Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Ambani Wedding

অম্বানীদের বিয়েবাড়ির সাজে ছক্কা হাঁকাল বলিউড না কি ক্রীড়াজগৎ? নজর কাড়ল কোন দম্পতির বেশ?

অম্বানীদের আমন্ত্রিতদের তালিকায় দেশ-বিদেশের রাজনীতিবিদ থেকে অভিনেতা-অভিনেত্রী, ক্রিকেটার থেকে ব্যবসায়ী, ছিলেন সকলেই। বিয়েতে অনন্ত-রাধিকার বেশে ছিল রাজকীয়তার ছোঁয়া। অনুষ্ঠানে কেমন সাজলেন তারকা দম্পতিরা?

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৪ ১৫:০০
Share: Save:
০১ ১৯
Shahid-Mira, Shah Rukh-Gouri, Ranveer-Alia, who was best dressed couple at Anant Ambani and Radhika Merchant wedding

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চার হাত এক হল মুকেশ অম্বানী-নীতা অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানী এবং রাধিকা মার্চেন্টের। ৫০০০ কোটি টাকার বিলাসবহুল এই বিয়ের আয়োজনের দিকে নজর ছিল গোটা বিশ্বের।

০২ ১৯
Shahid-Mira, Shah Rukh-Gouri, Ranveer-Alia, who was best dressed couple at Anant Ambani and Radhika Merchant wedding

অম্বানীদের আমন্ত্রিতদের তালিকায় দেশ-বিদেশের রাজনীতিবিদ থেকে অভিনেতা-অভিনেত্রী, ক্রিকেটার থেকে ব্যবসায়ী, ছিলেন সকলেই। বিয়েতে অনন্ত-রাধিকার বেশে ছিল রাজকীয়তার ছোঁয়া। তাঁদের বিয়েতে কেমন সাজলেন তারকা দম্পতিরা?

০৩ ১৯
Shahid-Mira, Shah Rukh-Gouri, Ranveer-Alia, who was best dressed couple at Anant Ambani and Radhika Merchant wedding

অনন্ত-রাধিকার বিয়েতে শাহরুখ খান উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে জল্পনা ছিল। তবে নিউ ইয়র্ক থেকে সময় মতো ফিরেই সস্ত্রীক অম্বানীদের বিয়েতে হাজির হয়েছিলেন বাদশাহ। শাহরুখের পরনে ছিল সবুজ শেরওয়ানি, সঙ্গে সাদা পটীয়ালা, গলায় পরেছিলেন কুন্দনের হার। গৌরী খানের পরনে ছিল সোনালি আনারকলি, সঙ্গে শারারা। দম্পতির সাজ ছিল সত্যিই নজরকাড়া।

০৪ ১৯
Shahid-Mira, Shah Rukh-Gouri, Ranveer-Alia, who was best dressed couple at Anant Ambani and Radhika Merchant wedding

বিয়ের অনুষ্ঠানে মেয়ে জিভা ও স্ত্রী সাক্ষীকে নিয়ে হাজির ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। সাধারণত খুব ছিমছাম পোশাকে দেখা গেলেও অনন্তের বিয়েতে খুবই ঝকমকে পোশাক পরেছিলেন তিনি। ধোনির পরনে ছিল চুমকির কারুকাজ করা সোনালি পাঞ্জাবি। সাক্ষীর পরনে ছিল সবুজ রঙের আনারকলি, তাঁর পোশাক জুড়ে ছিল রুপোলি জরির কারুকাজ। হলুদ সালোয়ারে জিভাকে দেখতে লাগছিল পুতুলের মতো।

০৫ ১৯
Shahid-Mira, Shah Rukh-Gouri, Ranveer-Alia, who was best dressed couple at Anant Ambani and Radhika Merchant wedding

অনন্তের বিয়েতে রণলিয়ার সাজেও ছিল চমক। রণবীর পরেছিলেন রুপোলি শেরওয়ানি আর সাদা পাজামা। আলিয়ার পরনে ছিল গোলাপি বেনারসি শাড়ি। খোঁপায় ফুলের সাজ, গলায় চওড়া চোকার, কানে ঝোলা দুল আর মাথায় টিকলি— সাবেক সাজে দারুণ মানিয়েছিল আলিয়াকে।

০৬ ১৯
Shahid-Mira, Shah Rukh-Gouri, Ranveer-Alia, who was best dressed couple at Anant Ambani and Radhika Merchant wedding

বিয়েতে সস্ত্রীক হাজির হয়েছিলেন শাহিদ কপূর। অভিনেতার পরনে ছিল সাদা কুর্তা-পাজামা, গলায় সাদা ওড়না। মীরা রাজপুতের পরনে ছিল রুপোলি লেহঙ্গা, সঙ্গে হিরের কানের দুল। মীরার ব্লাউজ়ের নীচ থেকে তাঁর অ্যাবসগুলি স্পষ্ট দেখা যাচ্ছিল।

০৭ ১৯
Shahid-Mira, Shah Rukh-Gouri, Ranveer-Alia, who was best dressed couple at Anant Ambani and Radhika Merchant wedding

অনন্ত-রাধিকার বিয়েতে শামিল হতে বিদেশ থেকে স্বামী নিক জোনাসকে নিয়ে হাজির হয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। অভিনেত্রীর পরনে ছিল হলুদ লেহঙ্গা-চোলি। নিকের পরনে হালকা গোলাপি রঙের শেরওয়ানি।

০৮ ১৯
Shahid-Mira, Shah Rukh-Gouri, Ranveer-Alia, who was best dressed couple at Anant Ambani and Radhika Merchant wedding

বিয়ের অতিথিদের তালিকায় ছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। সাবেকি সাজে অনন্তের বিয়েতে হাজির হয়েছিলেন তাঁরা। ভিকির পরনে ছিল সাদা শেরওয়ানি আর ক্যাটরিনার পরনে ছিল লাল ক্রেপ শাড়ি। শাড়িতে খুব বেশি কারুকাজ ছিল না, ছিল শুধু হালকা সোনালি রঙের বর্ডার। সাজ ছিমছাম হলেও কুন্দনের গয়নায় দারুণ মানিয়েছিল ক্যাটরিনাকে।

০৯ ১৯
Shahid-Mira, Shah Rukh-Gouri, Ranveer-Alia, who was best dressed couple at Anant Ambani and Radhika Merchant wedding

অম্বানীদের বিয়েতে ছিল দক্ষিণী তারকাদের ভিড়। স্ত্রী উপাসনাকে নিয়ে হাজির হয়েছিলেন রামচরণ। খুব জমকালো সাজে নয়, একেবারে সাদামাঠা বেশেই বিয়েতে হাজির ছিলেন তাঁরা। রামচরণের পরনে ছিল সাদা কুর্তা-পাজামা। উপাসনা পরেছিলেন আকাশি রঙের টিস্যু শাড়ি। শাড়িটি ছিমছাম হলেও তাঁর গয়না ছিল নজরকাড়া।

১০ ১৯
Shahid-Mira, Shah Rukh-Gouri, Ranveer-Alia, who was best dressed couple at Anant Ambani and Radhika Merchant wedding

সদ্য ভারতীয় দলের কোচ হয়েছেন গৌতম গম্ভীর। অম্বানীদের বিয়েতে হাজির ছিলেন তিনিও। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী নাতাশা জৈন। গৌতমের পরনে ছিল কালো শেরওয়ানি। নাতাশা পরেছিলেন সাদা রঙের লেহঙ্গা, সঙ্গে কুন্দনের গয়না।

১১ ১৯
Shahid-Mira, Shah Rukh-Gouri, Ranveer-Alia, who was best dressed couple at Anant Ambani and Radhika Merchant wedding

টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপে দারুণ পারফরম্যান্সের পর সদ্য দেশে ফিরেছেন যশপ্রীত বুমরা। অনন্তের বিয়েতে স্ত্রী সঞ্জনা গণেশনকে নিয়ে হাজির ছিলেন তিনিও। জাম রঙের শেরওয়ানি পরেছিলেন যশপ্রীত আর সঞ্জনার পরনে ছিল হলুদ লেহঙ্গা।

১২ ১৯
Shahid-Mira, Shah Rukh-Gouri, Ranveer-Alia, who was best dressed couple at Anant Ambani and Radhika Merchant wedding

বিয়েতে রংমিলান্তি করেছিলেন রীতেশ দেশমুখ ও জ়েনেলিয়া ডিসুজ়া। রীতেশের পরনে ছিল সাদা শেরয়ানি, সঙ্গে জওহর কোট। জ়েনেলিয়ার বেশে ছিল মরাঠি ছোঁয়া। সাদা শাড়িটি তিনি পরেছিলেন মরাঠি কায়দায়। শাড়ির সঙ্গে নিয়েছিলেন সাদা ওড়না। গলায় ভারী হার, কানে দুল, নাকে নথ। কপালে টিপটিও পরেছিলেন মরাঠি কায়দায়।

১৩ ১৯
Shahid-Mira, Shah Rukh-Gouri, Ranveer-Alia, who was best dressed couple at Anant Ambani and Radhika Merchant wedding

অনুষ্ঠানে দেখা গিয়েছিল রাজকুমার রাও ও তাঁর স্ত্রী পত্রলেখা পালকেও। সাদা ঢিলেঢালা ট্রাউজ়ারের সঙ্গে সাদা শার্ট আর কোট পরেছিলেন অভিনেতা। অন্য দিকে, লাল লেহঙ্গায় পরির বেশে ক্যামেরাবন্দি হয়েছিলেন পত্রলেখা।

১৪ ১৯
Shahid-Mira, Shah Rukh-Gouri, Ranveer-Alia, who was best dressed couple at Anant Ambani and Radhika Merchant wedding

বিয়েতে আমন্ত্রিত ছিলেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। কিয়ারার লেহঙ্গায় ছিল নানা রঙের ছোঁয়া। কানে ছিল ভারী দুল, হাতে বালা। সাজ ছিল একেবারেই ছিমছাম। অন্য দিকে, সিদ্ধার্থের পরনে ছিল রুপোলি শেরওয়ানি।

১৫ ১৯
Shahid-Mira, Shah Rukh-Gouri, Ranveer-Alia, who was best dressed couple at Anant Ambani and Radhika Merchant wedding

স্ত্রী প্রিয়া রুঞ্চলকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা জন আব্রাহাম। সাদা পাঠান স্যুট পরেছিলেন তিনি। প্রিয়ার অঙ্গে ছিল রোজ় গোল্ড রঙের লেহঙ্গা।

১৬ ১৯
Shahid-Mira, Shah Rukh-Gouri, Ranveer-Alia, who was best dressed couple at Anant Ambani and Radhika Merchant wedding

সাদা পোশাকে রংমিলান্তি করে অনন্ত-রাধিকার বিয়েতে হাজির হয়েছিলেন কেএল রাহুল আর আথিয়া শেট্টি। রাহুলের পরনে ছিল সাদা পাজামা-কুর্তা। আথিয়া পরেছিলেন সাদা চিকনকারি শাড়ি, সঙ্গে নানা রঙের সুতোর কারুকাজ করা জমকালো ব্লাউজ়।

১৭ ১৯
Shahid-Mira, Shah Rukh-Gouri, Ranveer-Alia, who was best dressed couple at Anant Ambani and Radhika Merchant wedding

বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন সূর্যকুমার যাদব ও তাঁর স্ত্রী দেবীশা শেট্টি। সাদা শেরওয়ানিতে দারুণ মানিয়েছিল ক্রিকেটারকে। দেবীশার পরনে ছিল আকাশি ও গোলাপি রঙের কাঞ্জিভরম।

১৮ ১৯
Shahid-Mira, Shah Rukh-Gouri, Ranveer-Alia, who was best dressed couple at Anant Ambani and Radhika Merchant wedding

স্বামী ভিগনেশ সিভানকে নিয়ে বিয়েতে হাজির ছিলেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। অভিনেত্রীর পরনে ছিল আইভরি রঙের সিল্ক শাড়ি, সঙ্গে সোনার গয়না। ভিগনেশের পরনে ছিল সোনালি শার্ট আর দক্ষিণী কায়দায় পরা সাদা ধুতি।

১৯ ১৯
Shahid-Mira, Shah Rukh-Gouri, Ranveer-Alia, who was best dressed couple at Anant Ambani and Radhika Merchant wedding

বিয়েতে উপস্থিত ছিলেন আরবাজ় খান ও তাঁর স্ত্রী সুরা খান। দু’জনের পরনেই ছিল কালো পোশাক। আরবাজ় পরেছিলেন শেরওয়ানি আর সুরার পরনে ছিল নেটের শাড়ি।

সব ছবি: পিটিআই, রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE