প্রতীকী ছবি।
অস্বীকার করে লাভ নেই, প্রায় সকলেই মাঝেমধ্যে নেটমাধ্যমে বিভিন্ন প্রাণীর কার্যকলাপ দেখতে পছন্দ করেন। যে সব প্রাণীর ধারকাছে যেতেও ভয় করে, তাদেরও ফোনের পর্দায় দেখতে মন্দ লাগে না।
তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। আমেরিকার নর্থ ক্যারোলিনার ঘটনা। সেখানেই একটি অ্যাকোয়ারিয়ামের জলাসয়ে দেখা যায় সেই কুমিরকে। নাম লুনা।
oh to be scrubbing gator pic.twitter.com/P2jYaiIYOV
— Gators Daily 🐊 (@GatorsDaily) May 22, 2022
জলের মধ্যে আরামে ভেসে ভেসে বেড়াচ্ছিল সে। আরাম আরও বাড়ল। অ্যাকোয়ারিয়ামের এক কর্মী কুমিরের পিঠ ঘষে ঘষে পরিষ্কার করতে শুরু করেন। আরাম পেয়ে যেন লুনার মুখে দেখা দেয় হালকা হাসির ছাপ। সেই ভিডিয়ো দেখেই মুগ্ধ এখন নেটদুনিয়া।
নর্থ ক্যারোলিইলার সেই অ্যাকোয়ারিয়ামের এক কর্মী জানান, পিঠ ঘষা শুধু কুমিরদের পরিচ্ছন্ন রাখার জন্য নয়। এ এমন এক ধরনের কাজ, যা প্রাণীদের মন ভাল রাখে। তাদের সুখে রাখতেই করা হয়।
পিঠ ঘষার জন্য লুনা বা তার সঙ্গীদের কোথাও ধরেও আনা হয় না। নিজেদের ইচ্ছা মতোই আসে তারা। ইচ্ছা মতো গভীর জলের দিকে চলেও যেতে পারে বলে জানান এক কর্মী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy