Advertisement
০২ ডিসেম্বর ২০২৪
Naga Chaitanya and Sobhita Dhulipala Wedding

অন্নপূর্ণা স্টুডিয়োয় বিয়ের আসর বসছে নাগা-শোভিতার! যেখানে স্মৃতি জড়িয়ে আছে সামান্থারও

নাগার দ্বিতীয় বিয়ের আসর বসতে চলেছে হায়দরাবাদের অন্নপূর্ণা ফিল্ম স্টুডিওয়। দেখা যাচ্ছে সেই স্টুডিয়োতেও জড়িয়ে রয়েছে নাগার প্রথম স্ত্রী সামান্থা রুথ প্রভুর স্মৃতি!

বাঁ দিক থেকে, শোভিতা ধূলিপালা, নাগা চৈতন্য আক্কিনেনি এবং সামান্থা রুথ প্রভু।

বাঁ দিক থেকে, শোভিতা ধূলিপালা, নাগা চৈতন্য আক্কিনেনি এবং সামান্থা রুথ প্রভু। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১৬:০৩
Share: Save:

বিয়ের আর এক দিন বাকি। বুধবারই চার হাত এক হবে অভিনেত্রী শোভিতা ধূলিপালা এবং অভিনেতা নাগা চৈতন্য আক্কিনেনির। কিন্তু পুরনো সম্পর্কের ছায়া এখনও পিছু ছাড়ছে না হবু দম্পতির। নাগার দ্বিতীয় বিয়ের আসর বসতে চলেছে হায়দরাবাদের অন্নপূর্ণা ফিল্ম স্টুডিয়োয়। দেখা যাচ্ছে সেই স্টুডিয়োতেও জড়িয়ে রয়েছে নাগার প্রথম স্ত্রী সামান্থা রুথ প্রভুর স্মৃতি!

অন্নপূর্ণা স্টুডিয়ো নাগা চৈতন্যের পারিবারিক সম্পত্তি। তাঁর দাদু, তামিল সিনেমার খ্যাতনামা অভিনেতা, পরিচালক এবং প্রযোজক আক্কিনেনি নাগেশ্বর রাও ওই স্টুডিয়ো বানিয়েছিলেন। পরবর্তী কালে তাঁর পুত্র দক্ষিণী অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি ভার নেন ওই স্টুডিয়োর। বছর ছয়েক আগে স্টুডিয়োর ভার সম্ভবত নিয়েছিলেন নাগাও। আধুনিক প্রযুক্তি দিয়ে ১০০ কোটি টাকা খরচ করে নতুন করে বানানো হয়েছিল স্টুডিয়ো। উদ্বোধনে হাজির ছিলেন সামান্থাও। তখনও তাঁর আর নাগার বিয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়নি। সমাজ মাধ্যমে অন্নপূর্ণা স্টুডিয়োর সামনে তাঁর আর নাগার ছবি দিয়ে সামান্থা লিখেছিলেন, ‘‘তোমার চিন্তা যদি স্বচ্ছ হয়, উদ্দেশ্য যদি জোরালো হয়, তবে কোনও কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। তোমাকে অনেক শুভেচ্ছা প্রিয়।’’

সামান্থার সঙ্গে অন্নপূর্ণা স্টুডিয়োর উদ্বোধনে নাগা।

সামান্থার সঙ্গে অন্নপূর্ণা স্টুডিয়োর উদ্বোধনে নাগা। ছবি: সংগৃহীত।

সেটা ২০১৮ সাল। সবে এক বছর হল বিয়ে হয়েছিল নাগা-সামান্থার। তারও বছর দুয়েক পরে দু’জনে ওই স্টুডিয়োতেই একটি বিজ্ঞাপনী ছবির সিরিজ়ের শুটিং করেন। অন্নপূর্ণা স্টুডিয়োর ফেসবুক পেজে দেখা যাচ্ছে ২০২১ সালে সামান্থাকে জন্মদিনে শুভেচ্ছাও জানানো হয়েছে স্টুডিয়োর তরফে। তার পরেই অবশ্য দু’জনের বিয়ে ভেঙে যায়। তিন বছর পরে প্রথম স্ত্রীর স্মৃতি জড়ানো সেই স্টুডিয়োতেই দ্বিতীয় বিয়ে করছেন নাগা।

তবে বিয়ের আসরটি অতিথি সমাগমের জন্য আদর্শ। হায়দরাবাদের বাণিজ্যিক প্রাণকেন্দ্র বানজারা হিলস। তারই এক পাশে ২২ একর জায়গা জুড়ে অন্নপূর্ণা স্টুডিয়ো। এক পাশে সবুজে ঘেরা। অন্য পাশে সাজানো শহর। নয়নাভিরাম ওই চত্বরে ৬০টিরও বেশি সিনেমার শুটিং হয়েছে। রেখা থেকে শুরু করে শ্রীদেবী, বলিউডের রকুল প্রীত সিংহও শুটিং করেছেন। আপাতত সেই অন্নপূর্ণা স্টুডিয়োতেই চলেছে নাগা এবং শোভিতার বিয়ের প্রস্তুতি। ৪ ডিসেম্বর সেখানে নতুন স্মৃতি তৈরি করবেন নাগা। কিন্তু পুরনো স্মৃতি ভুলতে পারবেন কি?

অন্য বিষয়গুলি:

Naga Chaitanya and Sobhita Dhulipala Wedding
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy