মাস্ক শুধু পরে থাকা যথেষ্ট নয়। মাস্ক ব্যবহার করার নিয়ম জেনে নেওয়াও জরুরি। না হলে মাস্ক পরলেও উপকার হবে না।
চিকিৎসকেরা এখন সাধারণত সার্জিকাল মাস্ক ব্যবহার করার উপদেশ দিচ্ছেন। নির্ধারিত সময়ের জন্য তা ব্যবহার করে, নিয়ম মেনে বর্জন করতে হবে। পরার সময়ে যেমন সতর্ক থাকতে হবে, তার চেয়েও বেশি সাবধান হতে হবে মাস্ক খোলার সময়ে। ব্যবহৃত মাস্কে জমে থাকা জীবাণু যাতে আপনার ক্ষতি না করতে পারে, সে বিষয়ে সাবধান থাকা জরুরি।
মাস্ক খোলার সময়ে কী নিয়ম মানতে হবে?
- মাস্ক ধরার আগে ভাল ভাবে হাত পরিষ্কার করা জরুরি। সাবান দিয়ে হাত ধুয়ে তবে মুখে পরা মাস্কে হাত দিতে হবে।
- তবে ব্যবহৃত মাস্কের সামনের দিকে হাত দেওয়া চলবে না। কানে আটকানোর দড়িতে হাত দিয়ে মুখ থেকে নামিয়ে আনতে হবে মাস্ক।
- আট ঘণ্টা ব্যবহার করা হয়ে গেলে সেই সার্জিকাল মাস্ক ফেলে দেওয়া ভাল।
- তবে রাস্তায় বা ময়লা ফেলার জায়গায় সোজা তা ফেলে দেবেন না।
- কোনও কাগজের ব্যাগে তা ভরে, তবে ফেলুন। যাতে জীবাণু না ছড়ায়।
- অন্য কিছুতে হাত দেওয়ার আগে আবার ভাল ভাবে সাবান-জল দিয়ে হাত ধুয়ে নিন।