গরমে বাইরে বেরোনোর উপায় নেই। বেরোলেই মুখ থেকে তেল চুঁইয়ে পড়ে। মেকআপ গলে, ঘামের সঙ্গে ধুয়ে যায়। ঘন ঘন ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছলেও তেলের খনিতে টান পড়ে না। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই ঘরোয়া টোটকা হিসাবে মুলতানি মাটি দিয়ে তৈরি প্যাক ব্যবহার করেন। ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয় প্রাকৃতিক এই উপাদানটি।
বলিউডের আলিয়া ভট্ট থেকে টলিউডের মিমি চক্রবর্তী— মসৃণ, পেলব ত্বকের জন্য এই মাটির উপরেই ভরসা করেন। তবে শুধু তৈলাক্ত ত্বকই নয়, রূপচর্চা শিল্পীরা বলছেন, ম্যাগনেশিয়াম, সিলিকা, ক্যালশিয়াম-সমৃদ্ধ মুলতানি মাটি সব ধরনের ত্বকেই মাখা যায়। মুখের অতিরিক্ত তেল শুষে নেওয়ার পাশাপাশি মুলতানি মাটি ত্বকের প্রদাহজনিত সমস্যাও নিয়ন্ত্রণে রাখে। তবে অনেকেই এই উপাদান ব্যবহার করতে চান না ত্বক রুক্ষ হয়ে যায় বলে। কী ভাবে মুলতানি মাটি ব্যবহার করলে ত্বক রুক্ষও হবে না আর জেল্লাও বাড়বে, রইল তার হদিস।
আরও পড়ুন:
মুলতানি মাটি, শসা এবং গোলাপজল:
শসার খোসা ছাড়িয়ে রস বার করে নিন। এর সঙ্গে দুই চা চামচ মুলতানি মাটি ও এক চা চামচ গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করে মুখ ও গলায় লাগিয়ে ১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ দিন এই প্যাক ব্যবহার করলে উপকার পাবেন।
মুলতানি মাটি, অ্যালো ভেরা জেল:
দুই চা-চামচ মুলতানি মাটির সঙ্গে এক চামচ টেবিল চামচ অ্যালো ভেরা জেল আর এক চামচ গোলাপজল মিশিয়ে নিন। এই প্যাক মুখে, গলায় ২০ মিনিট লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। ব্রণের সমস্যা থেকে ত্বকে কালচে ছোপ— সব সমস্যায় দারুণ কাজ দেয় এই ফেসপ্যাকটি।
মুলতানি মাটি, টম্যাটো, টক দই:
অতিরিক্ত তেল শুষে ত্বকের উজ্জ্বল ভাব ফিরিয়ে আনতে এই প্যাকটি ভীষণ উপকারী। দুই চা-চামচ মুলতানি মাটি, এক চা-চামচ টক দই এবং এক টেবিল চামচ টম্যাটোর রস একসঙ্গে মিশিয়ে নিন। মুখে, গলায় এই প্যাক ২০ মিনিট লাগিয়ে রাখুন। ঠান্ডা জলে ধুয়ে নিন।