Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Pet Care

Pet Care: বাড়িতে সদ্য কুকুরছানা এনেছেন? কোন ফল ভুলেও খাওয়াবেন না

অনেকের মনেই প্রশ্ন থাকে, কুকুরকে কী ফল খাওয়ানো যেতে পারে? কোন ফল তাদের স্বাস্থ্যের জন্য ভাল জানেন?

কোন ফল পোষ্য কুকুরকে খাওয়ালে ক্ষতি হতে পারে?

কোন ফল পোষ্য কুকুরকে খাওয়ালে ক্ষতি হতে পারে?

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২২ ২০:৩৯
Share: Save:

বাড়িতে সদ্য পোষ্য কুকুর এনেছেন? সুষম আহারের জন্য তাকে কী খাওয়াবেন ভেবে পাচ্ছেন না? বাড়ির খাবার, প্যাকেটের খাবার— নাকি অন্য কিছু? অনেকের মনেই প্রশ্ন জাগে, কুকুরকে কি ফল খাওয়ানো যেতে পারে?

কুকুরকে ফল খাওয়ানো যেতে পারে। তবে সব ফল নয়। প্রশ্ন জাগতেই পারে, কোন ফল কুকুরের জন্য ভাল? চিকিৎসকদের মতে, আম, কলা, আপেলের মতো ফল কুকুরকে দেওয়া যেতে পারে। তরমুজও খাওয়াতে পারেন। তবে গোড়াতেই খুব অল্প পরিমাণে দিয়ে দেখতে হবে, ওর কোনও সমস্যা হচ্ছে কি না। যদি অ্যাসিড বা অন্য সমস্যা না হয়, তা হলে নিয়মিত দেওয়া যেতে পারে ফল। ফলে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যা কুকুরের জন্য ভাল। তবে একটি বিষয় মাথায় রাখা উচিত। কলার মতো ফল অনেক সময়ে কুকুরের খাদ্যনালীতে আটকে গিয়ে বিপত্তির সৃষ্টি করে। তাই কলার খোসা ছাড়িয়ে সেটা থেঁতো করে দিতে হবে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাড়িতে সদ্য পোষ্য কুকুর এনেছেন? সুষম আহারের জন্য তাকে কী খাওয়াবেন ভেবে পাচ্ছেন না? বাড়ির খাবার, প্যাকেটের খাবার— নাকি অন্য কিছু? অনেকের মনেই প্রশ্ন জাগে, কুকুরকে কি ফল খাওয়ানো যেতে পারে?

কুকুরকে ফল খাওয়ানো যেতে পারে। তবে সব ফল নয়। প্রশ্ন জাগতেই পারে, কোন ফল কুকুরের জন্য ভাল? চিকিৎসকদের মতে, আম, কলা, আপেলের মতো ফল কুকুরকে দেওয়া যেতে পারে। তরমুজও খাওয়াতে পারেন। তবে গোড়াতেই খুব অল্প পরিমাণে দিয়ে দেখতে হবে, ওর কোনও সমস্যা হচ্ছে কি না। যদি অ্যাসিড বা অন্য সমস্যা না হয়, তা হলে নিয়মিত দেওয়া যেতে পারে ফল। ফলে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যা কুকুরের জন্য ভাল। তবে একটি বিষয় মাথায় রাখা উচিত। কলার মতো ফল অনেক সময়ে কুকুরের খাদ্যনালীতে আটকে গিয়ে বিপত্তির সৃষ্টি করে। তাই কলার খোসা ছাড়িয়ে সেটা থেঁতো করে দিতে হবে।

অন্য বিষয়গুলি:

Pet Care Fruits Dry Fruits
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE