দিল্লির রাস্তায় চলা সেই টোটো। ছবি- টুইটার।
অ্যান এল ম্যাসন, রুথ হমবার্গ, শারিন জে কিটারম্যান এবং জেনিফার ব্ল্যাক। আমেরিকার চার কূটনীতিক দিল্লির রাস্তায় নিরাপত্তাবলয় ছেড়ে ঘুরে বেড়াচ্ছেন। এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু ওই চার মহিলা নিজেদের বুলেটরোধী গাড়ি ছেড়ে, টোটো চালিয়ে দিল্লির রাস্তা ধরে অফিসে গেলেন কেন?
সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সূত্রে খবর, প্রতিদিন নিত্যযাত্রীরা কী ভাবে অফিসে যাতায়াত করেন, তা দেখতেই নাকি তাঁরা মজার এই যাত্রায় অংশ নিয়েছিলেন। তাঁদেরই মধ্যে এক জন বলেন, “এই যানটির প্রতি আমার অনেক দিন ধরেই কৌতূহল ছিল। তবে চড়ে মনে হল রিক্সার মতোই। তার চেয়ে আলাদা কিছু নয়।”
Meet the U.S. diplomats in India who are driving tuk tuks instead of their lavish cars pic.twitter.com/IYVshgYtjL
— Reuters (@Reuters) November 24, 2022
ভারতে আসার আগে কর্মসূত্রে অ্যানকে বেশ কিছু দিন পাকিস্তানে থাকতে হয়েছিল। অ্যান বলেন, “তখন সশস্ত্র বাহিনী দিয়ে বিশাল বড় গাড়ি নিয়ে আমাকে রোজ কাজে যেতে হয়েছে। যাতায়াতের সময়ে আমার চোখ কিন্তু ওই সাধারণ যানবাহনের দিকেই আটকে থাকত। চাইলেও সেগুলিতে চড়ার সুযোগ মিলত না। ভারতে আসার পর সেই স্বপ্ন সত্যি হল।”
অবশেষে তিনি চাপতে পারলেন টোটোতে। অ্যান আরও বলেন, “আমার মা-ই আমার অনুপ্রেরণা। মা আমাকে সব সময়ে শেখাতেন জীবনে যখন যে সুযোগই আসুক তা কাজে লাগাবে। সব বিষয়ে পরখ করে দেখতে বলতেন। আর বলতেন জীবনকে উপভোগ করতে। কারণ, যে সুযোগ তুমি আজ পেয়েছ, তা ভবিষ্যতে আবার না-ও আসতে পারে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy