Advertisement
E-Paper

অলিগলিতে নয়, শাহরুখ-গৌরীর প্রেমের ঠিকানা ছিল ক‍্যাফে, কোথায় সেটি, কী খেতেন দু’জনে?

সিনেমার পর্দা থেকে বাস্তব, সর্বত্রই প্রেমিকযুগল নির্বিঘ্নে প্রেম করার জন‍্য বেছে নেন রেস্তরাঁ। শাহরুখ-গৌরীও কিন্তু ব‍্যতিক্রম ছিলেন না।

The Cafe Where Shah Rukh Khan And Gauri Went For Romantic Dates In Delhi

শাহরুখ খান এবং গৌরী খান। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৪:৪৪
Share
Save

পর্দায় বহু নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন শাহরুখ খান। কিন্তু তাঁর জীবনের নায়িকার মুখ বদলায়নি। বিয়ের ৩০ বছর পার করে গৌরীর সঙ্গে শাহরুখের সম্পর্কের রসায়ন যেমনই হোক, দু’জনের প্রেমের শুরুটা ছিল সিনেমার মতোই রঙিন। সিনেমার পর্দা থেকে বাস্তব, সর্বত্রই প্রেমিকযুগল নির্বিঘ্নে প্রেম করার জন‍্য বেছে নেন রেস্তরাঁ। শাহরুখ-গৌরীও কিন্তু ব‍্যতিক্রম ছিলেন না। সদ‍্য তখন তাঁদের প্রেম হয়েছে। একে-অপরকে চোখে হারাচ্ছেন দু'জনে। বিকালের দিকে মাঝেমাঝেই তাঁরা চলে যেতেন দিল্লির কনাট প্লেসের এক জনপ্রিয় ক‍্যাফেয়। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে এ ত‍থ‍্য অবশ‍্য দিয়েছেন পরিচালক সুজিত সরকার। শাহরুখ আর গৌরীর প্রেমের সাক্ষী যে দিল্লির সেই ক‍্যাফে, সুজিত নিজেই সেটা জানিয়েছেন। ১৯৫২ সালে রাজধানী শহরের বুকে গড়ে ওঠা ‘দিপল’স’ ক‍্যাফে শুধু শাহরুখ-গৌরী নয়, আরও অনেক তারকা জুটির প্রেমের পদ‍্য লেখা হতে দেখেছে । শোনা যায়, নাসিরুদ্দিন শাহ এবং মল্লিকা শেরওয়াতও নাকি কলেজে পড়াকালীন মাঝেমাঝেই কফি খেতে চলে আসতেন এই ক‍্যাফেয়। তখনও শাহরুখ ‘কিং খান’ হননি, তাই খাওয়াদাওয়া নিয়ে বাছবিচার, নিয়ম মেনে চলা ছিল না। অফুরন্ত কথা বলার ফাঁকে কখন যে কয়েক কাপ কফি শেষ করে দিতেন দু’জনে, তার ইয়ত্তা থাকত না।

এই ক‍্যাফের মেনু কার্ডের মধ‍্যে সবচেয়ে জনপ্রিয় হল কোল্ড কফি। ঘন দুধ দিয়ে তৈরি এই পানীয় সকলেরই ভীষণ পছন্দের। বেশি করে চিনি আর কফি পাউডার দিয়ে তৈরি করা হয়। এই কোল্ড কফি নাকি শাহরুখেরও বেশ পছন্দের। ‘বাদশা’ যখন গৌরীকে নিয়ে এই ক‍্যাফেয় আসতেন, একবার এই কোল্ড কফিতে চুমুক দিতে ভুলতেন না।

Shah Rukh Khan Gauri Khan Cafe Delhi date

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}