কোভিড ও লকডাউনে মদের চাহিদার বিপুল বৃদ্ধি শুধু ভারতেই নয়, গোটা বিশ্বজুড়েই মানুষ বেশি করে ঝুঁকেছেন সুরাপানের দিকে। কাজেই বঙ্গে দুর্গা পুজোর সময়ে ১০০ কোটির বেশি টাকার মদ বিক্রি বা গত এক বছরে উত্তরপ্রদেশে ৩১৫০০ কোটির টাকার মদ বিক্রিতে চক্ষু চড়ক গাছ হওয়ার আদপেও কোনও কারণ নেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy