অনন্ত-রাধিকার বিয়েতে শাহরুখ খান উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে জল্পনা ছিল। তবে নিউ ইয়র্ক থেকে সময় মতো ফিরেই সস্ত্রীক অম্বানীদের বিয়েতে হাজির হয়েছিলেন বাদশাহ। শাহরুখের পরনে ছিল সবুজ শেরওয়ানি, সঙ্গে সাদা পটীয়ালা, গলায় পরেছিলেন কুন্দনের হার। গৌরী খানের পরনে ছিল সোনালি আনারকলি, সঙ্গে শারারা। দম্পতির সাজ ছিল সত্যিই নজরকাড়া।
বিয়ের অনুষ্ঠানে মেয়ে জিভা ও স্ত্রী সাক্ষীকে নিয়ে হাজির ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। সাধারণত খুব ছিমছাম পোশাকে দেখা গেলেও অনন্তের বিয়েতে খুবই ঝকমকে পোশাক পরেছিলেন তিনি। ধোনির পরনে ছিল চুমকির কারুকাজ করা সোনালি পাঞ্জাবি। সাক্ষীর পরনে ছিল সবুজ রঙের আনারকলি, তাঁর পোশাক জুড়ে ছিল রুপোলি জরির কারুকাজ। হলুদ সালোয়ারে জিভাকে দেখতে লাগছিল পুতুলের মতো।
বিয়ের অতিথিদের তালিকায় ছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। সাবেকি সাজে অনন্তের বিয়েতে হাজির হয়েছিলেন তাঁরা। ভিকির পরনে ছিল সাদা শেরওয়ানি আর ক্যাটরিনার পরনে ছিল লাল ক্রেপ শাড়ি। শাড়িতে খুব বেশি কারুকাজ ছিল না, ছিল শুধু হালকা সোনালি রঙের বর্ডার। সাজ ছিমছাম হলেও কুন্দনের গয়নায় দারুণ মানিয়েছিল ক্যাটরিনাকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy