Advertisement
০৩ নভেম্বর ২০২৪
sarees

Silk Sarees: পুজোয় আবার সিল্কের শাড়ি কিনলেন? যত্ন নেবেন কী ভাবে

সিল্ক শুধু আলমারিতে ভরে রাখলেই হয় না। ভাল রাখতে গেলে অনেক যত্ন প্রয়োজন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২১ ২০:২০
Share: Save:

এই সময়ে একটু ইচ্ছা মতো কেনাকাটা করাই হয়। সারা বছরের জিনস্‌-কুর্তার গণ্ডীর বাইরে বেরিয়ে খান কয়েক সিল্কের শাড়ি, কয়েকটি হ্যান্ডলুম আলমারিতে জমা হয়। কয়েক মাস আগে যে সব শাড়ি কিনেছেন, সেগুলিও নামে তাক থেকে। এই তো ক’দিন। তার পর আবার সযত্নে উঠে যাবে আলমারির কোনও এক গোপন তাকে। দিনের আলো দেখার সুযোগ কই এ সব শাড়ির?

কিন্তু সিল্ক শুধু আলমারিতে ভরে রাখলেই হয় না। ভাল রাখতে গেলে অনেক যত্ন প্রয়োজন। সুতির শাড়ির মতো শুধু ধুইয়ে ভাঁজ করে রাখলেই তো হল না।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কী ভাবে তা করবেন? সিল্কের শাড়ি বহু বছর পর্যন্ত ভাল অবস্থায় রাখার কয়েকটি উপায় আছে।

১) কোনও সিল্কের শাড়ি আলমারিতে ঝুলিয়ে রাখবেন না। কোনও সুতির কাপড়ে মুড়ে, তার পরে রাখুন।

২) একসঙ্গে দু’টি শাড়ি একটি কাপড়ে মুড়বেন না। আলাদা করে রাখুন। না হলে দু’টি শাড়িই নষ্ট হয়ে যাবে।

৩) যে সব শাড়িতে জড়ির কাজ আছে, সেগুলি উল্টো করে ভাঁজ করুন। জড়ি ভাল থাকবে।

৪) প্রতি ছ’মাস অন্তর সিল্কের শাড়ির ভাঁজ বদলান।

৫) সিল্কের শাড়ি কখনওই বাড়িতে কাচার চেষ্টা করবেন না। ড্রাই ওয়াশ করানোই ভাল।

৬) অনেকে শাড়ি রোদে দিতে বলেন। সিল্কের শাড়ির ক্ষেত্রে তা কখনওই করবেন না। মাঝেমাঝে আলমারি থেকে বার করে হাওয়ায় রাখবেন। তবে ছায়ায়। রোদে নয়।

অন্য বিষয়গুলি:

sarees Silk Sarees Fashion
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE