মাঝেমধ্যেই গায়ের রং নিয়ে খোঁটা দিতেন স্বামী। সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় শেষ পর্যন্ত তাঁকে কুড়ুল চালিয়ে হত্যা করার অভিযোগ উঠল ৩০ বছর বয়সি এক মহিলার বিরুদ্ধে। অভিযুক্ত মহিলার নাম সঙ্গীতা সোনওয়ানি। ছত্তীসগঢ়ের দুর্গ অঞ্চলের অমলেশ্বর গ্রামের ঘটনা।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, বিয়ের পর থেকেই সঙ্গীতার চাপা গায়ের রং নিয়ে নানা ধরনের কটূক্তি করতেন স্বামী অনন্ত সোনওয়ানি। গত রবিবার রাতে একই ভাবে স্ত্রীর গায়ের রং নিয়ে কটু কথা বলছিলেন বছর চল্লিশের অনন্ত। তার পরই দু’জনের মধ্যে প্রবল ঝামেলা শুরু হয়। রাগের মাথায় ঘরে রাখা একটি কুড়ুল নিয়ে স্বামীর উপর ঝাঁপিয়ে পড়েন অভিযুক্ত মহিলা। কুড়ুল দিয়ে অনন্তের যৌনাঙ্গ কেটে ফেলেন স্ত্রী সঙ্গীতা। প্রাথমিক তদন্তের পর এমনই জানতে পেরেছে পুলিশ।
পুলিশের এসডিও দেবাংশ রাঠৌর জানিয়েছেন, ঘটনাস্থলেই মৃত্যু হয় অনন্তের। সোমবার সকালে সঙ্গীতা পাড়া-পড়শিকে ডেকে বলেন, অজ্ঞাতপরিচয় কোনও ব্যক্তি তাঁর স্বামীকে খুন করেছেন। কিন্তু পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদ করতেই স্বামীকে খুনের কথা স্বীকার করে নেন তিনি। খুনের অভিযোগে ৩০২ ধারায় গ্রেফতার করা হয় মহিলাকে।