বার্বন কি বদলে গিয়েছে? ছবি: সংগৃহীত
এমন কিছু কিছু খাবার থাকে, যার সঙ্গে মিশে থাকে ছোটবেলার নানা স্মৃতি। সেগুলি জিভের ডগায় ফিরে এলে উস্কে দেয় ছোটবেলার ভাললাগাগুলি। অনেকেরই এমন স্মৃতি রয়েছে বার্বন বিস্কুট নিয়ে। দু’টি বিস্কুটের মাঝে চকোলেটের স্তর। এর স্বাদের সঙ্গে পরিচিত বহু প্রজন্ম। কিন্তু সেই বার্বন কি বদলে গিয়েছে? হালে এমনই এক আলোচনা ভাইরাল হল নেটমাধ্যমে।
হালে এক নেটাগরিক প্রশ্ন তুলেছেন, বার্বনের মাপ কি কমে গিয়েছে? তাঁর দাবি, আগে বার্বনের স্বাদ অন্য রকম ছিল। এবং বিস্কুটটি আগের তুলনায় কিছুটা বড়ও ছিল।
Is it just my imagination (or greed) but didn’t Bourbon biscuits used to be longer?
— vir sanghvi (@virsanghvi) September 20, 2021
@BritanniaIndLtd pic.twitter.com/pce4rPcfMm
No change in size, Vir. We know expectations are big, though.
— Britannia Industries (@BritanniaIndLtd) September 20, 2021
No change since when?
— vir sanghvi (@virsanghvi) September 20, 2021
Not in the last 6 years at least, Vir. And we hope you have been having us more often than that😊
— Britannia Industries (@BritanniaIndLtd) September 21, 2021
কিন্তু এই দাবি ভুল— এমনই বলা হয়েছে বার্বন বিস্কুট প্রস্তুতকারী কোম্পানি ব্রিটানিয়ার তরফে। নেটমাধ্যমে কোম্পানিটির তরফে মজা করে লেখা হয়েছে, ‘আমরা জানি, মন আরও বেশি চায়। কিন্তু মাপ একই আছে।’
আলোচনার ইতি এখানে হয়নি। সেই নেটাগরিক এর পরে প্রশ্ন করেন, ‘মাপ কবে থেকে একই আছে?’ কোম্পানি তরফে এর উত্তর দেওয়া হয়েছে, অন্তত গত ছয় বছর।
তবে এই আলোচনা মুহূর্তে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। অনেকেই লিখেছেন, তাঁদের ছোটবেলার প্রিয় বার্বন আর নেই। স্বাদে, গন্ধে এবং অবশ্যই মাপে বদলে গিয়েছে এটি।
I agree Vir! But what has upset me so much are that my childhood favourite Orange Cream is no longer availablr- the repackaged Treat is not even close :-( please @BritanniaIndLtd bring them back
— Mahua Moitra (@MahuaMoitra) September 21, 2021
এই আলোচনায় অংশগ্রহণ করেছেন সাংসদ মহুয়া মৈত্রও। নেটমাধ্যমে তিনি লিখেছেন, তাঁর ছোটবেলার প্রিয় কমলা ক্রিমের বিস্কুটও হারিয়ে গিয়েছে। তাঁর আর্জি, ব্রিটানিয়া যেন সেই বিস্কুটটি আবার ফিরিয়ে নিয়ে আসে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy