একে অপরকে বোঝাতে হবে নিজেদের পছন্দ-অপছন্দের বিষয়গুলি। ফাইল চিত্র
সম্পর্ক থাকলে ভুল বোঝাবুঝিও হয়। আবার তা ঠিকও করে নিতে হয়। তা না হলে চলবে কী ভাবে? নানা রকম অনুভূতি নিয়েই তো সম্পর্ক মজবুত থাকে। তবে ঝগড়ার পরে মিটমাট করার কিছু উপায় জানা দরকার। যাতে সামান্য মতের অমিল খুব বড় হয়ে না দাঁড়ায় দু’জনের মাঝে।
কোন কোন দিকে নজর দিলে তা করা সম্ভব? কয়েকটি কাজ করা খুব সহজ। শুধু প্রয়োজনের সময়ে তা খেয়াল রাখতে হবে।
১) দুঃখ প্রকাশ: যদি নিজের ভুল বোঝা যায়, তবে তা প্রকাশ না করার কোনও কারণ নেই। নিজের ভুল না থাকলেও সঙ্গীর কাছে এটুকু বলাই যায় যে, যার দোষেই ঝগড়া হোক, তা কষ্টের।
২) আলোচনা: নিজের ভুল হোক বা সঙ্গীর, তা পেরিয়ে ভাল থাকার চেষ্টা করা যায় আলোচনার মাধ্যমেই। একে অপরকে বোঝাতে হবে নিজেদের পছন্দ-অপছন্দের বিষয়গুলি।
৩) সময় দিন: রাগ, মন খারাপ সবই হয়। তবে সময়ের সঙ্গে তা চলেও যেতে পারে। তার জন্য সময় দিতে হবে। এক দিন ঝগড়া হল, ভুল বোঝাবুঝি হল মানেই সম্পর্ক আর আগের মতো নেই, এমন আশঙ্কা করলে চলবে না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy