Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Health

দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে যে সব অসুখ

অনেক অসুখ নিঃশব্দে বাসা বাঁধে। তাই এই সব রোগ সম্পর্কে জেনে সাবধান হয়ে থাকাই ভাল। ফলে সার্বিক স্বাস্থ্যও ভাল থাকেঅনেক অসুখ নিঃশব্দে বাসা বাঁধে। তাই এই সব রোগ সম্পর্কে জেনে সাবধান হয়ে থাকাই ভাল। ফলে সার্বিক স্বাস্থ্যও ভাল থাকে

সুবর্ণ বসু
কলকাতা শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০ ০০:১৮
Share: Save:

দৃষ্টিশক্তির পক্ষে সবচেয়ে বিপজ্জনক রোগগুলো নানা কারণে হতে পারে। এক এক করে দেখে নেওয়া যাক সেই রোগগুলোর ধরনধারণ।

ডায়াবেটিক রেটিনোপ্যাথি

ডায়াবিটিসের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে শরীরের অনেক অঙ্গ এবং সিস্টেমের ক্ষতি হয়। চোখের রেটিনার মাধ্যমে ভিসুয়াল ইনফর্মেশন অপটিক নার্ভে গিয়ে পৌঁছয়। রক্তে সুগার বাড়লে রেটিনার সরু রক্তবাহ ক্ষতিগ্রস্ত হয়, সরু রক্তজালক চিরে যায়। সেখান থেকে রক্ত এবং অন্যান্য তরল লিক করে। ফলে রেটিনার টিসু ফুলে ওঠে। দৃষ্টি ঝাপসা হয়ে আসে। ডায়াবিটিসের অন্যতম ক্ষতিকর দিক হল রেটিনোপ্যাথি, যা থেকে অন্ধত্ব আসতে পারে। এই ক্ষতি শুরু হয় খুব সূক্ষ্ম ভাবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ বেড়ে চলে। দীর্ঘ দিন ডায়াবিটিসে ভুগলে এই রোগের আশঙ্কা বাড়ে। ক্ষতি যত তাড়াতাড়ি ধরা পড়বে, চিকিৎসা শুরু হবে, দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা তত কম।

এ রোগ প্রতিরোধের উপায় হল, ডায়াবিটিস নিয়ন্ত্রণ করা, যাতে রক্তে শর্করার মাত্রা বেড়ে রেটিনোপ্যাথি বাধাতে না পারে। সেই কারণে—

• নিয়ম করে ডায়াবিটিসের ওষুধপত্র খেতে ও ইনসুলিন নিতে হবে।

• স্বাস্থ্যকর খাওয়াদাওয়া করতে হবে। রক্তে শর্করার মাত্রা বাড়ায়, এমন খাবার বাদ দিয়ে দিতে হবে একেবারে।

• রোজ ক্ষমতা অনুযায়ী শারীরচর্চার অভ্যেস গড়ে তুলতে হবে।

• নিয়ন্ত্রণে রাখতে হবে উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রাও।

• মদ্যপান এবং ধূমপান ছাড়তে হবে।

খাদ্যতালিকায় যেন যথেষ্ট পরিমাণে টাটকা ফলমূল এবং আনাজপাতি থাকে। খাওয়াদাওয়ার উপরে চোখের স্বাস্থ্য গভীর ভাবে নির্ভরশীল। সেপ্টেম্বর ২০১৯-এর ঘটনা। ব্রিটেনে এক কিশোরের আকস্মিক অন্ধত্ব দেখা দেয়। গবেষণায় জানা যায়, ছেলেটি দীর্ঘ কয়েক বছর পটেটো চিপ্‌স, ফ্রেঞ্চ ফ্রাই এবং প্রসেসড পর্ক প্রডাক্ট ছাড়া কিছুই খায়নি। এই ধরনের ঘটনা অপটিক নিউরোপ্যাথির একটি চূড়ান্ত উদাহরণ। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস চোখের সুস্থতার জন্যও অপরিহার্য।

এই রোগের চিকিৎসায় চোখে সরাসরি ইঞ্জেকশন দিয়ে রক্তজালিকার ক্ষতি আটকানো যায়, প্রদাহও থামানো যায়। রক্তজালিকার কোনও অংশ চিরে গেলে, লেসার থেরাপির সাহায্যে তা মেরামত করা সম্ভব। ডায়াবেটিক রেটিনোপ্যাথির খুব অ্যাডভান্সড পর্যায়ে সার্জারি আবশ্যক হয়ে পড়ে। সার্জারির মাধ্যমে চোখের পিছন থেকে ভিট্রিয়াস হিউমরকে প্রতিস্থাপন এবং ডিটাচ হয়ে যাওয়া রেটিনাকে পুনর্স্থাপন করা হয়।

গ্লকোমা

রোগীর অজান্তেই তার দৃষ্টির বিস্তৃতি পরিধি থেকে ক্ষয় পেতে পেতে কেন্দ্রীভূত হয়ে পড়ে। রোগী হয়তো অনেক দূর অবধি স্পষ্ট দেখছেন, কিন্তু সেটা একটা গোলাকার নলের মধ্য দিয়ে দেখার মতো। আশপাশের জিনিস দেখতে পাওয়া যায় না। গাড়ি চালাতে অসুবিধে হয়। লক্ষণ টের পাওয়া যায় না, তাই ধরা পড়তেও দেরি হয়ে যায় অনেকটাই।

রোগের কারণ, অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়া। ক্ষতি হওয়ার কারণ চোখের ভিতরকার ইন্ট্রাঅকিউলার প্রেশার। অক্ষিগোলকের ভিতরে যে তরল থাকে, তার নাম অ্যাকুয়াস হিউমর। এর চাপ নির্দিষ্ট মাত্রা পেরোলে অপটিক নার্ভে চাপ পড়ে দৃষ্টিশক্তির ক্ষতি হয়।

বিশিষ্ট চক্ষুবিশেষজ্ঞ ডা. সুমিত চৌধুরী বললেন, “যখন রোগী টের পান, তখন ক্ষতি অনেকখানি হয়ে গিয়েছে। দৃষ্টিশক্তি কমে যায়, রোগী চোখে ঝাপসা দেখেন, তখন বুঝতে হবে কেন্দ্রীয় দৃষ্টিশক্তিরও ক্ষতি হতে শুরু করেছে। বিশেষ কোনও গ্লকোমার ক্ষেত্রে চোখের দৃষ্টি খুব ঝাপসা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চোখে ব্যথা করা বা লাল হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যায়। চশমার কাছের পাওয়ার খুব কম সময়ের ব্যবধানে বারবার বদলে যাওয়াও গ্লকোমার লক্ষণ হতে পারে। অনেক সময়ে দেখা গিয়েছে, যাঁদের চোখে বেশি মাইনাস পাওয়ার, টাইপ টু ডায়াবিটিস আছে, চোখে কোনও চোট বা আঘাত লাগার মতো ঘটনা রয়েছে, থাইরয়েড, মাইগ্রেন, পরিবারে কারও গ্লকোমা ধরা পড়েছে, দেহের ওজন খুব বেশি, বহু দিন ধরে স্টেরয়েডজাতীয় ওষুধ খেতে হলেও এই রোগের আশঙ্কা বেশি।”

রোগনির্ণয়ের পদ্ধতি সম্পর্কে ডা. চৌধুরী বললেন, “প্রথমে রোগীর চোখের প্রেশার বা আইওপি চেক করা হয়। আইওপি দেখার পর গোনিওস্কোপির মাধ্যমে চোখের ভিতরের কোণ বা অ্যাঙ্গল অফ অ্যান্টেরিয়র চেম্বার পরীক্ষা করা হয়। এর মাধ্যমে গ্লকোমাকে ওপেন অ্যাঙ্গল বা ক্লোজড অ্যাঙ্গল গ্লকোমাতে ভাগ করা হয়। ওপেন অ্যাঙ্গল হলে বুঝতে হবে চোখের ভিতরে অ্যাকুয়াস হিউমরের চাপ বেড়েছে, কিন্তু তরল বেরোনোর পথ খোলা আছে। ক্লোজ়ড অ্যাঙ্গলের ক্ষেত্রে এই পথটি বন্ধ হয়ে যায়। চোখে অনেক সময়ে ব্যথা হয়, লাল হয় ও ঘন ঘন চালশের ফলে চশমার পাওয়ার বদলাতে হয়।”

অ্যাঙ্গল দেখার পরে চোখের নার্ভের কতটা ক্ষতি হয়েছে, সেটা দেখা হয়। অটোমেটেড পেরিমেট্রিতে চোখের কতটা দৃষ্টিক্ষেত্র নষ্ট হয়েছে, তা ধরতে পারা যায়। কখনও পেরিমেট্রিতে ধরা না পড়লে বা নিশ্চয়তার জন্য ওসিটি বা অপটিকাল কোহেরেন্স টোনোগ্রাফি পরীক্ষা করা হয়। অনেক সময়ে কিন্তু আইওপি বা ইন্ট্রাঅকিউলার প্রেশার স্বাভাবিক বা কম থাকা সত্ত্বেও অপটিক নার্ভের ক্ষতি হতে পারে। এ সব ক্ষেত্রে অটোমেটেড পেরিমেট্রি বা ওসিটি না করলে রোগ শনাক্ত করা যায় না।

ডা. চৌধুরী বললেন, “রোগটি যত আগে ধরা পড়ে, তত দ্রুত ক্ষতি আটকানো সম্ভব। যতটুকু দৃষ্টিশক্তি নষ্ট হয়েছে, তা আর ফেরত আসে না, কিন্তু অবশিষ্ট দৃষ্টিশক্তি সুরক্ষিত রাখা যেতে পারে। এই পদ্ধতিতে চিকিৎসক কিন্তু শুধু প্রেসক্রিপশনই দেন, বাকিটা নির্ভর করছে রোগী ও তাঁর পরিবারের সতর্কতার উপরে। নিয়ম মেনে ওষুধ প্রয়োগ করে চলার সঙ্গে-সঙ্গে নির্দিষ্ট সময়ের ব্যবধানে চোখ পরীক্ষা করিয়ে যেতে হবে। তবেই প্রতিরোধ করা সম্ভব গ্লকোমা জনিত দৃষ্টিহীনতা।”

ক্যাটারাক্ট বা ছানি

চোখের নিজস্ব স্বাভাবিক লেন্সের স্বচ্ছতা কমে আসাই ছানি। এতে লেন্সের উপরে প্রোটিন জমে গিয়ে ক্লাউডিং বা ঝাপসা ভাব তৈরি হয়। ফলে আলোকরশ্মি সরাসরি রেটিনায় গিয়ে পড়তে পারে না। এটা খুব সাধারণ এবং প্রত্যেকের ক্ষেত্রেই হয়। বেশি বয়সে প্রায় সব মানুষেরই এমন রোগ হয়। অন্তত গড়ে ৬৫-৭০ বছর বয়সের পর একটি বা দু’টি চোখেই এই রোগ দেখা দেওয়া স্বাভাবিক। কিন্তু অতি বিরল হলেও শিশুবয়সেও এই রোগ দেখা যেতে পারে। যেহেতু রোগটি খুবই স্বাভাবিক এবং সকলেরই হয়, সেই কারণে চিকিৎসা না করালে কিন্তু এটিকেই অন্ধত্বের সবচেয়ে বড় কারণ হিসেবে ধরা যেতে পারে।

এই রোগের লক্ষণগুলো হল, দৃষ্টিশক্তি ক্রমশ কমে আসা, ঠিক চশমা পরেও ভিশনের সমস্যা, ঝাপসা বা কুয়াশাচ্ছন্ন দৃষ্টি, কখনও কখনও একটা জিনিসকে দুটো দেখা, ঠিক রং চিনতে অসুবিধে হওয়া ও সন্ধের পর চোখের ঝাপসা ভাব বেড়ে যাওয়া।

এটা আটকানোর তেমন কোনও উপায় সে ভাবে নেই। তবে ধূমপান চোখের স্বাস্থ্যের সার্বিক ক্ষতি করে। তাই ধূমপান না করা, অতিবেগনি রশ্মি থেকে চোখকে যথাসম্ভব বাঁচিয়ে রাখা এবং ডায়াবিটিসের নিয়ন্ত্রণ বা সতর্কতা এই রোগের সংঘটনের সময়কে অনেকটা পিছিয়ে দিতে পারে। সার্জারি করাই এই সমস্যার প্রাথমিক চিকিৎসা। নব্বই শতাংশ মানুষই সার্জারির পরে উন্নততর দৃষ্টিশক্তি ফিরে পান। এখানে ডা. সুমিত চৌধুরী জানাচ্ছেন, “চোখের রেটিনা হল ক্যামেরার ফিল্মের মতো। রেটিনা যদি ভাল থাকে, কমজোরি না হয়ে পড়ে, তা হলেই ছানি অপারেশনের পর পরিষ্কার লেন্স দিয়ে আসা আলোকরশ্মি রেটিনায় স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করবে। ফলে সম্পূর্ণ দৃষ্টি ফিরে আসবে। কিন্তু সময় মতো অপারেশন না করালে প্রোটিন জমা লেন্সটি নরম হয়ে ফুলে যেতে পারে, যাকে বলে ফ্যাকোমর্ফিক গ্লকোমা। কিংবা শক্ত হয়ে ফেটে যেতে পারে এবং তরল পদার্থ চুঁইয়ে বেরিয়ে আসতে পারে, একে বলে ফ্যাকোলাইটিক গ্লকোমা। এ বার এই গ্লকোমার যদি সময়োচিত চিকিৎসা না হয়, তা হলে তা অন্ধত্বের দিকে যেতে পারে। ফলে সময় থাকতে ছানি অপারেশন করিয়ে নেওয়াই নিরাপদ।”

এজ-রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন

সাধারণত ৫০ বছরের বেশি বয়সে হতে পারে। রেটিনার যে অংশ থেকে চোখের কেন্দ্রীয় অংশের দৃষ্টি নিয়ন্ত্রিত হয় ও চোখ সোজা কোনও বস্তুর উপরে ফোকাস করতে পারে, তার নাম ম্যাকুলা। বয়সজনিত কারণে এই অংশ ক্ষয়প্রাপ্ত হয়ে দৃষ্টিশক্তির ক্ষতি হয়। এই ডিজেনারেশন দু’ধরনের— শুষ্ক ও আর্দ্র। শুষ্ক ডিজেনারেশনের ক্ষেত্রে ম্যাকুলা ক্রমশ শুকিয়ে পাতলা হয়ে আসে এবং ঠিক মতো কাজ করতে পারে না। বেশির ভাগ ডিজেনারেশনই এই ধরনের। আর্দ্র ডিজেনারেশনের ক্ষেত্রে, ম্যাকুলার নীচে নতুন তৈরি হওয়া রক্তবাহ থেকে যখন তরল চুঁইয়ে বেরিয়ে আসে তখন কেন্দ্রীয় দৃষ্টিশক্তি বাধাপ্রাপ্ত হয়। এক্ষেত্রে দৃষ্টিশক্তির ক্ষতির পরিমাণ বেশি এবং দ্রুত।

এই সমস্যার লক্ষণগুলো হল, জিনিসপত্র স্পষ্ট দেখায় অসুবিধে হয়, জিনিসপত্রের আকার আয়তন ডিসটর্টেড বা বিকৃত দেখায়, সোজা দাগ ঢেউখেলানো দেখায়, রং স্পষ্ট বোঝা যায় না, দৃষ্টির কেন্দ্রীয় অংশে অন্ধকার বা ফাঁকা দেখায়। এগুলোর মধ্যে কোনও একটা হলেই চক্ষুচিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। উপযুক্ত চিকিৎসায় ক্ষতিবৃদ্ধি আটকানো সম্ভব।

চোখের স্বাস্থ্য ভাল রাখতে এ ক্ষেত্রেও স্বাস্থ্যকর খাওয়াদাওয়া এবং ধূমপানের অভ্যেস থাকলে, তা বন্ধ করা অতি অবশ্যই প্রয়োজন। ঠিক ভিটামিনসমৃদ্ধ ডায়েট দৃষ্টিশক্তি হারানোর প্রক্রিয়াকে অনেকাংশে আটকে দিতে সক্ষম হয়।

কখনও কখনও এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশনের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় ইন্ট্রাঅকিউলার ইঞ্জেকশন। কোনও অস্বাভাবিক রক্তবাহ তৈরি হলে তাকে নষ্ট করা এবং ম্যাকুলা ডেনসায় তরল জমলে তা শুকিয়ে দেওয়া এই ইঞ্জেকশনের কাজ। প্রয়োজনে, খুব কম ক্ষেত্রে হলেও, এই রোগের ক্ষেত্রে চিকিৎসক অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

চোখে আকস্মিক আঘাত

চোখে মারাত্মক আঘাত দৃষ্টিশক্তি হারানোর কারণ হয়ে উঠতে পারে। চোখের উপরিতল থেকে কোরয়েড, রেটিনা, কর্নিয়া, কনজাংটিভা, আইরিশ, পিউপিলের মতো গুরুত্বপূর্ণ অংশগুলোর কোথায় কেমন আঘাত লেগেছে, তার উপরে বিপদের গুরুত্ব নির্ভর করে। ডা. চৌধুরী বললেন, “দু’ধরনের আঘাত হয়, ব্লান্ট ট্রমা, হয়তো চোখের বাইরের হাড়ে আঘাত লাগে, কালশিটে পড়ে বা ফ্র্যাকচার হয়। অন্যটা হল শার্প ট্রমা। চোখের কোথাও কেটে যাওয়া, মাসলে চোট লাগা, ব্লাড ক্লট কিংবা হেমারেজ হওয়া ইত্যাদি। চোখে আঘাত লাগলে প্রথমেই দেখা হয়, চোটের গভীরতা কতটা। চোখের যে স্তরগুলো আছে, তার কতটা আঘাত পেয়েছে। চোট লাগার পর কত দ্রুত তাঁকে হাসপাতালের আই ডিপার্টমেন্টে নিয়ে আসা হচ্ছে এবং সেখানে চিকিৎসার কী কী সুবিধে আছে, তার উপরে অনেকটাই নির্ভর করে।” কোনও আঘাতে যদি চোখের রেটিনা বা অপটিক স্নায়ু থেকে রক্তক্ষরণ হয়, তাতে সাময়িক ভাবে দৃষ্টিশক্তি চলে যায়। কিন্তু সময় মতো ঠিক চিকিৎসা করানো না হলে, ক্ষতি পূরণ করা সম্ভব হয় না। সে ক্ষেত্রে দৃষ্টিশক্তি স্থায়ী ভাবে চলে যেতে পারে।

সেই কারণে গাড়ি চালানোর সময়ে বা কোনও ক্ষতিকর রাসায়নিক নিয়ে কাজ করার সময়ে, চোখ বিষয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে।

অন্য বিষয়গুলি:

Health Blindness
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy