Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Relationship

সম্পর্ক সুখের হবে কী ভাবে? রইল তিনটি উপায়

মনের ভাব বিনিময় হোক বাক্যে। তাতে একে-অপরকে বুঝে নিতে সুবিধা হয়। ভাল রাখাও সহজ হয়।

আপনার চেয়ে কে বেশি ভাল জানে, সঙ্গী খুশি হবেন কীসে!

আপনার চেয়ে কে বেশি ভাল জানে, সঙ্গী খুশি হবেন কীসে! ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ জুন ২০২১ ২২:৫৮
Share: Save:

সুখে থাকার কোনও নির্দিষ্ট পথ হয় না। যার যা ভাল লাগে, সে তাতেই সুখে থাকে। তা যেমন সত্যি, তেমন জীবনে আর একটি মানুষ জড়িয়ে পড়লে কিছু কথা মাথায় রাখতে হয়। যাতে শুধু আপনি নন, অন্য জনও ভাল থাকেন। আপনার সঙ্গে আনন্দে থাকেন।

সম্পর্কের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি যাতে না তৈরি হয়, তার জন্য কী করতে পারেন?

কথা: মনের ভাব বিনিময় হোক বাক্যে। তাতে একে-অপরকে বুঝে নিতে সুবিধা হয়। ভাল রাখাও সহজ হয়।

সম্মান: মতের অমিল হবেই। তবে অন্যের মত যেন সম্মান পায়। তবেই তাঁরও ভাল লাগবে সম্পর্কে জড়িয়ে থাকতে।

আনন্দ: শত সমস্যাতেও আনন্দে থাকা অভ্যাস করা প্রয়োজন। ফলে অনেক ব্যস্ততা অথবা মন খারাপের মাঝেও একে অপরকে আনন্দে রাখতে চেষ্টা করা দরকার।

কাজটি কঠিন নয়। আপনার চেয়ে কে বেশি ভাল জানে, সঙ্গী খুশি হবেন কীসে!

অন্য বিষয়গুলি:

Relationship love Partner Happiness
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE