প্রতীকী ছবি।
ইন্টারনেটের রমরমায় প্রয়োজন কমেছে ডাক যোগাযোগের। এখন আর দরকার হয় না চিঠি লেখার। তবু দিনটা রয়ে গিয়েছে। ‘বিশ্ব ডাক দিবস’। ৯ অক্টোবর। সুইৎজারল্যান্ডের রাজধানী বার্নে ১৮৭৪ সালে এ দিনই তৈরি হয়েছিল ‘ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন’। সে দিনটিতেই সারা পৃথিবীর জুড়ে পালিত হয় ‘বিশ্ব ডাক দিবস’।
ডাক ব্যবস্থার প্রয়োজন কমে এলেও, এখনও এর স্মৃতি আবছা হয়ে যায়নি। বরং ইনল্যান্ড লেটার বা পোস্টকার্ড যে খুব সহজেই পুরনো কথা মনে করিয়ে দিতে পারে তা প্রমাণিত শনিবারের সকালে। তাই এ দিন নেটমাধ্যম ভরে উঠল ডাকের স্মৃতিতে।
মোবাইল ফোন বিপ্লবের পরে প্রয়োজন কমে গিয়েছে ডাকের। তবু কারও কারও বাড়িতে আজও রয়ে গিয়েছে পুরনো ইনল্যান্ড লেটার বা পোস্টকার্ড। বহু সাধারণ মানুষ সেগুলির ছবি দিলেন নেটমাধ্যমে।
#WorldPostDay Memories of our growing up years (stood the test of time) ; PostCard & ILC !!! @memorable_90s. pic.twitter.com/2BYGuqUIFw
— Ansuman Rath (@_AnsumanRath) October 9, 2018
শুধু সাধারণ মানুষই নন, ডাক ব্যবস্থা নিয়ে স্মৃতিমেদুর হয়ে পড়লেন নামজাদারাও। বর্তমান সময়েও কেন ডাক ব্যবস্থার প্রয়োজন আছে, সে কথাও লিখলেন কেউ কেউ। এই তালিকায় রয়েছেন রাজস্থান এবং গোয়ার মুখ্যমন্ত্রীরাও।
Greetings n best wishes to all postal employees on #WorldPostDay. #Postal services are the bedrock of communication n postal employees have been serving all with utmost sincerity.
— Ashok Gehlot (@ashokgehlot51) October 9, 2018
Let's honour all the personnel in the Postal Services who have contributed towards the social and economic development of our country over the years. Happy #WorldPostDay ! pic.twitter.com/6Puio3YAL6
— Dr. Pramod Sawant (@DrPramodPSawant) October 9, 2021
মুলায়ম সিংহ যাদবের পুত্রবধূ, সঙ্গীত শিল্পী অপর্ণাও নেটমাধ্যমে লিখলেন, এক সময়ে ডাকের মাধ্যমেই ভাইকে রাখি পাঠাতেন তিনি। মনে পড়ছে সেই দিনের কথা।
Wishing all on #WorldPostDay.i remember back in the days on Rakhi used to send my brothers a post ,what joy it brought to the family.the numerous services still the postal service provides is immense support for the needy still.
— Aparna Bisht Yadav (@aparnabisht7) October 9, 2018
এ দিন কেন্দ্র সরকারের জলশক্তি মন্ত্রকের তরফেও কাশ্মীরের ডাল হৃদের ভাসমান ডাকঅফিসের ছবি পোস্ট করা হয় নেটমাধ্যমে।
Do you know that there is a floating post office on the Dal Lake in Srinagar, India? #WorldPostDay #UnheardStories pic.twitter.com/bpeTIis0N5
— Ministry of Jal Shakti #AmritMahotsav (@MoJSDoWRRDGR) October 9, 2021
২০১৮ সাল থেকে পালন করা হচ্ছে ‘বিশ্ব ডাক দিবস’। যদিও তার বহু দিন আগে থেকেই গুরুত্ব কমেছে ডাক যোগাযোগের। তবু স্মৃতি যে সহজে পিছু ছাড়ে না, তা আবারও প্রমাণিত হয়েছে এ বছরের ‘বিশ্ব ডাক দিবস’-এ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy