কোভিড-যুদ্ধে মাইকোব্যাকটেরিয়াম ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। ফাইল চিত্র।
রক্ত পাতলা রাখার ওষুধেই হয়তো বাঁচবে জীবন। সাম্প্রতিক কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে সে রকমই মনে করছেন কোভিড চিকিৎসার সঙ্গে যুক্ত বিশ্বের বিভিন্ন প্রান্তের চিকিৎসকরা।
অনেক কোভিড রোগীরই পা নীল হয়ে ফুলে যায়। ডিপ ভেন থ্রম্বোসিসের শিকার হন তাঁরা। শরীরের গভীর ভাগের শিরায় রক্তের ডেলা জমে পায়ে রক্ত সরবরাহ ব্যাহত হলে প্রাথমিক পর্যায়ে যে সমস্যা হয়। জটিল রোগ আছে এমন রোগীদের, যাঁদের ওজন বেশি, হাই প্রেশার-ডায়াবিটিস বা হৃদরোগ আছে, তাঁদের এমন হওয়ার আশঙ্কা প্রবল। ফলে তাঁদের নিয়মমাফিক রক্ত পাতলা রাখার ওষুধ দেওয়া হয়। এমনকি এটি এত মারাত্মক পর্যায়ে পৌঁছয় যে, রক্ত সরবরাহ বন্ধ হয়ে পচন ধরায় ৪১ বছর বয়সি কোভিড রোগী অভিনেতা নিক করডেরোর ডান পা কেটে বাদ দিতে হয়।
কোভিড রোগীদের কিডনির কার্যকারিতাও কমে যেতে পারে। চিনে হওয়া এক গবেষণা থেকে জানা গিয়েছে, আইসিইউ-তে ভর্তি শতকরা ৫জন জটিল কোভিড রোগীর এমন হয়। ফলে রক্তের দূষিত পদার্থ বার করতে তাঁদের ডায়ালিসিস করতে হয়। একটি টিউব দিয়ে দূষিত রক্ত যায় মেশিনে, তার পর শুদ্ধ হয়ে আবার ফিরে আসে শরীরে। বিজ্ঞানীরা দেখলেন, কিছু রোগীর ক্ষেত্রে খুব ছোট ছোট রক্তের ডেলা জমে টিউবে রক্ত চলাচল থেকে থেকেই আটকে যাচ্ছে।
আরও পড়ুন পাওয়া গেল করোনার ওষুধ? মার্কিন বিজ্ঞানীর দাবিতে আশার আলো
নিউমোনিয়ার অতিরিক্ত বাড়াবাড়ি বা অ্যাকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রোমে মৃত কোভিড রোগীদের ময়নাতদন্তে দেখা যায়, তাঁদের অনেকেরই ফুসফুসে নিউমোনিয়ার চিহ্ন নেই। তার বদলে রয়েছে ছোট ছোট রক্তের ডেলা। ফিলাডেলফিয়ার নিউরোসার্জেন পাস্কাল জাব্বরের মতে, এই রক্ত জমাট বাঁধার কারণে কোভিডে আক্রান্ত বহু রোগীর মৃত্যু হয়েছে। মস্তিষ্কে জমা রক্তের ডেলা গলিয়ে দেওয়ার পরেও তাঁদের অনেককেই বাঁচানো যায়নি। হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, এমন অনেক হার্টের রোগীরই ধমনীতে জমা রক্তের ডেলা গলানো হয়েছে, অন্যান্য চিকিৎসাও হয়েছে। তবু শেষ রক্ষা হয়নি। পরে দেখা গিয়েছে, তাঁরা কোভিড আক্রান্ত ছিলেন।
শরীরে অস্বাভাবিক হারে জমে যাওয়া রক্তের ডেলাই চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। ফাইল চিত্র।
‘ইউনিভার্সিটি অব কলোরাডো অ্যান্সচুটস মেডিক্যাল ক্যাম্পাস’-এর আইসিইউ-তে ভর্তি কোভিড রোগীদের অবস্থার পর্যালোচনা করে ট্রান্সপ্লান্ট সার্জেন হান্টার মূর এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এঁদের শরীরে জমা রক্তের ডেলাগুলো এমন যে ওষুধ দিলেও চট করে গলছে না। ফলে প্রায় ৩০ শতাংশ রোগীর ক্ষেত্রে কিছু ডেলা মস্তিষ্কে চলে যাচ্ছে। প্রায় ৫০ শতাংশ ক্ষেত্রে ফুসফুসে গিয়ে ব্যাঘাত ঘটাচ্ছে রক্ত সঞ্চালনে। ১০ এপ্রিল ‘থ্রম্বোসিস রিসার্চ জার্নাল’-এ প্রকাশিত হয় ডাচ বিজ্ঞানীদের গবেষণা। তাতে জানা যায়, ১৮৪ জন আইসিইউ-তে ভর্তি রোগীর মধ্যে কম করে ৩৮ শতাংশর শরীরে অস্বাভাবিক হারে রক্তের ডেলা জমছে। চিনের খবর অনুযায়ী, ১৮৩ জন রোগীর মধ্যে যত জন মারা গেছেন তাঁদের ৭০ শতাংশের শরীরের বিভিন্ন রক্তনালী ও প্রত্যঙ্গে পাওয়া গেছে অগুনতি রক্তের ডেলা।
কী ভাবে শুরু পরীক্ষানিরীক্ষা?
দিনে দিনে দেশ-বিদেশের এমন রোগীর খবর আসতে শুরু করল যাঁদের রোগ খুব মৃদু পর্যায় ছিল। তাঁদের নিয়ে আলাদা করে চিন্তা করার প্রয়োজনও পড়েনি। আচমকা শ্বাসকষ্ট হওয়ার হাসপাতালে নিয়ে আসার পথে মারা গিয়েছেন রোগী। আবার এমন অনেক রোগীর সন্ধান মিলেছে যাঁদের রক্তে অক্সিজেনের মাত্রা এত কম যে তাঁদের মৃতপ্রায় অবস্থা হওয়ার কথা। কিন্তু তিনি কথাবার্তা বলছেন। পর মুহূর্তেই অবস্থা এতই অবনতি হয়েছে যে তাঁকে বাঁচানো যায়নি। দেখা গিয়েছে, তাঁদের ধমনী ও মস্তিষ্কে রক্তের ডেলা মিলেছে।
এর পরেই কোন ধরনের রক্ত পাতলা করার ওষুধ দিয়ে এমন কোভিড রোগীদের চিকিৎসা করলে সবচেয়ে ভাল ফল হবে তা নিয়ে শুরু হয় ভাবনা-চিন্তা। এর মধ্যে দেখা গেল, আইসিইউ-তে ভর্তি থাকা রোগীদের ডায়ালিসিস করার সময় যে ধরনের ওষুধ দেওয়া হয়, কোভিড রোগীদের সে সব দিয়ে ডায়ালিসিস করেও খুব একটা ভাল কাজ হচ্ছে না। রক্ত পাতলা করার ওষুধ পড়লে এই সমস্যা মিটতে পারে ধরে নিয়েই গবেষকরা শুকু করলেন ক্লিনিকাল ট্রায়াল। ‘ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া’-র একদল গবেষক রক্তরোগ বিশেষজ্ঞ অ্যাডাম কুকারের তত্ত্বাবধানে হেপারিন নামের ওষুধ নিয়ে কাজ শুরু করলেন। বিভিন্ন রোগীকে বিভিন্ন মাত্রায় প্রয়োগ করে বুঝতে লাগলেন তার কার্যকারিতা। আর একদল গবেষক কাজ শুরু করলেন গবেষক ক্রিস্টোফার ব্যারেটের তত্ত্বাবধানে টিস্যু প্লাসমিনোজেন অ্যাকটিভেটর বা ‘টিপিএ’ নামের ওষুধ নিয়ে। এই দুই ওষুধ ব্যবহার করলে ব্যবহার করে স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীর মস্তিষ্কে ও হার্টে জমা রক্তের ডেলা গলানো যায়।
কিন্তু করোনাভাইরাসের মতো ভাইরাস, যাকে আগাগোড়া ‘ফ্লু ভাইরাস’-ই ভেবে এসেছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা, তার প্রভাবে রক্তে কেন এত পরিবর্তন হচ্ছে?
আরও পড়ুন কাঁপুনি, মাথার যন্ত্রণা? এ গুলোও করোনার উপসর্গ হতে পারে, বলছে মার্কিন স্বাস্থ্য সংস্থা
কোভিড রোগীদের ক্ষেত্রে রক্ত জমাট বাঁধা এড়াতে নানা ওষুধের প্রয়োগ শুরু করেছে বেশ কিছু দেশ। ফাইল চিত্র।
কেন জমছে রক্তের ডেলা?
ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞ সৌতিক পান্ডা জানিয়েছেন, মূলত দু’টি কারণে এমন হতে পারে। প্রথমত, সাইটোকাইন স্টর্ম। শরীরে যখন প্রবল পরাক্রমী কোনও বহিরাগত বস্তু আক্রমণ করে তখন শরীরের রোগ প্রতিরোধী ব্যবস্থা অতি সক্রিয় হয়ে সাইটোকাইন নামে একগুচ্ছ রাসায়নিকের ক্ষরণ বাড়িয়ে দেয়। এর মধ্যে এমন কিছু রাসায়নিক আছে, যেমন ইন্টারলিউকিন ১, ৬ ও ৮ এবং টিএনএফ-আলফা, যারা প্রবল প্রদাহ ঘটায় শরীরে। যত বেশি প্রদাহ হয়, তত বাড়ে রক্ত জমাট বাঁধার প্রবণতা। একে বলে ডিসিমিনেটেড ইন্ট্রাভ্যাসকুলার কোঅ্যাগুলেশন, সহজ কথায় ‘ডিআইসি’। এর প্রভাবেই শরীরের ছোট-বড় সব রক্তবাহী নালীতে জমতে শুরু করে রক্তের ডেলা। দ্বিতীয় যে কারণটি এর নেপথ্যে থাকতে পারে, তাকে বলে হিমোস্ট্যাটিক ডিরেঞ্জমেন্ট। ধরা যাক, শরীরের কোথাও চোট লেগেছে, শরীর তখন রক্ত জমাট বাঁধার উপকরণ সেখানে পাঠিয়ে রক্ত বন্ধ করে। শরীরে বড় আঘাত বা সংক্রমণ হলে শরীর দিশেহারা হয়ে যায়। ফলে যেখানে প্রয়োজন নেই, সেখানেও পাঠাতে থাকে রক্ত জমাট বাঁধার উপকরণ। অর্থাৎ রক্ত জমাট বাঁধা ও পাতলা থাকার মধ্যেকার ভারসাম্য নষ্ট হয়ে যায়।
তা হলে উপায়?
বিজ্ঞানীদের মতে রক্ত পাতলা রাখার ওষুধই এ ক্ষেত্রে সম্বল। ডিআইসি-র কারণে শরীরের সব প্রত্যঙ্গর একে একে অকার্যকর হয়ে যাওয়ার প্রবণতা পুরোপুরি ঠেকানো গেলে কোভিড রোগীর মৃত্যুর হার অনেক কমে যাবে। তখন অ্যান্টিভাইরাল ওষুধ না দিলেও শরীরের প্রতিরোধী ব্যবস্থাই ভাইরাসকে নির্মূল করতে পারবে।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy